সমসাময়িক প্রেক্ষাপটে অস্বস্তি লড়াইয়ের কঠিন গল্প নিয়ে আসছে বাংলা ছবি ‘মহারাজ’

কলকাতা: মুসাফির স্টোরিজের প্রথম ছবি ‘মহারাজ’-এর ট্রেলার প্রকাশ্যে। পরীক্ষা-নিরীক্ষার গভীরতায় প্রথমে ডুব দিয়ে, নিরুপম দত্ত পরিচালিত এই ছবি সমসাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি হয়েছে৷ এই ছবির গল্প বাস্তব চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ ক্যালকাটা কমেডি কোম্পানির ট্রেলার লঞ্চে অমৃতা গগন চক্রবর্তী, সৌর্যদিপ্ত মুখোপাধ্যায় এবং গৌরব মুখোটি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

কলকাতার পটভূমিতে তৈরি মহারাজ ছবির প্রধান রাহুল এবং নন্দিনীর চরিত্র৷ এই তরুণ দম্পতির জীবনের গল্প, আধুনিক যুগের অস্তিত্বের জটিলতার সঙ্গে লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। তাদের পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য দৈনন্দিন সংগ্রাম, মহারাজ নামে এক রহস্যময় বাবুর্চি বা রাধুনির আগমন না হওয়া পর্যন্ত তাদের পরিবারে বিশৃঙ্খলা চরমে ওঠে। মহারাজ যখন ধূমকেতুর মতো তাদের জীবনে আসেন, তখন ঘটে বিরাট পরিবর্তন৷ দম্পতির পরিবারে আসে সুখ-শান্তি৷ আপাতদৃষ্টিতে হিতৈষী মুখোশের নীচে মুড়ে রহস্য৷ সেখান থেকে শুরু হয় মতাদর্শগত সংঘাত৷ কোন দিকে মোড় নেয় জীবনের গতি, সেই দিকেই থাকবে নজর৷

আরও পড়ুনSharman Joshi: বলিউডে ‘কুখ্যাত’ ভিলেন প্রেম চোপড়ার মেয়েকে বিয়ে, বাংলার সঙ্গে কীভাবে আত্মীয়তার যোগ 3 Idiots ছবির রাজুর?

‘মহারাজ’ ছবিটি সম্পর্কের জটিলতা এবং ঠুনকো সম্পর্কের কথা তুলে ধরে৷ এছাড়াও ক্ষমা পরম ধর্ম সেই বার্তাও দেয়৷ ধর্ম, রহস্য, অস্বিত্বের অনুসন্ধান, সব মিলিয়ে এই ছবিটির গল্প খুবই সুদূর প্রসারী৷ জানিয়েছেন ছবির পরিচালক নিরুপম দত্ত।৩মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷