মেলবোর্নে রাজা ‘জোকার’ , অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ান তারকা

#মেলবোর্ন: সুইট সেভেনটিন নোভাক জকোভিচ। মরশুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম হাতের মুঠোয় অস্ট্রেলিয়া। এই নিয়ে রেকর্ড আটবার মেলবোর্ন পার্কে রাজা জোকার। ছেলেদের ফাইনালে রবিবার অস্ট্রিয়ার ডমনিক থিয়ামের বিরুদ্ধে  প্রথম সেট জেতার পর  দু’সেটে পিছিয়ে ছিলেন বিশ্বের দু’নম্বর। চতুর্থ সেট থেকেই ম্যাচে ফেরেন জকোভিচ। ম্যাচের ফল জোকারের পক্ষে ৬-৪,৪-৬,৩-৬,৬-৩,৬-৪।

সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে পৌঁছেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে।অস্ট্রেলিয়ান ওপেনে ৬-বারের চ্যাম্পিয়ন ছিলেন রজার ফেডেরার৷   তারপর থেকেই জল্পনা শুরু হয়, গতবারের চ্যাম্পিয়ন কি এবার ট্রফি ধরে রাখতে পারবেন। খেলা যেরকমভাবে ওঠা পড়া হয়েছে তাতে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন জমিনিক থিয়াম ৷

এই জয়ের ফলে সোমবারের এটিপি ক্রমতালিকায় রাফায়েল নাদালকে এক নম্বর থেকে সরিয়ে নিজে শীর্ষে যাবেন নোভাক জোকোভিচ ৷ এদিকে অষ্টমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন জিতে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ও আবেগতাড়িত জোকার ৷

এদিকে মহিলাদের সিঙ্গলসে শনিবারই চ্যাম্পিয়ন হয়েছেন ২১ বছরের কেনিন৷ মেলবোর্নে  নজির গড়লেন সোফিয়া কেনিন ৷ তিনি হারান  মুগুরুজাকে ৷ খেলার ফল – ৪-৬, ৬-২, ৬-২ ৷