জাতীয় ফুটবল দলে ব্রাত্য বাংলা! সুনীলদের কোচের ওপর রেগে লাল প্রাক্তনরা

#কলকাতা: আগামী ২৪ এবং ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। হুং থিন প্রতিযোগিতা নাম দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় দুদিনের প্রস্তুতি শিবির হওয়ার কথা। কিন্তু ভারতের জাতীয় ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ
ইগর স্টিম্যাচ দলে রাখলেন না বাংলার কোনও ফুটবলারকে।

এই সিদ্ধান্ত অবাক করেছে প্রাক্তন ফুটবলারদের। শ্যাম থাপা থেকে শুরু করে ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রশান্ত ব্যানার্জি, মনোরঞ্জন, সুব্রত ভট্টাচার্যরা মেনে নিতে পারছেন না এই সিদ্ধান্ত। অথচ গত জুন মাসে কলকাতায় এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার ম্যাচে প্রীতম, শুভাশিস বসুরা দাপিয়ে খেলেছিলেন। শুভাশিস যদিও সুযোগ পাননি।

আরও পড়ুন – দলে ফিরলেন দুই আগুনে পেসার, টি ২০ বিশ্বকাপের আগে হুঙ্কার লঙ্কানদের

কিন্তু এবার অজানা কারণে তারা বাদ। ৩৫ বছরের ডিফেন্ডার হরমোনজিত খাবরা দলে ডাক পেয়েছেন কোন যুক্তিতে বোঝা দায়। তাকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে রাখা হয়নি। উল্লেখ্য ফুটবলে বাংলার আবেগ এবং কলকাতা বাসীর ভালোবাসা সম্পর্কে জানেন না কোচ এমন নয়। তিনি দেখে গিয়েছেন জাতীয় দলের খেলার সময় কত মানুষ এসেছিলেন যুবভারতীতে।

আফগানিস্তান, হংকং দলের বিপক্ষে কিভাবে তারা সমর্থন করেছিলেন। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সদ্য ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া কল্যাণ চৌবের ভূমিকা নিয়ে। বাংলার ছেলে হয়েও কিভাবে তিনি এটা মেনে নিলেন? তবে জাতীয় দলের কোচের দল নির্বাচন নিয়ে ফেডারেশন প্রেসিডেন্ট নাক গলাতে যান না এটাই রীতি।

তাছাড়া ফ্রেন্ডলি ম্যাচ। তাই বাঙালি ফুটবলাররা সুযোগ না পেলেও এটা নিয়ে অযথা বিতর্ক বাড়াতে চায় না ফেডারেশন। কিন্তু বাংলার প্রাক্তন ফুটবলাররা এতে আঘাত পেয়েছেন তাতে সন্দেহ নেই।

ভারতীয় দল: গুরপ্রীত সিংহ সাঁধু, ধীরজ সিংহ, অমরিন্দর সিংহ (গোলকিপার)। সন্দেশ জিঙ্ঘন, রোশন সিংহ, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেসানা সিংহ, হরমনজ্যোৎ সিংহ খাবরা, নরেন্দ্র গেহলট (ডিফেন্ডার)।লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্ত সিংহ, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্দেস, ইয়াসির মহম্মদ, জিকসন সিংহ, সাহালআব্দুল সামাদ, রাহুল প্রবীণ, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিংহ (মিডফিল্ডার)। সুনীল ছেত্রী, ঈশান পণ্ডিতা (ফরোয়ার্ড)।