GT vs MI: রশিদ, নুরের ঘূর্ণিতে মুম্বইকে স্রেফ উড়িয়ে দিল গুজরাত, বড় জয় হার্দিকদের

আহমেদাবাদ: গুজরাত টাইটানস দলের বিশাল রান তারা করতে নেমে মুম্বাই ইন্ডিয়ন্স প্রথম থেকেই চাপে আছে সেটা বোঝা যাচ্ছিল। রোহিত শর্মা (২) কট অ্যান্ড বোল্ড হলেন হার্দিক পান্ডিয়ার বলে। ঈশান (১৩) ফিরে গেলেন রশিদ খানের বলে। তিলক (২) সেই রশিদ খানের শিকার। কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন ক্যামেরণ গ্রিন (৩৩)। তাকে বোল্ড করেন নুর আহমেদ। সূর্য কুমার (২৩) ধরে খেলার চেষ্টা করছিলেন। তাকেও ফিরিয়ে দিলেন নুর।

টিম ডেভিড খাতা না খুলে আউট হয়ে গেলেন সেই নুরের বলেই। এই তরুণ আফগান চায়না ম্যান বোলার ৩ উইকেট নিলেন। রশিদ পেলেন দুটি উইকেট। দুই আফগান স্পিনার মিলেই মুম্বইয়ের লড়াই শেষ করে দিলেন। নুর আহমেদ যে ভবিষ্যতের সুপারস্টার সেটা বোঝা গেল। টস জিতে যখন গুজরাতের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা, তখন মনেই হয়েছিল নির্দিষ্ট একটা প্ল্যান ধরে এগোচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স।

একটা সময় খারাপ শুরু করেও জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে মুম্বই। মনে হচ্ছিল আজও ফেভারিট রোহিত শর্মার দল। কিন্তু উল্টো দিকে হার্দিক পান্ডিয়ার গুজরাত তৈরি ছিল শেষ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর। তবে শুরুতেই আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। অর্জুন তেন্ডুলকরের বলে ক্যাচ দিয়ে।

কিন্তু এখান থেকে খেলাটা ধরে ফেললেন শুভমন গিল এবং হার্দিক। হার্দিক (১৩) অবশ্য ৬ মারতে গিয়ে পীযুষ চাওলার বলে আউট হয়ে গেলেন। কিন্তু গিল (৫৬) নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। কিন্তু যখন মনে হচ্ছিল আজ তিনি বড় ইনিংস খেলতে চলেছেন, তখনই কার্তিকের বলে ছক্কা মারতে গিয়ে সূর্য কুমারের হাতে আউট হলেন। বিজয় শংকর (১৯) ভরসা দিতে পারলেন না। আবার উইকেট নিলেন পীযূষ চাওলা। মুম্বাইতে যাওয়ার পর থেকে এই লেগ স্পিনার যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন।

মুম্বইয়ের হয়ে নেহাল ওয়াধরা কিছুটা লড়াই করেছিলেন। কিন্তু তার চল্লিশ রানের ইনিংস কাজে এল না। অর্জুন তেন্ডুলকর ব্যাট করলেন কিছুক্ষণ। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। পর তিনটে জয়ের পর আবার হারের ব্যথা সহ্য করতে হল মুম্বইকে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত এবারও অন্যতম ফেভারিট সেটা বারবার বোঝা যাচ্ছে। ৮ বলে ১৩ করেন অর্জুন। মারেন একটি ছক্কা।