আবহাওয়ার মুড সুইং-এ জেরবার হচ্ছে বঙ্গবাসী। ‌রোদ বৃষ্টির খেলায় নাজেহাল অবস্থা সকলের। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ‌ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে দক্ষিণের বেশিরভাগ জেলার মানুষকে।

North Bengal News: লাগাতার বৃষ্টিতে ভুটান পাহাড়ে ধস! আবহাওয়ার চরম হুঁশিয়ারি উত্তরে! দেখলে আঁতকে উঠবেন…

উত্তর থেকে দক্ষিণ শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। তবে রিমলের জেরে গত দুদিন যাবৎ উদ্বেগজনক পরিস্থিতি উত্তরবঙ্গ ও ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলিতে। ক্রমশ বাড়ছে চিন্তা। ভুটান পাহাড়ের একদম নিচেই রয়েছে উত্তরবঙ্গের এই গ্রাম। বাড়ির দরজা বা জানালা খুললেই প্রতিবেশী দেশ ভুটানের নাগরিকদের সঙ্গে কথা বলতে পারেন এই এলাকার মানুষেরা। কিন্তু বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন রাইগাঁও এলাকা। সেখানে ক্রমশ ধস পরিস্থিতি জটিল আকার নিয়েছে। অন্যদিকে বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গেও। সকাল থেকেই দিঘায় অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। প্রাক বর্ষার এই বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ায় উত্তাল দিঘার সমুদ্র ( Digha )। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা। বৃষ্টির কারণে দিঘা সমুদ্র সৈকত কার্যত পর্যটক শূন্য। আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সতর্কতা রয়েছে ভোটের দিন শনিবারও। এদিকে বেশ কয়েকদিন ধরেই ভিজছে উত্তরবঙ্গের মাটি। এরইমধ্যে কেরলের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে ইতিমধ্যেই প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এই পথ ধরে শনিবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়ে যাবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।এবছর স্বাভাবিকের চেয়ে উত্তর- পূর্ব ভারতে সামান্য কম বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।