এনইসি বৈঠক ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে

North East Council Meeting: নর্থ ইস্ট কাউন্সিলের এ বারের বৈঠকের আয়োজন করতে চলেছে ত্রিপুরা

আগরতলা: আগামী ৩১ অগাস্ট থেকে ত্রিপুরায় এনইসি বৈঠকের আয়োজন হতে যাচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠক সম্পর্কিত বিষয়ে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি – নর্থ ইস্ট কাউন্সিল) গুরুত্বপূর্ণ বৈঠক। যা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।  আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এ বিষয়ে উচ্ছ্বাস ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা সত্যিই একটি আনন্দের দিন যে এনইসি বৈঠক ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে আমরা নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে অসম এবং মেঘালয়ে যেতাম। সেই জায়গায় এবার ত্রিপুরার বুকে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং  মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর,নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বৈঠকে আমরা ত্রিপুরা সম্পর্কিত বিভিন্ন সমস্যা, সীমান্ত এবং উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করব। এর পাশাপাশি আমরা ত্রিপুরায় উদ্ভাবনী কর্মকাণ্ড তুলে ধরব এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গেও নানা বিষয়ে আলোচনা করা হবে।’’

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, ‘‘এই গুরুত্বপূর্ণ বৈঠকের যাবতীয় ব্যবস্থাদি খতিয়ে দেখার জন্য একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন যা আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ’’ আর ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলা এনইসি সভায় প্রচুর সংখ্যায় প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : নতুন ক্লিনিক! ঢেলে সাজছে ভারতীয় রেলের তরফে চিকিৎসা পরিষেবা

প্রসঙ্গত উত্তর পূর্ব পরিষদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের পরিকাঠামো বিকাশের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে সংযুক্ত হয়ে থাকে। বিশেষ করে দেখার আন্তঃসীমানা বিষয়ে একাধিক রাজ্যের সম্পর্ক। এছাড়া রেল,  সড়ক ও বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ চলছে নানা রাজ্যে। আগামী দিনে সেই কাজ যাতে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারা যায় তা নিয়েও আলোচনা হবে।