তিস্তা এখন লাল সংকেত 

Jalpaiguri  News: রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা… উত্তর-পূর্ব ভারতজুড়ে প্রবল বৃষ্টির সতর্কতা

জলপাইগুড়ি : উত্তর-পূর্ব ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুঁসছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদী।

আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী পাঁচ দিন সমগ্র উত্তর-পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত। শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি-সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো।অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলরাশি সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির জল। এই দুয়ে মিলে কার্যত রুদ্র মূর্তি ধারণ করেছে তিস্তা, জলঢাকা, তোর্সা-সহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিস, ঘিস, নেওরার মতো খরস্রোতা নদীগুলো।

প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারাজে। তিস্তা নদীর পাড়ে অবস্থিত মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে জারি রয়েছে লাল সতর্কতা। অন্য নদীগুলিতে দেখানো হয়েছে হলুদ সংকেত।সব মিলিয়ে বর্ষার প্রথম স্পেলের দাপটে ব্যাহত জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৩৬ মিলিমিটার।