কেদারনাথ এর আদলে শিব মন্দির

Birbhum News: বীরভূমে যেন এক টুকরো কেদারনাথ! বোলপুর এসে না দেখলেই পরে পস্তাবেন

বীরভূম: আমাদের মধ্যে কমবেশি সকলের কাছে এক কথায় ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড। তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয়। তবে অনেকের পক্ষে এই কেদারনাথ যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এবার বীরভূমে এলে আপনি দেখতে পাবেন এক টুকরো কেদারনাথ।

রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর এই বোলপুর শান্তিনিকেতনে এলেই আপনি দেখতে পাবেন কেদারনাথের মন্দিরের আদলে এক শিব মন্দির। ওই মন্দিরের এক সেবাইত পরমানন্দ গিরি আমাদের জানান তিনি বছরে একাধিকবার কেদারনাথ মন্দিরের দর্শনের জন্য গিয়েছেন। তবে এখন অনেক লোক রয়েছেন, যাঁরা এখনওপর্যন্ত কেদারনাথ মন্দির দর্শন করার সুযোগ পাননি। তাই তার ইচ্ছে ছিল বীরভূমের মধ্যে একটি কেদারনাথের আদলের শিব মন্দির তৈরি করবেন। ২০১৮ সালে এই মন্দিরটি শুরু হয় তবে সেই সময় এটি কেদারনাথের আদলে তৈরি হবে সেরকম কোনও পরিকল্পনা ছিল না। এরপরেই ২০২১ সালে কেদারনাথের আসল যিনি সেবায়েত রয়েছেন তিনি পরমানন্দ গিরি মহাশয়কে পরামর্শ দেন বীরভূমে কেদারনাথের আদলে এক শিব মন্দির তৈরি করার।

ঠিক তবে থেকেই বিভিন্ন মানুষের সহযোগিতা এবং ভালবাসায় কেদারনাথের আসল পুরোহিতের তত্ত্বাবধানে এই মন্দির শুরু হয়। আসল কেদারনাথ মন্দিরে যিনি পুরোহিত,  তিনি সেই মন্দিরের মাপ, মূর্তি বিষয়ে সাহায্য করেন। আর এরপরেই কেদারনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হওয়ার পরেই বীরভূম এলাকার বিভিন্ন মানুষ এই মন্দিরে এসে দর্শন করছেন এবং ভিড় জমাচ্ছেন।

তিনি আরও জানান, ‘বোলপুর ও বীরভূমবাসীর কাছে অনুরোধ, কেদারনাথ মন্দিরের সঙ্গে কখনোই এই মন্দিরের তুলনা করবেন না। বীরভূমের এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে।’