গন্ডার

Jalpaiguri News: উত্তরের জঙ্গলে বাড়ছে গন্ডার! খাবারে ভাগ বসাচ্ছে বাইসন! কপালে ভাঁজ বনদফতরের

জলপাইগুড়ি: গণ্ডারের খাদ্যে থাবা বাইসনের! বাড়ছে পরিবারের সদস্য সংখ্যা। গণ্ডারের খাদ্যের জোগান নিয়ে চিন্তিত বন দফতর। কিন্তু কেন এমন অবস্থা? এশিয়ার একশৃঙ্গ গণ্ডারের বাসভূমি বলতে বোঝায় আসাম এবং উত্তরবঙ্গে গভীর জঙ্গল সংলগ্ন নদীর পার্শ্ববর্তী ঘন ঘাসের খোলামেলা পরিসর। তবে এই দুই অঞ্চলে এই গ্রাস ল্যান্ড একদিকে যেমন সীমিত, অপর দিকে ক্রমবর্ধমান বাইসনের-সংখ্যা সহ অন্যান্য নানা কারণে ক্রমশ কমেছে গণ্ডারের সীমিত বিচরণ ভূমি। শেষে এবার খাবারের মধ্যেও ভাগ বসাচ্ছে বাইসন! পর্যাপ্ত পরিমাণে গণ্ডারের খাবারের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এতেই চিন্তায় কপালে ভাঁজ পড়ছে বনদফতরের কর্মীদের৷

পরিবেশপ্রেমীদের একাংশ দাবি জানায়, অবৈজ্ঞানিক ভাবে গড়ে ওঠা বেসরকারি রিসর্ট গজিয়ে ওঠা রুখতে হবে। বনভূমি আয়তনে বাড়াতে হবে বন্যপ্রাণীদের স্বার্থে। তা হলেই গ্রাসল্যান্ডের পরিমাণ যেমন বাড়বে তেমনই খাবারের সমস্যারও সমাধান পথ পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, বিগত কয়েক বছরে দু’বর্গ কিলোমিটার ঘাস ভূমি তৈরি করা হয়েছে এশিয়ান রাইনো কুলের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে।

সম্প্রতি হওয়া ওয়ার্ল্ড রাইনো ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে গরুমারা জাতীয় উদ্যানের বনাধিকারিক দ্বিজপ্রতীম সেন  জানালেন, বৃদ্ধি পেয়েছে গণ্ডারের সংখ্যা ৫৫ থেকে বেড়ে বর্তমানে ৬০টি এক শৃঙ্গী গণ্ডারের বাসভূমি এই বনাঞ্চল। ঐতিহ্যবাহী একশৃঙ্গ গণ্ডারদের অস্তিত্ব ধরে রাখতে গণ্ডার, বাইসন-সহ অন্যান্য বন্যপ্রাণের খাদ্যের জোগান বাড়াতে পদক্ষেপ করবে বনদফতর।

সুরজিৎ দে