এই ষড়যন্ত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্যান্য কিছু ব্যক্তির সঙ্গ ওসি টালাও ছিলেন বলে মনে করা হচ্ছে। তথ্য পরিবর্তন করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে। অভিযোগ, ‘কগনিজেবল অফেন্স’ বা অপরাধ হওয়া সত্ত্বেও সঠিক আইন মেনে এফআইআর করা হয়নি ।

OC of Tala PS: এক ঘণ্টা পরে সিজিও থেকে বের হলেন টালা থানার ওসির স্ত্রী! ‘আমাদের তলব করেনি…’ দাবি আইনজীবীর

আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আদালতের নির্দেশে ইতিমধ‍্যেই সিবিআইয়ের হেফাজতে টালা থানার ওসি। এবার আইনজীবীকে নিয়ে অভিজিৎ মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন তাঁর স্ত্রী।
আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আদালতের নির্দেশে ইতিমধ‍্যেই সিবিআইয়ের হেফাজতে টালা থানার ওসি। এবার আইনজীবীকে নিয়ে অভিজিৎ মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন তাঁর স্ত্রী।
সূত্রের খবর, টালা থানার ওসির স্ত্রীকেও তলব করেছে সিবিআই। সোমবার দুপুরে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা সমনে বলা হয়েছে। তলব করা হয়েছে আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও।
সূত্রের খবর, টালা থানার ওসির স্ত্রীকেও তলব করেছে সিবিআই। সোমবার দুপুরে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা সমনে বলা হয়েছে। তলব করা হয়েছে আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও।
তাঁর আইনজীবী জানিয়েছেন, 'আমাদের কোনওভাবেই তলব করেনি। অভিজিতের স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে দেখা করেন।' প্রায় এক ঘণ্টা পরে সিজিও থেকে বের হন তাঁরা।অভিজিতের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেন শঙ্খজিৎ মিত্র।
তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘আমাদের কোনওভাবেই তলব করেনি। অভিজিতের স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে দেখা করেন।’ প্রায় এক ঘণ্টা পরে সিজিও থেকে বের হন তাঁরা।অভিজিতের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেন শঙ্খজিৎ মিত্র।
আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয় অভিজিৎকে। ঘটনার সময় তিনি টালা থানার ওসি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, যেমন, কর্তব্যে গাফিলতি, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া ইত্যাদি।
আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয় অভিজিৎকে। ঘটনার সময় তিনি টালা থানার ওসি ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, যেমন, কর্তব্যে গাফিলতি, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া ইত্যাদি।
৯ অগাস্ট রাতে মৃত্যু হয় তরুণী চিকিৎসকের। সেইদিন রাতভর কী চলেছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে? মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? তারপরে কাকে জানান তিনি? কখন ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল? তারপর থেকে দীর্ঘ সময় কী কথা হয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গে?...এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা। সংগৃহীত ছবি।
*৯ অগাস্ট রাতে মৃত্যু হয় তরুণী চিকিৎসকের। সেইদিন রাতভর কী চলেছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে? মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ? তারপরে কাকে জানান তিনি? কখন ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল? তারপর থেকে দীর্ঘ সময় কী কথা হয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গে?…এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা। সংগৃহীত ছবি।
তদন্তকারীদের কথায়, ঘটনাক্রম অনুযায়ী সেমিনার হলে তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহের ক্ষেত্রেও টালা থানার ওসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মাত্র সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে। তারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধোঁয়াশা ও অস্পষ্ট। মৃতদেহ দ্রুত দাহ করার ক্ষেত্রেও অভিজিতের অতিসক্রিয়তার নানা ইঙ্গিত মিলেছে বলে অভিযোগ। ফলে সেদিন রাত থেকে কী কী ঘটেছিল, তা জানতে এদিন মুখোমুখি জেরা করা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সংগৃহীত ছবি।
*তদন্তকারীদের কথায়, ঘটনাক্রম অনুযায়ী সেমিনার হলে তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহের ক্ষেত্রেও টালা থানার ওসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মাত্র সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে। তারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধোঁয়াশা ও অস্পষ্ট। মৃতদেহ দ্রুত দাহ করার ক্ষেত্রেও অভিজিতের অতিসক্রিয়তার নানা ইঙ্গিত মিলেছে বলে অভিযোগ। ফলে সেদিন রাত থেকে কী কী ঘটেছিল, তা জানতে এদিন মুখোমুখি জেরা করা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সংগৃহীত ছবি।
সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই 'বৃহত্তর ষড়যন্ত্র' ফাঁস হয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন সিবিআই-এর আধিকারিকরা। কী ঘটতে চলেছে আজ? কী তথ্য উঠে আসতে পারে মুখোমুখি জেরায়, তা জানতে মুখিয়ে রাজ্যবাসী।
*সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই ‘বৃহত্তর ষড়যন্ত্র’ ফাঁস হয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন সিবিআই-এর আধিকারিকরা। কী ঘটতে চলেছে আজ? কী তথ্য উঠে আসতে পারে মুখোমুখি জেরায়, তা জানতে মুখিয়ে রাজ্যবাসী।