প্রতীকী ছবি

মেদিনীপুর শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ চলবে, বিকল্প পথ জেনে বাড়ি থেকে বেরোন

পশ্চিম মেদিনীপুর:এবার শহরের মধ্যে নিয়ন্ত্রিত বাস এবং বড় গাড়ির চলাচল। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। মেদিনীপুর শহরে কুইকোটা থেকে পুরাতন এলআইসি মোড় পর্যন্ত রাস্তায় উন্নয়নমূলক কাজের জন্য বাস, বড় গাড়ির পাশাপাশি যান চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

২০ আগাস্ট থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্ত প্রায় একমাসেরও বেশি সময় নিয়ন্ত্রিত থাকবে এই যান চলাচল।

স্বাভাবিকভাবে সাধারণের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য বিকল্প পথও জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজের জন্য ২০ আগস্ট থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্ত কেরানিচটি থেকে পুরাতন এলআইসি মোড় পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তা নির্দেশিত হয়েছে।

আরও পড়ুন- ফোনের খালি বক্স আবর্জনা ভেবে ফেলবেন না,এতে লুকিয়ে ‘গুপ্তধন’!নানা সমস্যার সমাধান

জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে, বাস, ট্রাক এবং অন্যান্য বড় যানবাহন কেরানিচটি থেকে মেদিনীপুর টাউনের দিকে আসার ক্ষেত্রে কুইকোটা কালী মন্দির থেকে হেলিপ্যাড রোড দিয়ে বাঁকিয়ে দেওয়া হবে।

শুধু বড় গাড়ি নয়, ছোট গাড়ি যেমন অটো, ই-রিক্সা, দুচাকার গাড়িগুলি গীর্জার মোড় পর্যন্ত আসতে পারবে। গীর্জার মোড়- এর ভিএসএন স্কুলের কাছ থেকে গাড়িগুলিকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত মেদিনীপুর শহরে যান চলাচল নিয়ন্ত্রণে আনার জন্য বড় গাড়ি, বাস গুলি কেরানীচটি হয়ে এলআইসি মোড় দিয়ে বাসস্ট্যান্ডে প্রবেশ করত। স্বাভাবিকভাবে বেশকিছু মানুষ এলআইসি মোড়, জেলাশাসক দফতরের সামনে থেকে বাসে উঠতেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য।

তবে এক্ষেত্রে আগে ভাগে নির্দেশিকা দিয়ে মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন মানুষের সামান্য অসুবিধা সৃষ্টি হলেও উন্নয়নের স্বার্থে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফে।

রঞ্জন চন্দ