প্রতীকী ছবি

২০২৪-এর শেষ দিকে লঞ্চ করবে OnePlus 13! কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন এখনই

চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে চলেছে OnePlus 13। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। উইবো-তে এক টিপস্টার ডিসপ্লে স্পেসিফিকেশন নিয়ে নানা দাবি করেছেন। তাঁর মতে, OnePlus 13-এ ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে, একেবারে OnePlus 12-র মতো।

আসন্ন OnePlus 13 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 এসওসি চালিত হতে চলেছে বলে জানা গিয়েছে। বলে রাখা ভাল, OnePlus 12 জানুয়ারিতে Qualcomm-এর Snapdragon 8 Gen 3 SoC এর সঙ্গে লঞ্চ হয়েছিল। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে যে OnePlus 13-এ 2K রেজোলিউশন-সহ 6.8 ইঞ্চি মাইক্রো-কার্ভড LTPO স্ক্রিন থাকবে। শুধু তাই নয়, কিছু সাধারণ অদলবদল ছাড়া ডিসপ্লের আকার হবে অবিকল OnePlus 12-র মতো।

OnePlus 13-এর ডিজাইনে বড়সড় বদল আসতে চলেছে বলে জানা গিয়েছে। থাকতে পারে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর আগে অপটিক্যাল স্ক্যানার ছিল। ফলে উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে, বলতেই হয়। টিপস্টারের এর দাবি, OnePlus 13-এ Snapdragon 8 Gen 4 SoC এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন

আরও পড়ুন: এসএমএসে স্প্যাম লিঙ্ক খুলতে গেলেই সতর্ক করবে গুগল মেসেজিং অ্যাপ, আসছে নয়া ফিচার

এর আগেই OnePlus 13-এর একাধিক ফিচার নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছে। মোটামুটি সবাই একটা বিষয়ে একমত যে হ্যাসেলব্লাড-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। ক্যামেরা ইউনিটে একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি টেলিফটো সেন্সরের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে।

২০২৪-এর শেষ দিকে ধুমধাম করে আনুষ্ঠানিক লঞ্চ হতে পারে OnePlus 13-এর। জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus 12। 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা।

OnePlus 12-এ 6.82-ইঞ্চি কোয়াড-এইচডি+ (1,440 x 3,168 পিক্সেল) LTPO 4.0 AMOLED স্ক্রিন রয়েছে এবং এটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 SoC-তে চলে। এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার নেতৃত্বে রয়েছে 50 মেগাপিক্সেল Sony LYT-808 ক্যামেরা। ফোনে 32 মেগাপিক্সেনের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এবং 100W সুপারভিওওসি চার্জিং-সহ 5,400mAh ব্যাটারি সমর্থিত।