Get OnePlus 10 Pro Before India Launch: লঞ্চের আগেই হাতে পেয়ে যেতে পারেন Oneplus 10 স্মার্টফোন, কী ভাবে? দেখে নিন উপায়

OnePlus Gives You The Chance To Get OnePlus 10 Pro Before India Launch: ভারতে লঞ্চ করা হতে চলেছে OnePlus কোম্পানির OnePlus 10 Pro স্মার্টফোন। কিন্তু এর আগেই OnePlus কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে এক দারুন অফারের। এর মাধ্যমে OnePlus 10 Pro স্মার্টফোন লঞ্চ হওয়ার আগেই তা হাতে পাওয়া যেতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে একটি ট্যুইট করে এই ঘোষণা করেছে OnePlus ইন্ডিয়া। সেখানে বলা হয়েছে OnePlus কোম্পানির ল্যাব টেস্টে যোগ দিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়ে পাওয়া যেতে পারে OnePlus কোম্পানির নতুন OnePlus 10 Pro স্মার্টফোন। সেখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। সেখানে গিয়ে OnePlus ফোন সম্পর্কে ইউজারদের রিভিউ দিতে হবে এবং তা সাবমিট করতে হবে। OnePlus কোম্পানির তরফে তা শেয়ার করা হবে সোশ্যাল মিডিয়া পেজে। এভাবেই লঞ্চের আগেই পাওয়া যেতে পারে OnePlus কোম্পানির নতুন OnePlus 10 Pro স্মার্টফোন।

OnePlus-এর এই ল্যাব টেস্টের অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া শুরু হয়েছে মার্চ মাসের ১৭ তারিখ থেকে। OnePlus-এর এই ল্যাব টেস্টের যে কেউ OnePlus-এর এই ল্যাব টেস্টের অ্যাপ্লিকেসন জমা দিতে পারবে মার্চ মাসের ২৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে। OnePlus কোম্পানির তরফে জানানো হয়েছে যে ভারতে OnePlus 10 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে ৩১ মার্চ। এরপর ১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে ল্যাব রিভিউ।

আরও পড়ুন – আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়

আরও পড়ুন – কম খরচে দারুণ সুবিধা! এক নজরে দেখে নিন ১০০০ টাকার মধ্যে সবথেকে ভাল ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট প্ল্যান

OnePlus 10 Pro ফোনের ফিচার –

OnePlus 10 Pro ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেম কালারস ওএস ১২.১ (ColorOS 12.1)। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির কিউএইচডি (QHD) প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে রয়েছে ১,৪৪০×৩২১৬ পিক্সেল। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি (Snapdragon 8 Gen 1 SoC)। OnePlus 10 Pro ফোনে রয়েছে ১২জিবির এলপিডিডিআর৫ র্যা ম (LPDDR5 RAM)। OnePlus 10 Pro ফোনে রয়েছে ২৫৬ জিবির (GB) ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ। এছাড়া ফটো তোলার জন্য ও ভিডিও করার জন্য রয়েছে উন্নত ও আধুনিক ক্যামেরা। OnePlus 10 Pro ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৪৮ এমপি (MP) প্রাইমারি সেন্সর, ৫০ এমপি আলট্রা ওয়াইড শুটার এবং ৮ এমপির টেলিফটো শুটার। এছাড়াও OnePlus 10 Pro ফোনের সামনে রয়েছে সেলফি তোলার জন্য ৩২ এমপি ক্যামেরা।