সুপার ফোরে পৌঁছে গেলেও দুটি কারণে চিন্তায় ভারত অধিনায়ক রোহিত! জানেন কী ?

#দুবাই: এশিয়া কাপে সুপার ফোরের টিকিট মিলে গেলেও ভারতীয় শিবিরকে চাপে রাখছে আভেশ খান ও অর্শদীপ সিংয়ের বোলিং। দুর্বল হংকংয়ের বিরুদ্ধে চার ওভারে আভেশ দিয়েছেন ৫৩ রান। সমসংখ্যক ওভারে অর্শদীপ খরচ করেছেন ৪৪ রান। দুই তরুণ পেসারের আট ওভারে উঠেছে মোট ৯৭ রান, যা চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। প্রশ্ন উঠছে, হংকংয়ের ব্যাটসম্যানদের কাছে যদি এমন ঠ্যাঙানি খেতে হয়, তাহলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কী হবে?

আরও পড়ুন – বাংলাদেশের আবেগ আছে, বুদ্ধি নেই! লঙ্কার কাছে হেরে সত্যিটা স্বীকার করলেন সাকিব

এশিয়া কাপের স্কোয়াডে আর কোনও পেসার নেই। চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর দীপক চাহার স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন। ফলে এই প্রতিযোগিতায় আভেশ খান বা অর্শদীপ সিংকে বসিয়ে অন্য কোনও পেসারকে খেলানোর উপায় নেই টিম ইন্ডিয়ার। আর সেটাই কোচ দ্রাবিড়ের উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভারতের বোলিং কোচ পরশ মামরে অবশ্য আশাবাদী আবেশ এবং অর্শদীপ দুজনেই নিজেদের ভুল শুধরে নেবেন।

কারণ আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের অভিজ্ঞতা খুব বেশি নয়। কিন্তু মানসিকতার দিক থেকে দুজনেই খুব লড়াকু এবং ভয়ডরহীন। দুজনেই উইকেট নিতে জানেন। অনুশীলনে ডেথ ওভারে আরও নিয়ন্ত্রিত বল করা রপ্ত করেছেন দুজনে। তাই ভারতীয় শিবির আশাবাদী পরের ম্যাচে এই ভুল হবে না।

সামনে যেই প্রতিপক্ষ আসুক না কেন, রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন নিজেদের স্বাভাবিক আক্রমনাত্মক এবং পজিটিভ ক্রিকেট খেলাই একমাত্র লক্ষ্য হবে ভারতের। কমপ্লিট টিম গেম খেলাই টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। পাশাপাশি নিজের ব্যাটিং আরো রান পেতে চান জানিয়েছেন হিটম্যান।

সেই চেষ্টাই করবেন পরের ম্যাচে। সূর্য কুমার এবং বিরাট যেভাবে ব্যাট করেছেন তার দিলখোলা প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। রোহিত মনে করেন পরবর্তী ম্যাচগুলোয় ভারত আরো পজিটিভ ক্রিকেট খেলবে। অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে ড্রেসিংরুমে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রেখেছেন ভারত অধিনায়ক।