Tag Archives: Asia Cup 2022

ব্যাটে স্মৃতি, বলে রেনুকা! লঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

শ্রীলংকা – ৬৫/৯
ভারত – ৭১/২

ভারত জয়ী ৮ উইকেটে

#সিলেট: এশিয়া কাপ ফাইনালে ভারত যে সপ্তম বারের মতো চ্যাম্পিয়ন হতে চলেছে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল শ্রীলংকার মহিলা ক্রিকেট দল ৬৫ রানে অলআউট হওয়ার পর। শুধু দেখার ছিল ভারত কত তাড়াতাড়ি এই রান তুলতে পারে, দশ উইকেটে জয় আছে কিনা। দশ উইকেটে জয় এল না বটে। শেফালী (৫) স্টাম্প আউট এবং জেমিমা রড্রিগেজ ( ২) তাড়াহুড়ো করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন।

কিন্তু স্মৃতি মান্ধানা যে ফর্মে আছেন তাকে আউট করা দুনিয়ার সেরা বোলিং লাইন আপের বিরুদ্ধে কষ্টকর। দেখে শুনে নিজের শট বাছাই করলেন ভারতের ওপেনার। প্রয়োজনে ড্রাইভ মারলেন, ব্যাকফুটে কাট করলেন। কপি বুক সব শট দেখা গেল স্মৃতির ব্যাট থেকে। অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত যোগ্য সহায়তা করে গেলেন।

বলা যায় একপেশে ফাইনালে প্রতিপক্ষকে দূরমুশ করে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। কয়েক মাস আগে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংলিশ মেয়েদের হোয়াইটওয়াশ করেছিল ভারত। আজকে এশিয়া চ্যাম্পিয়ন হল। পরের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় অক্সিজেন তুলে নিল ভারতের মেয়েরা

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলংকা। কিন্তু প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট হারাতে থাকল তারা। স্কোরবোর্ড দেখলে ফোন নম্বর মনে হবে। অধিনায়ক চামারি আতাপত্তু (৬), সঞ্জীবনী (২), হর্ষিতা (১), নিলাক্ষী (৬), হাদিনি (০), কাবিশা (১) শুধু এলেন আর গেলেন। এর মধ্যে দুটো রান আউট। তিনটি উইকেট নিলেন রেনুকা ঠাকুর।

রাজেশ্বরী গায়কোয়ার দুটি, স্নেহ রানা একটি উইকেট নিলেন। একটি টুর্নামেন্টের ফাইনালে এরকম জঘন্য ব্যাটিং এর আগে কোনও দল করেছে কিনা সন্দেহ। আসলে ভারতের দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং এর কাছে প্রথম থেকেই চাপে পড়ে যায় লঙ্কা। ভারতের মেয়েরা ইঞ্চির জন্য নিঃশ্বাস নিতে দেয়নি প্রতিপক্ষকে।

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, মাঠেই মন ভোলানো নাচ গোটা দলের

ছেলেদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখের সামনে থেকে গ্রাস ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা৷ প্রতিযোগিতায় আন্ডারডগ হিসেবে শুরু করেও নিজেদের পারফরম্যান্স দিয়ে সকলকে চমক দিয়েছিল দাসুন শানাকারা৷ এবার মেয়েদের এশিয়া কাপেও ফেভারিট তকমা না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচ জিতে ফাইনালে পৌছে গেল শ্রীলঙ্কার মেয়েরা৷ রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল শ্রীলঙ্কা। ম্য়াচ জয়ের পর শ্রীলঙ্কার মেয়েদের সেলিব্রেশন ভাইরাল নেট দুনিয়ায়।

প্রথমবারের মতো মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা মহিলা দল। একইসঙ্গে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার কোনও দল এক রানে ম্য়াচ জিতল। ম্য়াচ জয়ের পর শ্রীলঙ্কা দলের ক্রিকটাররা মাঠেই দল বেধে নাচতে দেখা যায়। সাধারণত খেলোয়ারদের দল বেধে একই তালে নাচতে খুব একটা কম দেখা যায়। কিন্তু এদিন দেখা গেল শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটারে পেশাদার ডান্সারদের মত দল বেধে সুন্দরভাবে নাচলেন। যেই ভিডিও খুবই মিষ্টি। শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের এমন সেলিব্রেশন নেট দুনিয়ায় সকলেই পছন্দ করেছেন।

প্রসঙ্গত, ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন হরশিতা সামারাউইকরামা। এছাড়া ২৬ রান করে অনুষ্কা সঞ্জিওয়ানি। ছোট টার্গেট তাড়া করতে নেমে অতিরিক্ত ধীর গতিতে ব্য়াট করার খেসারত দিতে হয় পাকিস্তান দলকে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে পাকিস্তান। অধিনায়ক বিসমাগ মাহরুফ ৪২ ও নিদা দার ২৬ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। অন্য়ান্য় ব্য়াটাররা ব্য়র্থ হন। ১ রানে ম্য়াচ জিতে ফাইনালে পৌছাল শ্রীলঙ্কা। ১৫ অক্টোবর এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

প্রবল দারিদ্র এবং খিদেকে উপেক্ষা করে চ্যাম্পিয়ন! শ্রীলঙ্কার এশিয়া সেরা হওয়া যেন জীবন্ত রূপকথা

#কলম্বো: যেন জীবন্ত রূপকথা। অসম্ভবকে সম্ভব করে তোলার গল্প। ফিনিক্স পাখির মতো জেগে ওঠা। ফেভারিট হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে ছোট দলের চ্যাম্পিয়ন হওয়ার সাহস সোনালী অক্ষরে লেখা থাকবে ক্রিকেট ইতিহাসে। যে দেশটির লাখো মানুষ হাজারো দুশ্চিন্তা নিয়ে প্রতিরাতে বিছানায় যায়, আজ তারা রাত জাগবে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে।

এই জয় তাদের দেশের অর্থনীতি চাঙ্গা করে দেবে না; অপরাজনীতি দূর করতে পারবে না, চালের দাম কমাতে পারবে না; কিন্তু কিছু সময়ের জন্য হলেও গর্বে বুকটা ফুলে উঠবে দ্বীপরাষ্ট্রের নাগরিকদের। রাতের খাবার জোগার করতে না পারা মানুষটির মুখেও থাকবে এক চিলতে হাসি। কারণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বদরবারে উজ্জ্বল হয়েছে দেশের মুখ। যারা এই বিজয় এনে দিয়েছে তারা ডাকসাইটে কেউ নয়, তারা ১১টি ভাই। বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কার ডানহাতি স্পিনার মহীশ থিকশানা টুইটারে লিখেছিলেন, বিশ্বমানের খেলোয়াড়ের কোনো প্রয়োজন নেই, যখন তোমার ১১টা ভাই আছে। সেই ১১টা ভাই মিলেই আজ দলকে চ্যাম্পিয়ন করে দিল।

কী অসাধারণ তাদের টিম স্পিরিট, মাঠে নিবেদন, হার না মানা লড়াকু মানসিকতা- সব মিলিয়ে যোগ্যতম দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ১১টা ভাই দেখিয়ে দিয়েছে, দৃঢ়প্রতিজ্ঞা থাকলে যে কোনো বাধা বিপত্তি পেরিয়ে যাওয়া যায়। প্রাক্তন ক্রিকেটার জয় সূর্য এবং অধিনায়ক অর্জুন রনতুঙ্গা জানিয়েছেন এই জয় শ্রীলংকার মানুষকে খারাপ সময় কিছুটা শান্তি দেবে।

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন হয়তো তাদের কষ্টকর জীবনের সুরাহা করবে না, কিন্তু কিছুটা হলেও বেঁচে থাকার অক্সিজেন দেবে। রাজাপক্ষ, হাসারাঙ্গা, মধুশানরা দেশে ফিরলে জাতীয় নায়কের সম্মান পাবেন। আর শ্রীলংকার ব্রিটিশ কোচ এবং ইংল্যান্ডের প্রাক্তন কোচ ক্রিস সিলভারউড জানিয়েছেন এই জয় টি২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কাকে কয়েক ধাপ এগিয়ে দেবে।

পাক বোলারদের দাপট সামলে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখলেন রাজাপক্ষ

শ্রীলঙ্কা – ১৭০/৬

#দুবাই: বন্যায় বিধ্বস্ত পাকিস্তান নাকি তীব্র আর্থিক সংকটে ভেঙে পড়া শ্রীলংকা? এশিয়া কাপ ফাইনালে বাজিমাত করবে কারা এটাই ছিল বড় প্রশ্ন। রবিবার সন্ধ্যায় দুবাইতে শাদাব খান ও নাসিম শাহকে দলে ফেরাল পাকিস্তান। আগের ম্যাচে এই দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। ব্যাট করতে নামল শ্রীলঙ্কা।

প্রথম ওভারেই নাসিম শাহের বলে আউট কুশল মেন্ডিস। নিখুঁত ইনসুইং বলে বোল্ড হয়ে গেলেন তিনি। হ্যারিস রউফের বলে আউট নিসঙ্ক। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন। তুলে মারতে গিয়েছিলেন লঙ্কার ওপেনিং ব্যাটসম্যান। ক্যাচ ধরেন বাবর আজম। হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে ফিরলেন দানুষ্কা গুণতিলকা। বাহাতি ব্যাটসম্যান ব্যাট নামানোর আগে উইকেট ভেঙে যায়।

অষ্টম ওভারে আবার ধাক্কা লাগে শ্রীলংকার। সেট হয়ে যাওয়া ধনঞ্জয় দিসিলভা ইফতিকারের হাতে কট অ্যান্ড বোল্ড হলেন ২৮ করে। সব মিলিয়ে পাওয়ার প্লে এবং প্রথম ১০ ওভারে ম্যাচে দাপট ছিল পাকিস্তানের। অত্যন্ত খারাপ শট খেলে আউট হলেন শ্রীলংকার অধিনায়ক শানাকা। দুই করে ক্রস শট খেলতে গিয়ে শাদাব খানের বলে বোল্ড হলেন।

শ্রীলংকার পক্ষে বড় টার্গেট তোলা সম্ভব নয় পরিষ্কার হয়ে গিয়েছিল অনেক আগেই। প্রথম ১০ ওভারে শ্রীলংকার রান ছিল ৬৭/৫। দুর্বার গতিতে এগিয়ে চলেছিল পাকিস্তান। তাদের পেস এবং স্পিনের যুগলবন্দীতে লঙ্কার অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠছিল। ১৪ ওভারে ১০০ পূর্ণ হল শ্রীলংকার।

এই জায়গা থেকে শ্রীলংকার হয়ে কিছুটা জমি তৈরি করলেন রাজাপক্ষ এবং হাসারাঙ্গা। ৫০ রানের পার্টনারশিপ তৈরি হল দুজনের। কিন্তু দুর্দান্ত খেলতে থাকা হাসারাঙ্গা (৩৬) করে আউট হয়ে গেলেন রউফের বলে। রউফ তুলে নিলেন তিনটি উইকেট।

পাকিস্তান নাকি শ্রীলঙ্কা? আজ এশিয়া কাপ কার ঘরে? আপনার মতামত জানান

#দুবাই: এশিয়া কাপ জিতবে কে? পাকিস্তান না শ্রীলঙ্কা? উত্তর পেতে হয়তো কয়েক ঘন্টার অপেক্ষা। দুই দলই এবারের এশিয়া কাপ শুরু করেছে নিজেদের প্রথম ম্যাচ হেরে। তবে পরের তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কেটেছে তারাই। অবশেষে ফাইনালের আগে সুপার ফোরের মুখোমুখি লড়াইয়ে থেমেছে এক দলের জয়যাত্রা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের আগে দুই ফাইনালিস্টের লড়াইতে উড়তে থাকা পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। পাকিস্তানের করা ১২১ রানের জবাবে তিন ওভার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় দাসুন শানাকার দল। একই মাঠে আজকের ফাইনালে একদিকে টানা চার জয়ে উড়তে থাকা শ্রীলঙ্কা, অন্যদিকে পরপর তিন জয়ের পর হঠাৎ হোঁচট খাওয়া পাকিস্তান।

দারুণ ছন্দে থাকা শ্রীলঙ্কা নিজেদের শেষ চার ম্যাচ যেমন জিতেছে, তেমনি মুখোমুখি লড়াইয়েও শেষ চার ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে। তবু দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকেই ফেবারিট বলছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তবে শ্রীলঙ্কাকে একদমই খাটো করছেন না ওয়াসিম। তার মতে, ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার তরুণদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পাকিস্তানকে।

ওয়াসিম বলেছেন, এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স অসাধারণ। শ্রীলঙ্কার বিপক্ষে হারা ম্যাচে ব্যাটিংয়ে তাদের সেই একাগ্রতা দেখা যায়নি। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য ভাল ছিল। আশা করি তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে। তিনি আরও বলেন, তবু আমি মনে করি ফাইনালে পাকিস্তানই ফেবারিট।

তবে রোমাঞ্চকর ক্রিকেট খেলতে থাকা এই তরুণ শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়া যাবে না। ওয়াসিম নিশ্চিত লঙ্কার বিরুদ্ধে সুপার ফোর ম্যাচের ভুল ত্রুটি আলোচনা করেছে পাকিস্তান। সেগুলো ঠিক করে নিয়েই ফাইনালে নামবে তারা।

তবে আগে ব্যাটিং করতে হলেও যাতে পাকিস্তানের স্কোরবোর্ডে বড় রান তুলতে সমস্যা না হয় সেটা নিয়েও ভেবে রাখতে হবে তাদের। লঙ্কার লেগ স্পিনার হাসারাঙ্গা এবং বাঁহাতি পেসার মধুশঙ্কা বাবর, রিজওয়ানদের বড় চ্যালেঞ্জ জানাবে মনে করেন ওয়াসিম।

পাকিস্তানিদের পিটিয়ে ভারতীয়দের জড়িয়ে ধরল আফগানরা, ভিডিও ভাইরাল

#দুবাই: ২০২২ সালের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া এশিয়া কাপ ২০২২-এ তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছিল।

ওই ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। আসলে ভারত-আফগানিস্তান ম্যাচের সময় দুই দলের ভক্তদের মধ্যে দুর্দান্ত বন্ধুত্ব ছিল। ভাইরাল হওয়া সেই ভিডিওতে ভারত ও আফগানিস্তানের ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরেছেন বলে দেখা যায়। তাঁরা একসঙ্গে ভারত ও আফগানিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন।

আরও পড়ুন- বিরাটকে ওপেনিংয়ে চাই? প্রশ্নের উত্তরে রাহুলের সপাট জবাব, ‘‘বলেন তো এবার আমি বসে যাই’’, রইল ভাইরাল ভিডিও

ভারত ও আফগানিস্তানের ভক্তদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। গত বুধবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। ওই ম্যাচে মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে প্রায় হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়।

ম্যাচের পর অবস্থানে পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারত এবং আফগানিস্তান, দুই দলই এশিয়া কাপ ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ১১ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২২- এর ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে।

আফগানিস্তানের একজন টুইটার ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত ও আফগানিস্তানের সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরে আছেন।

আরও পড়ুন- মাথা থেকে যেন কয়েক কিলো ওজন কমে গেছে! রোহিতের সঙ্গে সাক্ষাৎকারে দিল খোলা বিরাট কোহলি

হাবিব খান নামের একজন টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আফগানিস্তান ও ভারতের ম্যাচের সময় দুই দেশের সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। পাশাপাশি দুই দেশের সমর্থকরা পরস্পরকে জড়িয়ে ধরে ভারত জিন্দাবাদ ও আফগানিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন।

Rishabh Pant and MS Dhoni: হেলায় সুযোগ হারালেন পন্থ! নেটিজেনরা মনে করিয়ে দিলেন ধোনির কথা, ভাইরাল

# দুবাই: ঋষভ  পন্থ ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ফের একবার ফ্যানদের নিন্দার পাত্র হলেন ঋষভ পন্থ৷   দু বলে জয়ের  জন্য ২ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার৷ সেই সময়ে রান আউটের সহজ সুযোগ নষ্ট করে দেন পন্থ! আর পন্থ এভাবে সুযোগ নষ্ট করায় ফ্যানরা ফের একবার মহেন্দ্র সিং ধোনিকে মনে করলেন৷  দাসুন শনাকা অর্শদীপ সিংয়ের একটি লেংথ ডেলিভারি খেলেন, এরপর তিনি একটি ঝুঁকিপূর্ণ সিঙ্গল নেন৷ পন্থের লক্ষ্যে তিনটি স্টাম্প ছিল৷ কিন্তু তিনি পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট হন৷ এটা শুধু পন্থই নন যে সরাসরি হিট মিস করে, পন্থের ভুল ছোঁড়া লাগে অর্শদীপ সিংয়ের হাতে, তিনি শনাকাকে আউট করার জন্য নন স্ট্রাইকার এন্ডেও বল ছোঁড়েন কিন্তু তিনিও বিফল ছিলেন৷

এইভাবে ভারত এশিয়া কাপ  ২০২২ -র সুপার ৪ রাউন্ডে লাগাতার ২ ম্যাচে হেরে গেছেন৷  প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে তারপর ফের একবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার৷ এদিকে পন্থ এভাবে আউটের সুযোগ মিস করায় ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে একহাত নেন৷ ধোনি এরকম সুযোগ কখনই মিস করেন না এটাই মনে করিয়ে দিয়েছেন ফ্যানরা৷ এই ধরণের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে ধোনি দৌড়ে নিজের উইকেটকিপারের দায়িত্ব পালন করতেন৷

 

আরও পড়ুন –  Viral Video: ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা, চাপ নিতেই পারছেন না রোহিত, কানই দিলেন না অর্শদীপের কথায়

 

 ফ্যানরা ধোনির রান আউটের ভিডিও শেয়ার করছেন৷ যেখানে ধোনি বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে ৩ বলে ২ রান দরকার ছিল এবং হাতে ৪ উইকেট ছিল৷ কিন্তু তাও ধোনির কারণে তারা পারেনি৷ ধোনি শেষ বলে মুস্তাফিজুর রহমানকে জবরদস্ত আন্দাজে রানআউট করে ভারতকে কামাল জয় এনে দিয়েছিলেন৷

 

 

শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল৷ পান্ডিয়া নিজের শেষ বল করেন, সৌগত হার্দিকের বল খেলতে পারেননি, বল সোজা ধোনির হাতে গিয়েছিল আর মুস্তাফিজুর রহমান রান চুরি করে নেওয়ার চেষ্টায় ছিলেন৷ কিন্তু ধোনি অত্যন্ত ক্ষিপ্রতায় স্টাম্পের দিকে দৌড় লাগান এবং উইকেট ভেঙে দেন৷

ম্যাচে একটা সময়ে এরকম মনে হচ্ছিল শ্রীলঙ্কা সহজেই ম্যাচ জিতে যাবে, পথুম নিশঙ্ক ও কুশল মেন্ডিস ওপেনিং জুটিতে ৯৭ রান করেন৷ ফলে শুরুতেই ভারতের রান তাড়া করার শক্ত ভিত তৈরি করে দেন৷ যদিও ভারতীয় দল পরপর চার উইকেট নিয়ে নেয়৷ এরপর মনে হচ্ছিল ভারত হয়ত ম্যাচে ফিরেছে, কিন্তু রাজাপক্ষে ও শনাকা শ্রীলঙ্কার জয় সুনিশ্চিত করে দেয়৷

দুবাইতে লঙ্কাকাণ্ড! মেন্ডিস, নিঃশঙ্কদের ব্যাটে ভারতের এশিয়া কাপ অভিযান প্রায় শেষ

#দুবাই: দুবাইতে দ্বিতীয় অধ্যায় ব্যাট করা মানেই জয় নিশ্চিত সেটা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। তাই সেক্ষেত্রে টস হারা মানে ম্যাচ হারা, ধরেই নেওয়া যায়। আজ যেভাবে ভারতীয় ব্যাটিং বিপর্যয় হয়েছিল এবং বড় রান তুলতে ব্যর্থ হয়েছিল ভারত, তাতে মনে হয়েছিল আজ দিনটা বোধ হয় শ্রীলংকার হতে চলেছে।

কিন্তু এত সহজে ম্যাচটা জিতে নেবে লঙ্কাবাহিনী ভাবা যায়নি। প্রথম থেকে নিঃশনক এবং কুশল মেন্ডিস ঝড়ের গতিতে শুরু করলেন। পাওয়ার প্লে এবং প্রথম ১০ ওভারেই পরিষ্কার হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। লঙ্কার রান ছিল ৯৩/০। কিন্তু ভারতের হয়ে ১২ তম ওভারে পর পর দুটো উইকেট তুলে নিলেন চাহাল। কিন্তু থামানো যাচ্ছিল না কুশল মেন্ডিসকে।

এরপর অশ্বিন তুলে নিলেন গুণতিলককে। ভারত যেন কিছুটা জয়ের আশা দেখতে শুরু করেছিল। তবে সবচেয়ে দামি উইকেট মেন্ডিসকেও এলভি ডাবলু করলেন চাহাল। কিন্তু এরপর রাজাপক্ষ আক্রমনাত্মক শট খেলা চালিয়ে গেলেন।

শুরুটা ভাল করতে পারেনি টিম ইন্ডিয়া। কে এল রাহুল আবার ব্যর্থ। তার সংগ্রহ মাত্র ৬। মনে হয়েছিল বিরাট কোহলি আজকে আবার একটা বড় ইনিংস খেলবেন। কিন্তু আজ খাতাই খুলতে পারলেন না বিরাট। বাঁহাতি পেসার মধুশঙ্কার বলে বোল্ড হলেন ফর্মে থাকা বিরাট। ১৩ রানের মাথায় দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত।

কিন্তু আজ দায়িত্ব নিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক পরিস্থিতি বুঝে এগিয়ে নিয়ে গেলেন ইনিংস। সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন, আর লুজ বল পেলে বাউন্ডারির বাইরে পাঠালেন। অন্যদিকে তাকে সহায়তা করলেন সূর্য কুমার। লঙ্কার লেগ স্পিনার হাসারাঙ্গাকেও যথেচ্ছ মারলেন।

শেষ পর্যন্ত করুণা রত্নের বলে ক্যাচ দিয়ে ফিরলেন (৭২) করে। যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল একটা সেঞ্চুরি আসতে চলেছে। কিন্তু যখন আউট হলেন ভারতের রান ১১০। শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন ততক্ষণে। শেষ তিন ওভারে জয়ের জন্য লঙ্কার প্রয়োজন ছিল ৩৩ রান।

বল করতে এলেন পান্ডিয়া। ১২ রান দিয়ে গেলেন।ওয়াইড সমেত ভুবনেশ্বর দিলেন ১৪ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান। শেষ ওভারে ভালো বল করে লঙ্কার জয় আটকাতে পারলেন না আর্ষদীপ।

Ind vs Pak: টস ভাগ্যে বদলের পর এবার প্লেয়িং ইলেভেনেও বড় চমক, দেখে নিন ভারত ও পাকিস্তানের প্রথম একাদশ

#দুবাই: শক্ত পিচ, শুকনো ঘাস, ফলে পিচ একেবারে বড় রানের৷ এই পিচ আপডেট দেখে নিয়েই কি দল সাজাল টিম ইন্ডিয়া৷ সাত নম্বর অবধি ব্যাটিং গভীরতা নিয়ে মাঠে দল নামালেন অধিনায়ক রোহিত শর্মা৷ এদিন ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ভারতীয় দল টসে হেরে যায়৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷

এদিকে টসে গত রবিবারের থেকে এই রবিভারত বারে ভাগ্য বদলের পাশাপাশি ভারতীয় দলেও রইল বেশ খানিকটা চমক৷ দীনেশ কার্তিকের জায়গায় দলে এলেন ঋষভ পন্থ৷ এছাড়া রয়েছে চমক , দেখে নিন ভারতের প্রথম একাদশ বা প্লেয়িং ইলেভেন৷

 

 

 

রইল পাকিস্তান দলের প্লেয়িং ইলেভেন৷

 

 

এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগ্রহে ফুটছেন ফ্যানরা৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ আর এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপে৷

 

 

এদিকে এই ম্যাচ ঘিরে সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ যে জিতবে সেই দলই নিজেদের সুপার ফোর অভিযান জয় দিয়ে শুরু করবে৷

ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার চোট চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়া শিবিরকে৷ কারণ এশিয়া কাপে এবারের প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাদেজার কার্যকরী ভূমিকা ছিল৷ এদিকে ভারতীয় দলে যেমন জাদেজার চোট চিন্তায় রেখেছে তেমনিই পাকিস্তানের জোরে বোলার শাহনবাজ দহানি মাংসপেশির টানের কারণে এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন৷ শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র পরে দহানিও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তৃতীয় পেসার৷ এখন নসিম শাহ ও হারিস রউফের সঙ্গে তৃতীয় কোন পেসার দলে থাকবেন তা নিয়ে জোর জল্পনা৷

চোট, স্ট্র্যাটেজি, বদলা, জয়ের ধারা এই সব কথা ছাপিয়ে এদিন ভারতীয় ফ্যানরা আশা করবে ফর্ম হাতড়াতে থাকা রোহিত শর্মা ও কেএল রাহুল যেন ছন্দ ফিরে পান৷ অন্যদিকে বিরাট কোহলি নিজের ব্যাডপ্যাচ পুরোপুরি কাটিয়ে চির প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে জ্বলওয়া দেখান৷ পাশাপাশি মিডল অর্ডার নিজের দায়িত্ব পালন করুক এবং বোলাররা যেন আগের দিনের মতোই পাক ব্যাটসম্যানদের বেশি বাড়তে না দেয়৷

Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ফের ব্লকবাস্টার রবিবার! রইল টস আপডেট

#দুবাই:  পরপর দুটো সুপারহিট রবিবার৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই স্পেশাল৷ পরপর দুই রবিবার যদি সেই ম্যাচ হয় তাহলে তো আর কোনও কথাই থাকে না৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম৷ আগের ম্যাচের থেকে শুরু থেকেই আলাদাভাবে শুরু হল এদিনের ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷

এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) সুপার ফোর শুরু হয়ে গেছে৷ সুপার ফোর স্টেজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান৷ সেই ম্যাচ শারজাহতে খেলা হয়েছে৷ এই ম্যাচে শ্রীলঙ্কা পাঁচ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে গেছে৷ এই পর্বে ভারত বনাম পাকিস্তানের  (India vs Pakistan) দুবাইতে খেলা হবে৷ দুই দলই চাইবে এই স্টেজ জিতে শানদার শুরু করতে চাইছে৷ এর আগে প্রথমে সুপার সিক্স মোকাবিলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হারতে হয়েছে৷ বাবর আজমের বাহিনী চাইবে গত রবিবারের টাটকা বদলা নিয়ে নেবে৷ ভারতীয় দলও  মোকাবিলার জন্য জবরদস্ত ভাবে ঝাঁপাবে৷

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগ্রহে ফুটছেন ফ্যানরা৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ আর এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপে৷

 

এদিকে এই ম্যাচ ঘিরে সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ যে জিতবে সেই দলই নিজেদের সুপার ফোর অভিযান জয় দিয়ে শুরু করবে৷

ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার চোট চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়া শিবিরকে৷ কারণ এশিয়া কাপে এবারের প্রথম ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাদেজার কার্যকরী ভূমিকা ছিল৷ এদিকে ভারতীয় দলে যেমন জাদেজার চোট চিন্তায় রেখেছে তেমনিই পাকিস্তানের জোরে বোলার শাহনবাজ দহানি মাংসপেশির টানের কারণে এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন৷ শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র পরে দহানিও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তৃতীয় পেসার৷ এখন নসিম শাহ ও হারিস রউফের সঙ্গে তৃতীয় কোন পেসার দলে থাকবেন তা নিয়ে জোর জল্পনা৷

চোট, স্ট্র্যাটেজি, বদলা, জয়ের ধারা এই সব কথা ছাপিয়ে এদিন ভারতীয় ফ্যানরা আশা করবে ফর্ম হাতড়াতে থাকা রোহিত শর্মা ও কেএল রাহুল যেন ছন্দ ফিরে পান৷ অন্যদিকে বিরাট কোহলি নিজের ব্যাডপ্যাচ পুরোপুরি কাটিয়ে চির প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে জ্বলওয়া দেখান৷ পাশাপাশি মিডল অর্ডার নিজের দায়িত্ব পালন করুক এবং বোলাররা যেন আগের দিনের মতোই পাক ব্যাটসম্যানদের বেশি বাড়তে না দেয়৷