চলেছে ধান কাটার কাজ 

South 24 Parganas News : ভোররাত থেকে চলছে ধান কাটা, গরমের হাত থেকে বাঁচতে সময় পরিবর্তন

দক্ষিণ ২৪ পরগনা: বৈশাখের দাবদহে ধান কাটতে পারছে না কৃষকরা।। এই গরমের ফলে বিপাকে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা চাষীকূল। প্রচন্ড গরম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা সেই ভয়ে ধানকাটতে পারছেন না কৃষকরা। তাই তারা বাধ্য হয়ে ভোরের বেলা এবং বিকালেই তারা বেছে নিয়েছে। চিকিৎসকদের মতে এই গ্রীষ্মের দাবদাহ তে যদি এই কাঠফাটা রোদে কৃষকরা তাদের জমিতে ধান কাটে তাহলে হিট স্ট্রোকের প্রবল সম্ভাবনা। এই ধরনের বিপদ এড়াতেই সময়ের পরিবর্তন এনেছে তারা।

আরও পড়ুন:  রোদের মধ্যে রিলস তৈরি করতে গিয়ে কিশোরীর মৃত্যু

মূলত চাষের জমিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা এই বোরো ধানের চাষ অনেকটাই ভালো হয়েছে। তবে বিপত্তি একটা কারণ যে ধান পাকার পরেও অনেকেই ধান কাটার কাজে আসতে চাইছে না এই গরমের জন্য। তাই বাধ্য হয়ে কৃষক রাত তাদের সময়ের পরিবর্তন এনেছে। এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসা জে এন হালদার তিনি জানাচ্ছেন এই গরমে কৃষকরা যদি সঠিক সময় তারা জমিতে ধান কাটার কাজ করে তাদের শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে। তবে সময়ের পরিবর্তন আনলেও প্রত্যেক কৃষকদের ধান কাটার সময় সঙ্গে রাখতে হবে পানীয় জল এবং বেশ কিছুক্ষণ কাজ করার পর যেকোনো এক জায়গায় ছায়ায় বিশ্রাম নিতে হবে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখন দক্ষিণ ২৪ পরগনা বিস্তীর্ণ এলাকাতে এই ধান কাটার কাজ চলছে। তাই কৃষকদের এই সতর্ক গুলি অবলম্বন করা উচিত। তাতে হিট স্ট্রোকের সম্ভাবনা এড়ানো যাবে।

সুমন সাহা