২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। পরের বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপ। এই প্রতিযোগিতাতেই আরও একবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

T20 World Cup 2024: ভারতের দয়াতেই শেষ আটে যেতে পারে পাকিস্তান! জেনে নিন বাবরদের সামনে কী সমীকরণ

নিউ ইয়র্ক: টি-২০ বিশ্বকাপের পরপর দুটি ম্যাচ হেরে কোণঠাসা পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হারের পর চাপে কোচ গ্যারি কার্স্টেন ও অধিনায়ক বাবর আজম। সুপার এইটে যাওয়ার আশায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাক দলের। যদিও শেষ আটের দরজা খোলার জন্য এখনও ক্ষীণ আশা রয়েছে বাবর আজম, শাহিন আফ্রিদিদের। তার জন্য ভারতের দিকেই তাকিয়ে থাকতে হবে পাকিস্তান দলকে।

প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জোর ধাক্কা খেতে হয়েছিল পাকিস্তানকে। ক্রিকেট বিশ্বে দুধের শিশু আমেরিকার কাছে সুপার ওভারে হারতে হয়েছিল একবারের চ্যাম্পিয়নদের। ভারতের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে নামলেও তা হয়নি। একটা সময় পর্যন্ত জেতা ম্যাচ হাত ছাড়া করে পাকিস্তান। ২ ম্যাচে হেরে লিগ রান রেটের নিরিখে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাবর আজমের দল।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

সুপার এইটে যেতে হলে পাকিস্তানের শেষ দুই ম্যাচ আয়ারল্যান্ড ও কানাডার বিরুদ্ধে জিততেই হবে। একইসঙ্গে বড় ব্যবধানে জিততে হবে নেট রানরেট ভাল করার জন্য। শেষ দুই ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ৪। আমেরিকার শেষ দুই ম্যাচ খেলবে ভারত ও আরায়ল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান চাইবে ভারত যাতে বড় ব্যবধানে হারায় আমেরিকাকে। একইসঙ্গে আইরিশদের বিরুদ্ধেও হারতে হবে ইউএসএ-কে। অপরদিকে কানাডাও যাতে কোনও মতেই ৪ পয়েন্টের বেশি না হয়।

—- Polls module would be displayed here —-

আরও পড়ুনঃ Home Made AC: খরচ মাত্র ৫০০ টাকা! নিজের হাতেই বানিয়ে নিন এসি, মুক্তি পান প্রচন্ড গরম থেকে

এই সব সমীকরণ মিললেই তবেই পাকিস্তানের জন্য শেষ আটের দরজা খুলবে। মূলত ভারত শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিতলে কিছুটা অক্সিজেন পাবে বাবররা। তবে পাকিস্তানের মূল লক্ষ্য শেষ দুটি ম্যাচ বড় ব্যবধানে জেতা। কিন্তু প্রথম দুই ম্যাচ হারের পর পাকিস্তান দল কতটা ঘুড়ে দাঁড়াতে পারবে তা নিয়ে একটি প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।