Pakistan's Former Prime Minister Nawaz Sharif, center his brother Shehbaz Sharif (AP Photo)

India-Pakistan: ১৯৯৯ সালে ভারতের ‘বিশ্বাস’ ভেঙেছিল পাকিস্তান, ২৫ বছর পর ভুল স্বীকার নওয়াজ শরিফের

ইসলামাবাদ: ২৫ বছর পরে নিজেদের ভুল স্বীকার করল পাকিস্তান, সৌজন্যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে চুক্তি হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। সেই চুক্তি ভঙ্গ করে ইসলামাবাদই, পরবর্তী কালে ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধে জড়ায় দুই দেশ।

নওয়াজ শরিফ বলেন, “১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান ৫টি পরমাণু পরীক্ষা চালায়। তারপরে বাজপেয়ী সাহেব এখানে এলে আমাদের সঙ্গে একটি চুক্তি করেন। কিন্তু সেই চুক্তি ভেঙেছিলাম আমরাই, আমাদেরই ভুল ছিল”।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হওয়ার জন্য জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি লাহোর ডিক্লারেশনে সই করেন নওয়াজ শরিফ এবং অটল বিহারী বাজপেয়ী। চুক্তিতে দুই দেশের তরফে শান্তি বজায় রাখার বেশ কিছু শর্ত ছিল, কিন্তু চুক্তি করার কিছু মাস পরেই পাকিস্তান জম্মু এবং কাশ্মীরে অনধিকার প্রবেশ করে যার ফলশ্রুতি হয় কার্গিল যুদ্ধ।

পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে পিএমএল-এন সভায় জনগণকে ভাষণ দিতে গিয়েই ভারতের সঙ্গে চুক্তি ভঙ্গের প্রসঙ্গ তোলেন নওয়াজ শরিফ। সেই সঙ্গে শরিফ বলেন, “মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানকে ওই পরমাণু পরীক্ষা বন্ধ করার জন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছিল, কিন্তু আমি প্রত্যাখ্যান করি। ইমরান খানের মতো কেউ তখন আমার জায়গায় থাকলে ক্লিন্টনের প্রস্তাব গ্রহণ করতেন”। নওয়াজ শরিফের এই স্বীকারোক্তি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নওয়াজ শরিফ তিন দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, বর্তমানে পাকিস্তানের ক্ষমতায় রয়েছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।