আজব কাণ্ড! বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের অধিনায়ক কে? আকচা-আকচি ২ ক্রিকেটারের

#করাচি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের করাচি টেস্টে ব্যাটারদের রাজত্ব চললেও খেলার তৃতীয় দিব শিরোনামে উঠে এল অন্য একটি ঘটনা। প্রথম ২ দিন পাকিস্তানকে নেতৃত্ব দেন বাবর আজম। কিন্তু জ্বর হওয়ার কারণে খেলার তৃতীয় দিনে মাঠে নামতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে কে পাক দলকে বাবরের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন তা নিয়ে আকচা-আকচি লেগে যায় সরফরাজ আহমেদ ও মহম্মদ রিজওয়ানের মধ্যে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একাদে জায়গা পাননি মহম্মদ রিজওয়ান। সেই জায়গায় ৩ বছর পর দলে কামব্যাক করছছেন অভিজ্ঞ সরফরাদ আহমেদ। তৃতীয় দিন বাবর আজম অসুস্থতার কারণে মাঠে না নামলে তার জায়গায় ফিল্ডিং করতে নামে রিজওয়ান। আইসিসি নিয়ম অনুযায়ী কোনও পরিবর্ত ফিল্ডার অধিনায়কত্ব বা ফিল্ডিং চেঞ্জের মত সিদ্ধান্ত নিতে পারবে না। নিয়ম অনুযায়ী প্রথম একাদশে থারা সরফরাজ অধিনায়কত্ব করবেন। কিন্তু মাঠে রিজওয়ানকে একাধিক বার পরিবর্তন করতে দেখা যায়। সরফরাজকেও দেখা যায় অধিনায়কত্ব করতে।

সমস্যা চরমে ওঠে যখন নিউজ্যাল্ডের ডেভন কনওয়ে আউট হন। কারণ নওমান আলির বল কনওয়ের প্যাডে লাগলে এলবিডব্লুউ আপিল করা হয়। আম্পায়ারআলিম দার আউট না দেওয়ায় রিজওয়ান ও সরফরাজ দুজনেই এগিয়ে এস আম্পায়ারের সঙ্গে কথা বলেন ও দুজনেই রিভিউয়ের দাবি জানাতে থাকেন। সরফরাজ আইনতভাবে অ্যাক্টিং অধিনায়ক হওয়ায় তার দাবি মেনে রিভিউ নেয় আম্পায়ার। আর আউট হন কনওয়ে। কিন্তু একই ম্যাচে পাকিস্তানের ৩ অধিনায়ক নিয়ে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিও ভাইরাল।

প্রসঙ্গত, করাচি টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৩৮ রান করে বাবর আজমের দল। দলের হয়ে সর্বোচ্চ ১৬১ রান করেন বাবর আজম। এছাড়া ১০৩ রান করেন আঘা সলমন ও সরফরাজ আহমেদ করেন ৮৬ রান। জবাবে তৃতীয় দিনের খেলার শেষে টম ল্যাথামের ১১৩, কেন উইলিয়ামসনের ১০৫, ডেভন কনওয়ের ৯২ রানের সৌজন্যে নিউজিল্যান্ডের স্কোর ৪৪০ রানে ৬ উইকেট। ২ রানে এগিয়ে কিউইরা।