Tag Archives: Babar Azam

Pakistan Cricket: পাকিস্তানের ক্রিকেটের দায়িত্বে আইপিএল এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ

কোচদের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেসন গিলেসপি।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

রবিবার পিসিবির পক্ষ থেকে কোচদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে টেস্ট ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন গিলেসপি এবং সীমিত ওভারের ফর্ম্যাটের দায়িত্বে থাকছেন গ্যারি কার্স্টেন। আর সব ফর্ম্যাটেই সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন আজহার মেহমুদ। গ্যারি কার্স্টেন বর্তমানে গুজরাত টাইট্যান্সের মেন্টর এবং ব্যাটিং কোচ। ২০২২ সালে কার্স্টেনের কোচিংয়েই আইপিএল জেতে গুজরাত। এ ছাড়াও ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের পুরুষ ক্রিকেট দলের কোচ ছিলেন গ্যারি। ভারতের কোচ হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান পায়।

আরও খবর: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফর থেকেই দায়িত্ব নিতে পারেন গ্যারি কার্স্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজ়ের পরে জুনে বিশ্বকাপ খেলবে পাকিস্তান।

টি২০ বিশ্বকাপ ২০২৪ জিতবে কোন দেশ? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী, তারকা বললেন নাম

কলকাতা: কে জিতবে এবারের টি২০ বিশ্বকাপ? পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ভবিষ্যদ্বাণী করেছেন।

পাকিস্তানের জালমি টিভির সম্প্রচারে বাবর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের নাম নিয়ে কথা বলেছেন। সম্প্রচারের সময় তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল। তারই উত্তর দেন বাবর

পাকিস্তানি অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল তিনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কী বলতে চান? বাবর সেই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সরাসরি বলেন, ইনশাআল্লাহ, এবার আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতব।

আরও পড়ুন- AC-র বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? ৩০% খরচ কমান এই ছোট্ট টিপস মেনে, না জানলেই নয়

আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত পাকিস্তান দল একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে সফল হয়েছে। ২০০৯ সালে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল।

এর পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি পাকিস্তান। উল্লেখ্য, এবার আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ীদের তালিকা-

ভারতীয় দল ২০০৭ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপে বিজয়ী হয়েছিল। এর পর ২০০৯ সালে পাকিস্তান শিরোপা জয়ে সফল হয়। ২০১০ সালে ইংল্যান্ড, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৪ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজ, ২০২১ সালে অস্ট্রেলিয়া এবং ২০২২ সালে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে সফল হয়।

আরও পড়ুন- ১ টন এসি এক ঘণ্টা চললে কত কারেন্ট খরচ হয়? হিসেব জানা থাকলে টাকা বাঁচবে

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি নিউইয়র্কে ৯ জুন খেলা হবে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে সফল হয়েছিল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সূচি-

৫ জুন – বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক
৯ জুন – VS পাকিস্তান, নিউইয়র্ক
জুন ১২ – বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক
১৫ জুন – VS কানাডা, ফ্লোরিডা

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সূচি-

জুন ৬- বনাম ইউএস (ডালাস)

৯ জুন – VS পাকিস্তান, নিউইয়র্ক
১১ জুন বনাম কানাডা, নিউ ইয়র্ক
১৬ জুন বনাম ইরিন, ফ্লোরিডা

বলুন তো, বাবর আজমের থেকে বেশি টাকা পান কোন ভারতীয় মহিলা ক্রিকেটার? টাকার অঙ্ক দ্বিগুণেরও বেশি

গত বছর আইপিএলেপ ধাঁচে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম বছরেই জনপ্রিয়তার শিখরে পৌছেছে 'মহিলা আইপিএল'। আগামী ২৩ ফেব্রুায়ারী থেকে শুরু হতে চলেছে ডব্লুউপিএলের দ্বিতীয় মরশুম।
গত বছর আইপিএলেপ ধাঁচে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম বছরেই জনপ্রিয়তার শিখরে পৌছেছে ‘মহিলা আইপিএল’। আগামী ২৩ ফেব্রুায়ারী থেকে শুরু হতে চলেছে ডব্লুউপিএলের দ্বিতীয় মরশুম।
উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরুর আগে ক্রিকেট প্রেমিদের আলোচনায় উঠে আসছে নানা বিষয়। তারমধ্যেই একটি হল, পাকিস্তানেক তারকা ব্যাটার বাবর আজমের থেকে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার বেশি টাকা পান।
উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরুর আগে ক্রিকেট প্রেমিদের আলোচনায় উঠে আসছে নানা বিষয়। তারমধ্যেই একটি হল, পাকিস্তানেক তারকা ব্যাটার বাবর আজমের থেকে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার বেশি টাকা পান।
সেই মহিলা ক্রিকেটারের নাম হল স্মৃতি মন্ধনা। গতবছর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে স্মৃতিকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় মরশুমের জন্য প্রস্ততিও শুরু করে দিয়েছেন স্মৃতি মন্ধনা।
সেই মহিলা ক্রিকেটারের নাম হল স্মৃতি মন্ধনা। গতবছর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে স্মৃতিকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় মরশুমের জন্য প্রস্ততিও শুরু করে দিয়েছেন স্মৃতি মন্ধনা।
তবে আপনারার জানলে অবাক হবেন, পাকিস্তানের টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএলে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম যে টাকাপান তার থেকে দ্বিগুণেরও বেশি টাকা পান স্মৃতি মন্ধনা।
তবে আপনারার জানলে অবাক হবেন, পাকিস্তানের টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএলে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম যে টাকাপান তার থেকে দ্বিগুণেরও বেশি টাকা পান স্মৃতি মন্ধনা।
পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকার মধ্যে পান। সেই তালিকায় রয়েছে বাবার আজনম, শাহিন আফ্রিদি সহ একাধিক পাকিস্তান ও বিদেশী ক্রিকেটাররা। বাবর পান ১.২৩ কোটি টাকা।
পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকার মধ্যে পান। সেই তালিকায় রয়েছে বাবার আজনম, শাহিন আফ্রিদি সহ একাধিক পাকিস্তান ও বিদেশী ক্রিকেটাররা। বাবর পান ১.২৩ কোটি টাকা।
প্রসঙ্গত,শুধু স্মৃতি মন্ধনা নন, পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের থেকে বেশি টাকা পাচ্ছেন দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা, হরমনপ্রীত কউরদের ঘোষদের মত ভারতীয় ক্রিকেটাকরা। এমনকী পিএসলের থেকে জনপ্রিয়তাও বেশি উইমেন্স প্রিমিয়ার লিগের।
প্রসঙ্গত,শুধু স্মৃতি মন্ধনা নন, পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের থেকে বেশি টাকা পাচ্ছেন দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা, হরমনপ্রীত কউরদের ঘোষদের মত ভারতীয় ক্রিকেটাকরা। এমনকী পিএসলের থেকে জনপ্রিয়তাও বেশি উইমেন্স প্রিমিয়ার লিগের।

Aus vs Pak: অধিনায়কত্ব ছেড়ে ইতিহাস গড়লেন বাবর আজম, পার্থ টেস্টে নতুন কীর্তি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৬০ রানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। ব্যাট হাতে সফল হতে পারেননি দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৬০ রানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। ব্যাট হাতে সফল হতে পারেননি দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও।
প্রথম ইনিংসে ২১ ও দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেছেন বাবর আজম। বড় রান না পেলেও ব্যাটার হিসেবে এক অনন্য রেকর্ড গড়লেন বাবর আজম। ছাপিয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অনেক রথী-মহারথীকে।
প্রথম ইনিংসে ২১ ও দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেছেন বাবর আজম। বড় রান না পেলেও ব্যাটার হিসেবে এক অনন্য রেকর্ড গড়লেন বাবর আজম। ছাপিয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অনেক রথী-মহারথীকে।
পার্থ টেস্টের তৃতীয় দিনে দলের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করে ফেরেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
পার্থ টেস্টের তৃতীয় দিনে দলের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করে ফেরেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
একইসঙ্গে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। জাভেদ মিয়াঁদাদ ১৩ হাজার রান করেছিলেন ৩০৫ ইনিংসে। বাবর করলেন ৩০১ ইনিংসে।
একইসঙ্গে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। জাভেদ মিয়াঁদাদ ১৩ হাজার রান করেছিলেন ৩০৫ ইনিংসে। বাবর করলেন ৩০১ ইনিংসে।
মহম্মদ ইউসুফ ৩২২, ইনজামাম-উল-হক ৩৫২ এবং ইউনিস খান ৩৭২ ইনিংসে ১৩,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন। সকলকে পিছনে ফেলে ইতিহাস নিজের নামে করলেন বাবর আজম।
মহম্মদ ইউসুফ ৩২২, ইনজামাম-উল-হক ৩৫২ এবং ইউনিস খান ৩৭২ ইনিংসে ১৩,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন। সকলকে পিছনে ফেলে ইতিহাস নিজের নামে করলেন বাবর আজম।

 

Babar Azam Resigns: পাকিস্তানের পুরনো খেলা! এবার পদ ছাড়লেন খোদ অধিনায়ক বাবর, লিখলেন আবেগ ভরা মেসেজ

ইসলামাবাদ: আইসিসি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের কাছে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান দলের সার্বিক পরিস্থিতি খারাপ। টুর্নামেন্টে টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনালের টিকিট যোগাড় করতে পারেনি বাবর আজমের দল। ভারতের  মাটি থেকে লজ্জাজনক পরাজয়ের পর পরাজয়ের খেসারত দিয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে ফিরেই পদত্যাগ করেছেন ক্যাপ্টেন বাবর আজম।

বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দলে তোলপাড় শুরু হয়েছে। দলটির প্রধান নির্বাচক ইনজামাম উল হক টুর্নামেন্ট চলাকালীনই পদত্যাগ করেছেন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি বোলিং কোচ মরনি মর্কেলও পদ ছেড়েছেন। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে। পাকিস্তান ক্রিকেট নিজেদের ইতিহাসেই দাঁড়িয়ে আছে সেটাই ফের প্রমাণ হল৷  বিশ্বকাপের সেমিফাইনালের দিনে এল সবচেয়ে বড় খবর। তিন ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।

আরও পড়ুন – Cyclone Alert: বঙ্গোপসাগরে দুই দানব! বড়সড় বিপর্যয় ফোঁসফোঁস করছে, পরপর দুটি সাইক্লোনের ইঙ্গিত, হবে তোলপাড়

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দুঃখ ভরা পোস্ট করেছেন তিনি৷

 

বাবর আজম লিখেছেন, ‘‘আমার এখনও মনে আছে যখন আমি ২০১৯ সালে পিসিবি থেকে ডাক পেয়েছিলাম,  যে আপনি পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। আমি গত ৪ বছরে অনেক উত্থান-পতন দেখেছি। আমার উদ্দেশ্য ছিল সবসময় দলের জন্য আরও ভাল পারফর্ম করা এবং এটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। ওডিআই ক্রিকেটে এক নম্বর র‍্যাঙ্কিংয়ে পৌঁছানো পুরো দলের একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল। এর পিছনে ছিল খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের পুরো পরিশ্রম।’’

তিনি আরও লিখেছিলেন, ‘‘আজ আমি পাকিস্তান ক্রিকেট দলের সব ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা করতে যাচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল কিন্তু আমি মনে করি এটাই সঠিক সময় এবং তাই আমি এই বড় পদক্ষেপ নিচ্ছি।’’

Babar Azam played golf in Kolkata: ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ পাকিস্তানের, তার আগে কলকাতায় এসে গল্ফ খেললেন বাবর আজম

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ফের শহরে পাকিস্তান দল। ১১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নির্ভর করবে বাবর আজমরা সেমি ফাইনালে যাবে কিনা।
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ফের শহরে পাকিস্তান দল। ১১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নির্ভর করবে বাবর আজমরা সেমি ফাইনালে যাবে কিনা।
এবার বিশ্বকাপে সেমি ফাইনালের দৌড়ে  পাকিস্তান দল থাকবে কিনা তা ঠিক হবে ইংল্যান্ড ম্যাচে। তবে কলকাতায় এসে গল্ফ খেলায় মজলেন পাক অধিনায়ক বাবর আজম।
এবার বিশ্বকাপে সেমি ফাইনালের দৌড়ে পাকিস্তান দল থাকবে কিনা তা ঠিক হবে ইংল্যান্ড ম্যাচে। তবে কলকাতায় এসে গল্ফ খেলায় মজলেন পাক অধিনায়ক বাবর আজম।
সকালে RCGC গলফ খেললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজাম। বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার মর্নি মর্কেল ও দলের কোচ গ্র্যান্ট বার্ডবান।
সকালে RCGC গলফ খেললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজাম। বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার মর্নি মর্কেল ও দলের কোচ গ্র্যান্ট বার্ডবান।
এমনিতে ক্রিকেটের বাইরে গল্ফ খেলতে খুবই পছন্দ করেন বাবর আজম। একাধিকবার তাকে গল্ফ কোর্সে দেখা গিয়েছে এর আগে নানা সময়ে।
এমনিতে ক্রিকেটের বাইরে গল্ফ খেলতে খুবই পছন্দ করেন বাবর আজম। একাধিকবার তাকে গল্ফ কোর্সে দেখা গিয়েছে এর আগে নানা সময়ে।
মনকে ফুরফুরে রাখতে ও চাপ কমাতেই সাধারণত গল্ফ খেলে থাকেন বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগেও সে পথেই হাঁটলেন পাক অধিনায়ক।
মনকে ফুরফুরে রাখতে ও চাপ কমাতেই সাধারণত গল্ফ খেলে থাকেন বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগেও সে পথেই হাঁটলেন পাক অধিনায়ক।

Simon Doull: পাকিস্তান যেন নরক! প্রাণ নিয়ে ফিরতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন ধারাভাষ্যকার

মুম্বই: দুদিন আগে আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। নিজের ৫০ রান করার লক্ষ্যে বিরাট শ্লথ ব্যাটিং করেছেন এমনটাই অভিযোগ ছিল সাইমন ডুলের। একজন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তার জন্য খাবার পাবেন না, জল পাবেন না, এমনকি প্রাণ সংশয় থাকবে – সেটাও সম্ভব? ভারতে কেউ এটা ভাবতে পারেন না।

কিন্তু সম্প্রতি পাকিস্তানে গিয়ে পিএসএল কভার করার সময় দুঃসহ অভিজ্ঞতা হয়েছিল ডুলের। সেটা ভাবলে শিউরে উঠতে হয়। বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন সাইমন ডুল। সেই সময় তিনি এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল ঝামেলায় জড়িয়েছিলেন। এর পরেই ডুলের বাইরে বার হওয়া মুশকিল হয়ে যায়।

আরও পড়ুন – Ajinkya Rahane: রাহানেকে প্রস্তুত থাকতে বলল টিম ইন্ডিয়া, টেস্ট চ্যাম্পিয়নশিপে ফিরবেন কার জায়গায়?

কোনও মতে পাকিস্তান ছেড়ে পালিয়েছিলেন তিনি। ডুল বলেন, পাকিস্তানে থাকা আমার কাছে জেলে থাকার মতো। বাইরে বার হওয়া নিষেধ ছিল আমার। বাবরের ভক্তরা আমার জন্য অপেক্ষা করে থাকত। খাবার পেতাম না আমি। বেশ কিছু দিন না খেয়ে থাকতে হয়েছিল আমাকে। মানসিক ভাবে অত্যাচার চলত আমার ওপর। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে পাকিস্তান থেকে পালাতে পেরেছিলাম।

মনে হত জেলে বন্ধ হয়ে আছি। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটারদের অন্যতম মনে করা হয় বাবরকে। সব ধরনের ক্রিকেটেই সমান পারদর্শিতার সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে। ২০১৯ সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় বাবরকে। ২০২০ থেকে পাকিস্তানের সব ধরনের ক্রিকেটেই অধিনায়ক তিনি।

এদিকে ভারতবর্ষে ধারাভাষ্যকার হিসেবে স্বাধীন মত রাখার তার সম্পূর্ণ অধিকার আছে জানিয়েছেন ডুল। এরপর প্রশ্ন উঠতেই পারে যখন একজন বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকারের সঙ্গে এমন ব্যবহার করা হয় পাকিস্তানে, তারা কোন মুখে ভারতীয় দলকে সে দেশে আমন্ত্রণ জানায় ক্রিকেট খেলার জন্য? এর ফলে বিদেশে আবার নাক কাটা গেল পাকিস্তানের।

Babar Azam with women: দে দৌড়, দে দৌড়…মহিলা ফ্যানরা ঘিরে ধরতেই বাবর আজমের কীর্তি, ভাইরাল ভিডিও

#ইসলামাবাদ: ক্রিকেট পাকিস্তানের অন্যতম  জনপ্রিয় খেলা৷ ভারতের মতোই পাকিস্তানি ক্রিকেটাররা তাঁদের দেশের তারকার ট্রিটমেন্ট পান৷ নিজেদের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক পাওয়ার জন্য ফ্যানরা তৃষিত আশায় বসে থাকেন৷ প্রিয় প্লেয়ারের অটোগ্রাফের দিন এখন শেষ! এখন সেলফির জমানা৷ তবে ফ্যানরা ক্রিকেটারদের দেখলে যেরকম আমোদে ভাসেন সবসময় ক্রিকেটাররা কিন্তু ফ্যানদের অনায্য আবদার মেটাতে মোটেই স্বচ্ছন্দ বোধ করেন না৷ আর এরকমটাই হল বাবর আজমের সঙ্গে৷

বাবর আজম বিয়েবাড়িতে গিয়ে একেবারে ফ্যানদের মধ্যে ঘেরাও হয়ে গিয়েছিলেন৷ তাও আবার মহিলা ফ্যান! আলিম দারের ছেলের বিয়েতে গিয়েছিলেন বাবর আজম৷ সেই বিয়ের আসরে ফ্যানরাও হাজির ছিলেন৷ বাবর আজমকে ঘিরে মহিলা ফ্যানরা সেলফি তুলতে শুরু করেন৷

বাবর আজমকে বিয়েবাড়িতে মহিলা ফ্যানরা ছবির আবদার করতে শুরু করেন৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়া এখন তুমুল ভাইরাল ৷ যেখানে দেখা যাচ্ছে চারপাশে মহিলা পরিবেষ্টিত হওয়ার পরেই পাঁইপাঁই করে সেই এলাকা ছেড়ে পালিয়ে যান৷

আরও পড়ুন –  সকলের মুখে হাসি ভর্তি, দশতলা থেকে পরে গিয়েছিল শিশু, ২মাসের লড়াইতে সুস্থ হয়ে বাড়ি ফিরল অন্বেষা

বাবরের এই বিয়েবাড়ির ভিডিও সকলের নজর কেড়েছে৷ পাকিস্তানের এই ক্রিকেটার সবসময়েই শিরোনামে থাকেন৷ আলিম দার অত্যন্ত জনপ্রিয় এবং মান্যগন্য আম্পায়র৷

পাকিস্তানের ক্রিকেট প্লেয়ার নিউজিল্যান্ডের সিরিজের পর বিশ্রামে রয়েছেন৷ পাকিস্তান প্রিমিয়ার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলেন তিনি৷ ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এই ক্রিকেট লিগ শুরু হবে৷

আজব কাণ্ড! বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের অধিনায়ক কে? আকচা-আকচি ২ ক্রিকেটারের

#করাচি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের করাচি টেস্টে ব্যাটারদের রাজত্ব চললেও খেলার তৃতীয় দিব শিরোনামে উঠে এল অন্য একটি ঘটনা। প্রথম ২ দিন পাকিস্তানকে নেতৃত্ব দেন বাবর আজম। কিন্তু জ্বর হওয়ার কারণে খেলার তৃতীয় দিনে মাঠে নামতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে কে পাক দলকে বাবরের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন তা নিয়ে আকচা-আকচি লেগে যায় সরফরাজ আহমেদ ও মহম্মদ রিজওয়ানের মধ্যে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একাদে জায়গা পাননি মহম্মদ রিজওয়ান। সেই জায়গায় ৩ বছর পর দলে কামব্যাক করছছেন অভিজ্ঞ সরফরাদ আহমেদ। তৃতীয় দিন বাবর আজম অসুস্থতার কারণে মাঠে না নামলে তার জায়গায় ফিল্ডিং করতে নামে রিজওয়ান। আইসিসি নিয়ম অনুযায়ী কোনও পরিবর্ত ফিল্ডার অধিনায়কত্ব বা ফিল্ডিং চেঞ্জের মত সিদ্ধান্ত নিতে পারবে না। নিয়ম অনুযায়ী প্রথম একাদশে থারা সরফরাজ অধিনায়কত্ব করবেন। কিন্তু মাঠে রিজওয়ানকে একাধিক বার পরিবর্তন করতে দেখা যায়। সরফরাজকেও দেখা যায় অধিনায়কত্ব করতে।

সমস্যা চরমে ওঠে যখন নিউজ্যাল্ডের ডেভন কনওয়ে আউট হন। কারণ নওমান আলির বল কনওয়ের প্যাডে লাগলে এলবিডব্লুউ আপিল করা হয়। আম্পায়ারআলিম দার আউট না দেওয়ায় রিজওয়ান ও সরফরাজ দুজনেই এগিয়ে এস আম্পায়ারের সঙ্গে কথা বলেন ও দুজনেই রিভিউয়ের দাবি জানাতে থাকেন। সরফরাজ আইনতভাবে অ্যাক্টিং অধিনায়ক হওয়ায় তার দাবি মেনে রিভিউ নেয় আম্পায়ার। আর আউট হন কনওয়ে। কিন্তু একই ম্যাচে পাকিস্তানের ৩ অধিনায়ক নিয়ে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিও ভাইরাল।

প্রসঙ্গত, করাচি টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৩৮ রান করে বাবর আজমের দল। দলের হয়ে সর্বোচ্চ ১৬১ রান করেন বাবর আজম। এছাড়া ১০৩ রান করেন আঘা সলমন ও সরফরাজ আহমেদ করেন ৮৬ রান। জবাবে তৃতীয় দিনের খেলার শেষে টম ল্যাথামের ১১৩, কেন উইলিয়ামসনের ১০৫, ডেভন কনওয়ের ৯২ রানের সৌজন্যে নিউজিল্যান্ডের স্কোর ৪৪০ রানে ৬ উইকেট। ২ রানে এগিয়ে কিউইরা।

 

ফাইনাল হারের পর হতাশ বাবর আজম, মুখ খুললেন নিজের দলের পারফরম্যান্স নিয়ে

#মেলবোর্ন: ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মাটিতেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বজয় করেছিল ইমরান খানের পাকিস্তান। ৩০ বছর পর সেই অস্ট্রেলিয়াতেই ইংল্যান্ডকেই হারিয়ে ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বজয় করার সুযোগ ছিল বাবর আজমের কাছে। কিন্তু ইমরান হতে পারেননি বাবর। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে পাকিস্তানকে। ম্যাচ শেষে নিজের দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় মন্তব্য করলেন পাক অধিনায়ক।

ভারত ও জিম্বাবোয়ের কাছে হেরে একসময় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সেখানে ঘুড়ে দাঁড়িয়ে পৌছায় ফাইনালে। ভাগ্যও সাথ দেয় কিছুটা। কিন্তু ফাইনাল হারের পর হতাশ বাবর আজম। ব্যাট হাতেও এই বিশ্বকাপে বাবর আজমকে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি। কিন্তু ফাইনাল সহ পুরো প্রতিযোগিতায় তার দল যে ক্রিকেটটা খেলেছে, যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেছেন বাবর আজম।

ফাইনালে ১৩৭ রানের সামান্য রসদ নিয়ে পাক বোলাররা দুরন্ত লড়াই করে। একসময় ইংল্যান্ডকে চাপেও ফেলে দিয়েছে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাদাব খানরা। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় দলের প্রশংসা করে বাবর আজম লেখেন,’দলের উপর অসম্ভব গর্বিত। তোমরা সবাই যোদ্ধার মতো লড়াই করেছ। তোমরা যে ভাবে খেলেছ, তার জন্য সবাইকে ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ।’

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।