উদ্ধার হওয়া পাকিস্তানি মৎস্যজীবীরা৷

Indian Navy: ‘ইন্ডিয়া জিন্দাবাদ!’ ভারতের নামে জয়ধ্বনি ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবীর, দেখুন ভিডিও

মুম্বই: ভারতের নামে পাকিস্তানিরা জয়ধ্বনি দিচ্ছেন, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না৷ তবে সশস্ত্র সোমালি জলদস্যুর হাত থেকে মুক্তি পাওয়ার পর ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবী৷ একসঙ্গে সবাই মিলে তাঁরা বললেন ইন্ডিয়া জিন্দাবাদ৷

গত ২৯ মার্চ আরব সাগরে ইরানের একটি মাছ ধরার ট্রলারের দখল নেয় ৯ জন সোমালি জলদস্যু৷ ট্রলারটি ইরানের হলেও তাতে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবী ছিলেন৷ আপৎকালীন বার্তা পেয়েই ওই ট্রলারটিকে উদ্ধারে অভিযানে নামে ভারতীয় নৌবাহিনী৷ দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার অপারেশনে কোনও রক্তপাত ছাড়াই ট্রলারটির দখল নেন ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা৷ আত্মসমর্পণে বাধ্য করা হয় সোমালি জলদস্যুদের৷

আরও পড়ুন: ?বিয়াল্লিশ আসন থেকেই প্রার্থী তুলে নেব!? বিরাট চ্যালেঞ্জ, কী শর্ত দিলেন অভিষেক?

এর পরেই ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ট্রলারে থাকা পাকিস্তানি মৎস্যজীবীরা৷ কীভাবে ভারতীয় নৌবাহিনী তাঁদের জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে, একটি ভিডিও-তে সেই বর্ণনাও দিয়েছেন তাঁরা৷ যা নৌবাহিনীর পক্ষ থেকেই প্রকাশ করা হয়েছে৷

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, উদ্ধারের পর ওই মৎস্যজীবীদের শারীরিক পরীক্ষা করা হয়৷ এর পর ফের ওই ট্রলারটিকে মাছ ধরার জন্য ছেডে় দেওয়া হয়েছে৷ অন্যদিকে আত্মসমর্পণকারী সোমালি জলদস্যুদের আটক করে ভারতে নিয়ে আসা হচ্ছে৷ আন্তর্জাতিক নিয়ম মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

আইএনএস সুমেধা প্রথমে ছিনতাই হয়ে যাওয়া ট্রলার আল কম্বর নামে ওই মাছ ধরার ট্রলারটির পিছু নেয়৷ এর কিছুক্ষণের মধ্যেই অভিযানে যোগ দেয় ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম আর একটি যুদ্ধ জাহাজ আইএনএস ত্রিশূল৷

তবে এই প্রথম নয়, সাম্প্রতিক কালে এই ধরনের একাধিক সফল অভিযানে জলদস্যুদের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী৷ গত ১৬ মার্চ ভারত মহাসাগরে মাল্টার একটি ছিনতাই হয়ে যাওয়া কার্গো জাহাজ জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী৷ ওই ঘটনায় ৩৫ জন সোমালি জলদস্যুকে কাবু করেন নৌবাহিনীর জওয়ানরা৷ উদ্ধার করা হয় ১৭ জন পণবন্দিকে৷