প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে অবিনাশ সাবলে (Photo: AFP)

Paris Olympics-Avinash Sable: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস অবিনাশ সাবলের ! ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন ভারতীয় অ্যাথলিট

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়তে সফল আরও এক ভারতীয় অ্যাথলিট ৷ ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন অবিনাশ সাবলে ৷ প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই নজির গড়তে সফল তিনি ৷ এই প্রথমবার ভারতের কোনও অ্যাথলিট ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে পৌঁছলেন ৷

আরও পড়ুন– পঞ্জিকা ৬ অগাস্ট; দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সোমবার ভারতীয় সময় রাত ১১টা নাগাদ পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ়ের রাউন্ড ওয়ান হিট টুয়ে নেমেছিলেন ভারতের অবিনাশ। তিনি ৮:১৫:৪৩ মিনিট সময়ে দৌড় শেষ করলেন। তিনটি হিট থেকে প্রথম পাঁচে শেষ করা মোট ১৫ অ্যাথলিট ফাইনালে পদকের জন্য দৌড়বেন। সোমবারের দিন ভারত অল্পের জন্য দুটি পদক পায়নি। সেই হতাশা যেন কিছুটা হলেও কাটিয়ে দিলেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজের হিটে পাঁচ নম্বরে থেকে ফাইনালে চলে গিয়েছেন তিনি।

এদিকে অলিম্পিক্সে আজ, মঙ্গলবার  হকির ফাইনালে ওঠার লক্ষ্যে আজ নামছে ভারত। হরমনপ্রীত সিং-এর দলের সামনে জার্মানি। হারাতে পারলে ৪৪ বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে উঠবে ভারত। মঙ্গলবার অভিযান শুরু করছেন নীরজ চোপড়াও।