তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়া বর্তমানে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ের প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার দিন জ্যাভিলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে ভয়ানক বিগ থ্রো করে ৮৯.৩৪ মিটার ছুঁড়ে ফাইনালের টিকিট জিতে নেন প্রথম থ্রোতেই৷ গত অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া ফের একবার প্যারিস অলিম্পিক্সেও সোনার স্বপ্নও দেখাচ্ছেন৷ Photo- AP 

Neeraj Chopra Net Worth: ২০২০ -র অলিম্পিক্স সোনা, লাফিয়ে লাফিয়ে সম্পত্তি বেড়েছে নীরজ চোপড়ার, ৩৭,০০,০০,০০০ টাকায় চকচক করেন আজকাল

তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়া বর্তমানে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ের প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার দিন জ্যাভিলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে ভয়ানক বিগ থ্রো করে ৮৯.৩৪ মিটার ছুঁড়ে ফাইনালের টিকিট জিতে নেন প্রথম থ্রোতেই৷ গত অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া ফের একবার প্যারিস অলিম্পিক্সেও সোনার স্বপ্নও দেখাচ্ছেন৷ Photo- AP 
তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়া বর্তমানে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ের প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার দিন জ্যাভিলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে ভয়ানক বিগ থ্রো করে ৮৯.৩৪ মিটার ছুঁড়ে ফাইনালের টিকিট জিতে নেন প্রথম থ্রোতেই৷ গত অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়া ফের একবার প্যারিস অলিম্পিক্সেও সোনার স্বপ্নও দেখাচ্ছেন৷ Photo- AP
সোনার ছেলে কিন্তু ২০২০ -র পর হুড়মুড়িয়ে টাকা ও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়েছেন৷
সোনার ছেলে কিন্তু ২০২০ -র পর হুড়মুড়িয়ে টাকা ও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়েছেন৷
তরুণ জ্যাভলিন থ্রোয়ার এবং টোকিও অলিম্পিক্সে ২০২০-এ স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন আর নেই। নিজের কাজ দিয়ে ১৫০ কোটি ভারতীয়র মনে জায়গা করে নিয়েছেন তিনি৷ 
তরুণ জ্যাভলিন থ্রোয়ার এবং টোকিও অলিম্পিক্সে ২০২০-এ স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন আর নেই। নিজের কাজ দিয়ে ১৫০ কোটি ভারতীয়র মনে জায়গা করে নিয়েছেন তিনি৷
প্যারিস অলিম্পিক্সে শুরুতেই যে ধামাকা দিয়েছেন তাতে ফের অলিম্পিক্সের মঞ্চে নীরজ চোপড়ার কাছ থেকে সোনার পদকের প্রত্যাশা পুরো দেশের৷ Photo- AP
প্যারিস অলিম্পিক্সে শুরুতেই যে ধামাকা দিয়েছেন তাতে ফের অলিম্পিক্সের মঞ্চে নীরজ চোপড়ার কাছ থেকে সোনার পদকের প্রত্যাশা পুরো দেশের৷ Photo- AP
টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জেতার পর থেকে নীরজ চোপড়ার ফ্যান ফলোয়িংয়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে তাঁর সম্পদের পরিমাণও। তিনি এখন দেশের অন্যতম ধনী ক্রীড়াবিদ।
টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জেতার পর থেকে নীরজ চোপড়ার ফ্যান ফলোয়িংয়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে তাঁর সম্পদের পরিমাণও। তিনি এখন দেশের অন্যতম ধনী ক্রীড়াবিদ।
ইন্ডিয়াটাইম ডটকমের রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের জুলাই পর্যন্ত নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ ৪.৫ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ৩৭.৬ কোটি টাকা। তাঁর আয়ের বেশিরভাগই আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে।
ইন্ডিয়াটাইম ডটকমের রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের জুলাই পর্যন্ত নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ ৪.৫ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ৩৭.৬ কোটি টাকা। তাঁর আয়ের বেশিরভাগই আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে।
বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বছরে ৪ কোটি টাকা আয় তাঁর৷ যদি দেখার মতো বিষয় হল এটি তাঁর আয়ের মাত্র ১০ শতাংশ।
বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বছরে ৪ কোটি টাকা আয় তাঁর৷ যদি দেখার মতো বিষয় হল এটি তাঁর আয়ের মাত্র ১০ শতাংশ।
বিজ্ঞাপন থেকে  বিরাট কোহলির ভারতীয় বাজারে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ আয় করা অ্যাথলিট৷  তিনি JSW Sports, Omega, Mobil India, Limca, TATA AIA Life Insurance MuscleBlaze, Nike এবং Under Armour-র মতো একাধিক  ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন৷
বিজ্ঞাপন থেকে  বিরাট কোহলির ভারতীয় বাজারে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ আয় করা অ্যাথলিট৷  তিনি JSW Sports, Omega, Mobil India, Limca, TATA AIA Life Insurance MuscleBlaze, Nike এবং Under Armour-র মতো একাধিক  ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন৷
হরিয়ানার পানিপথে ২৬ বছর বয়সী নীরজ চোপড়ার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়িটা তিনতলা।
হরিয়ানার পানিপথে ২৬ বছর বয়সী নীরজ চোপড়ার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়িটা তিনতলা।
নীরজ চোপড়াও দামি গাড়ির শখও রয়েছে৷ তার কাছে একটি Mahindra XUV 700 রয়েছে, যেটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নিজেই তাকে উপহার দিয়েছেন।
নীরজ চোপড়াও দামি গাড়ির শখও রয়েছে৷ তার কাছে একটি Mahindra XUV 700 রয়েছে, যেটি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নিজেই তাকে উপহার দিয়েছেন।
এছাড়াও তার গাড়ির সংগ্রহে ফোর্ড মুস্তাং জিটি, রেঞ্জ রোভার স্পোর্ট, টয়োটা ফরচুনার এবং মাহিন্দ্রা থরের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।
এছাড়াও তার গাড়ির সংগ্রহে ফোর্ড মুস্তাং জিটি, রেঞ্জ রোভার স্পোর্ট, টয়োটা ফরচুনার এবং মাহিন্দ্রা থরের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে।