Neeraj Chopra-Arshad Nadeem: ‘যে সোনা জিতেছে সেও আমার ছেলের মতো’, পাকিস্তানি নাদিমকে হৃদয়-ছোঁয়া বার্তা নীরজের মায়ের

জ্যাভলিন থ্রো-তে বৃহস্পতিবার ইতিহাস গড়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ ৪০ বছর পর নিজের দেশকে অলিম্পিক্সের মঞ্চে সোনা এনে দিতে সফল তিনি ৷ দ্বিতীয় স্থানে ভারতের নীরজ চোপড়া। নিশ্চিত সোনা হাতছাড়া হয়েছে ছেলের। কিন্তু তারপরেও পাকিস্তানি নাদিমের উদ্দেশ্যে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন নীরজের মা। বলে দিলেন, “যে সোনা জিতেছে সেও আমার ছেলের মতো।’’ Photo: AP
জ্যাভলিন থ্রো-তে বৃহস্পতিবার ইতিহাস গড়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ ৪০ বছর পর নিজের দেশকে অলিম্পিক্সের মঞ্চে সোনা এনে দিতে সফল তিনি ৷ দ্বিতীয় স্থানে ভারতের নীরজ চোপড়া। নিশ্চিত সোনা হাতছাড়া হয়েছে ছেলের। কিন্তু তারপরেও পাকিস্তানি নাদিমের উদ্দেশ্যে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন নীরজের মা। বলে দিলেন, “যে সোনা জিতেছে সেও আমার ছেলের মতো।’’ Photo: AP
নাদিম পুরুষদের জ্যাভলিনে ৯২.৯৭ মিটার থ্রো করে রেকর্ড গড়েছেন। এবারই প্রথম বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী নীরজের চেয়ে বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করলেন তিনি। তাও আবার অলিম্পিক্সের মঞ্চে। তবে ছেলে রুপো জিতলেও খুশি নীরজের মা সরোজ দেবী। Photo: AP
নাদিম পুরুষদের জ্যাভলিনে ৯২.৯৭ মিটার থ্রো করে রেকর্ড গড়েছেন। এবারই প্রথম বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী নীরজের চেয়ে বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করলেন তিনি। তাও আবার অলিম্পিক্সের মঞ্চে। তবে ছেলে রুপো জিতলেও খুশি নীরজের মা সরোজ দেবী। Photo: AP
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সরোজ দেবী বলেন, “আমরা খুব খুশি। আমাদের কাছে নীরজের রুপো সোনার সমান। যে (আর্শাদ নাদিম) সোনা পেয়েছে সেও আমাদের ছেলের মতো। চোট পেয়েছিল, তারপরেও ওর পারফরম্যান্স দেশকে পদক এনে দিয়েছে। দেশে ফিরলে প্রিয় খাবার রান্না করে খাওয়াব।’’ Photo: AP
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সরোজ দেবী বলেন, “আমরা খুব খুশি। আমাদের কাছে নীরজের রুপো সোনার সমান। যে (আর্শাদ নাদিম) সোনা পেয়েছে সেও আমাদের ছেলের মতো। চোট পেয়েছিল, তারপরেও ওর পারফরম্যান্স দেশকে পদক এনে দিয়েছে। দেশে ফিরলে প্রিয় খাবার রান্না করে খাওয়াব।’’ Photo: AP
নীরজের বাবা সতীশ কুমার বলছেন, এটা পাকিস্তানের দিন ছিল। তাঁর কথায়, “প্রত্যেকের দিন আসে। আজ পাকিস্তানের দিন ছিল। কিন্তু আমরাও রুপো জিতেছি। এটা আমাদের কাছে গর্বের। আমার মনে হয়, কুঁচকির চোট ওর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’’ সঙ্গে সতীশ যোগ করেন, “নীরজ দেশের জন্য রুপো জিতেছে। আমরা খুশি এবং গর্বিত। নীরজকে দেখে দেশের তরুণ-তরুণীরা অনুপ্রাণিত হবে।’’ Photo: AP
নীরজের বাবা সতীশ কুমার বলছেন, এটা পাকিস্তানের দিন ছিল। তাঁর কথায়, “প্রত্যেকের দিন আসে। আজ পাকিস্তানের দিন ছিল। কিন্তু আমরাও রুপো জিতেছি। এটা আমাদের কাছে গর্বের। আমার মনে হয়, কুঁচকির চোট ওর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’’ সঙ্গে সতীশ যোগ করেন, “নীরজ দেশের জন্য রুপো জিতেছে। আমরা খুশি এবং গর্বিত। নীরজকে দেখে দেশের তরুণ-তরুণীরা অনুপ্রাণিত হবে।’’ Photo: AP
গতবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারের প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিন থ্রো-তেও তিনিই ছিলেন ফেভারিট। আর্শাদ নাদিমের শুরুটা তেমন ভাল না হলেও শেষ পর্যন্ত সোনা ছিনিয়ে নিয়েছেন তিনি। নীরজ ছয়টি থ্রো-এর একটিতে ৮৯.৪৫ মিটারে পাঠান। সেই থ্রো-ই রুপো এনে দিয়েছে দেশকে। ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। Photo: AP
গতবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারের প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিন থ্রো-তেও তিনিই ছিলেন ফেভারিট। আর্শাদ নাদিমের শুরুটা তেমন ভাল না হলেও শেষ পর্যন্ত সোনা ছিনিয়ে নিয়েছেন তিনি। নীরজ ছয়টি থ্রো-এর একটিতে ৮৯.৪৫ মিটারে পাঠান। সেই থ্রো-ই রুপো এনে দিয়েছে দেশকে। ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। Photo: AP
প্যারিস অলিম্পিক্সে রুপো জেতার সঙ্গে সঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর পর টানা দ্বিতীয় অলিম্পিক্সে পদক জেতা তৃতীয় ভারতীয় অ্যাথলিটের তালিকায় ঢুকে পড়লেন নীরজ চোপড়া। পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে দেশকে সোনা এনে দেওয়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অভিনব বিন্দ্রার সঙ্গে উচ্চারিত হবে তাঁর নাম। Photo: AP
প্যারিস অলিম্পিক্সে রুপো জেতার সঙ্গে সঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর পর টানা দ্বিতীয় অলিম্পিক্সে পদক জেতা তৃতীয় ভারতীয় অ্যাথলিটের তালিকায় ঢুকে পড়লেন নীরজ চোপড়া। পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে দেশকে সোনা এনে দেওয়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অভিনব বিন্দ্রার সঙ্গে উচ্চারিত হবে তাঁর নাম। Photo: AP