অলিম্পিক্সের পর শোনা গিয়েছিল হাল্কা চোট রয়েছে নীরজের। তারপরও নীজের নতুন টার্গেট সেট করেছিলেন পরপর দুটি অলিম্পিক্সে পদক জেতা নীরজ। ভেবেছিলেন লুসানের ডায়মন্ড লিগে সোনা জয়ের স্পপ্ন পূরণ করবেন। কিন্তু সেই আশাও পূরণ হল না।

অলিম্পিক্সে নীরজ চোপড়ার ইভেন্ট কবে? ভারতের সোনা জয়ের বড় সুযোগ ‘সেদিন’

কলকাতা: ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনার পদক জিতেছিলেন। তিনি টানা দ্বিতীয়বার গেমসে সোনার পদক জয়ের অভিপ্রায় নিয়ে প্যারিসে পৌঁছেছেন।

নীরজ চোপড়া তাঁর ভক্তদের প্যারিসে আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। স্পোর্টস ভিলেজ-এর ছবি শেয়ার করে নীরজ লিখেছেন, হ্যালো প্যারিস! এখানে পৌঁছে উত্তেজিত বোধ করছি।

আরও পড়ুন- রুদ্ধশ্বাস লো স্কোরিং ম্যাচে সুপার ওভার জয়, শ্রীলঙ্কাকে চুনকাম করল টিম ইন্ডিয়া

প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়ার ইভেন্ট কবে? ভারতীয় ক্রীড়া অনুরাগীরা জানতে চাইছেন, কখন তাঁদের প্রিয় তারকা নীরজ চোপড়াকে প্যারিস অলিম্পিক্সে জ্যাভেলিন নিক্ষেপ করতে দেখা যাবে!

আরও পড়ুন- অলিম্পিক্সের ইন্ডিয়া হাউজে ভারতের শ্যুটিং টিমকে অভিনন্দন জানালেন নীতা

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের সম্পূর্ণ সময়সূচী দেখে নিন-

পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ ৬ অগাস্ট, ২০২৪ -এ শুরু হবে। ভারতীয় সময় দুপুর ১:৫০ থেকে গ্রুপ এ কোয়ালিফিকেশন ম্যাচগুলি শুরু হবে। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনাল ম্যাচ ৮ অগাস্ট, ২০২৪-এ খেলা হবে। ফাইনাল ম্যাচ শুরু হবে রাত ১১টা ৫৫ মিনিটে।

Jio Cinema অ্যাপে প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। এছাড়া স্পোর্টস 18 চ্যানেল এবং দূরদর্শনের স্পোর্টস চ্যানেলে এর সরাসরি সম্প্রচার দেখতে পারেন।

টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া ৮৭.৫৮ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে সোনার পদক জিতেছিলেন। এর পর নীরজ ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্ব পার করে রুপোর পদক জিতে নেন। এর পর ২০২৩ সালে বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে সোনার পদক জিতে নেন নীরজ।

এছাড়াও তিনি ২০২৩ এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার দূরত্ব পার করে সোনার পদক জিতেছিলেন। প্যারিস অলিম্পিক্সে ৯০ মিটার টার্গেট করেছেন নীরজ।