Vinesh Phogat Hospitalized: একের পর এক খারাপ খবর প্যারিস থেকে, হাসপাতালে গেলেন ভিনেশ

: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
: ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট এই মুহূর্তে হাসপাতালে ভর্তি৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর সামনে আসছে৷ কপালের প্রবল মারপ্যাঁচে এক রাতে স্বর্গ থেকে পড়ে স্বপ্নভঙ্গ হল ভিনেশের৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
বুধবারই প্যারিসে যখন সকাল তখন সেখান থেকে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য যোগ্যতা হারিয়েছেন ভিনেশ ফোগট৷
ভিনেশ আগের দিনই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন৷ তিনি আজ সোনার মেডেলের লড়াইতে নামতেন৷
ভিনেশ আগের দিনই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন৷ তিনি আজ সোনার মেডেলের লড়াইতে নামতেন৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
মারাত্মক ক্ষতি ভারতের, মারাত্মক ক্ষতি ভিনেশ ফোগটের৷ ৫০ কেজি ওজন বিভাগে নাকি তিনি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন রয়েছে৷ তাঁর ওজন নির্দিষ্ট কোটার থেকে ১০০ গ্রামেরও কিছু গ্রাম কম ওজন বৃদ্ধি হয়েছে৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
ভিনেশ ফোগটকে নাকি খালি হাতেই ফিরতে হচ্ছে৷ প্যারিস অলিম্পিক্সে আদৌ ফাইনালে খেলতে পারবেন না তাঁর কয়েক গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর অলিম্পিক্সে খেলতে পারবেন না৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
৫০ কেজি ওজন বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট তিনি কিউবার প্রতিপক্ষকে ৫-০ তে হারিয়েছিলেন৷  তিনি ৫০ কেজি বিভাগে সোনা -র লড়াইতে ছিলেন৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
তাঁর ওজন নাকি ৫০ কিলোর থেকে ১০০ গ্রাম ওজন বেশি ছিল৷ এর ফলে এবারের অলিম্পিক্স থেকে পদক ছিটকে যান ভিনেশ৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেমিফাইনালের পর ভারতের কুস্তিগির ভিনেশ ফোগট আর খেলতে পারবেন না৷ কারণ তাঁর ওজন নির্ধারিত ক্যাটাগরির চেয়ে বেশি৷ সারারাত চেষ্টা করেও তাঁর ওজন কমানো যায়নি৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
এর ফলে তিনি আজকের ফাইনালে খেলতে পারবেন না৷ এদিকে এরই সঙ্গে জানিয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর এই বিষয়ে কোনও বিবৃতি দেবে না৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷
পাশাপাশি তাঁদের দাবি এই মুহূর্তে ভিনেশ ফোগটকে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে ব্যতিব্যস্ত করেন৷