পার্থর ক্ষমতা নিয়ে প্রশ্ন আদালতের!

Partha Chatterjee: ‘পার্থ চট্টোপাধ্যায়ের এমনই ক্ষমতা…’, হাইকোর্টে বিস্ফোরক মন্তব্য বিচারপতির! জামিন কি অসম্ভব?

কলকাতা: ‘পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষমতা এজলাসে বসে টের পাচ্ছি’, এমনই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি নিয়োগ দুর্নীতি জামিন মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচী’র ডিভিশন বেঞ্চের। অবস্থান জানাতে ফের সময় চাইলেন মুখ্যসচিব। এর আগে সিদ্ধান্ত নেওয়ার জন্য চারবার সময় দিয়েছিল আদালত। বৃহস্পতিবার ৭ সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্যসচিব। এরপরেই বিস্ফোরক মন্তব্য করে ডিভিশন বেঞ্চ।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ”রাজ্য আদালতকে বাধ্য করছে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। এক্সট্রিমলি আনফেয়ার। পরিষ্কার আদালত অবমাননা। ইচ্ছাকৃত ভাবে দেরি করা হয়েছে মুখ্যসচিবের তরফে। মুখ্যসচিব আদালতকে আহ্বান করছে আদালত অবমাননার রুল জারি করতে।
আইনি কৌশল নিয়েছে রাজ্য, অবমাননার রুল জারি করবে আদালত তারপর হাতজোড় করে এসে বলবে, মুখ্যসচিব নানা কাজে ব্যস্ত, তাঁকে সময়টুকুও দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য।”

এখানেই শেষ নয়, ডিভিশন বেঞ্চ বলে, ”মুখ্যসচিব দায়বদ্ধ তাঁর ওপর ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব পালনে এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। এটা কি আদৌ আমলাতান্ত্রিক অলসতা নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। আড়ালে কিছু থাকলে জামিন মামলায় তার প্রভাব পড়বে। এই আদালত তো তাকে অনুমতি দেওয়ার জন্য বাধ্য করেনি, তাকে নিজের সিদ্ধান্ত জানাতে বলেছে, নিজের দ্বায়িত্ব পালন করতে বলেছে। এই মামলার বিচারপ্রক্রিয়ায় জরুরিভিত্তিতে শুরু করা প্রয়োজন রয়েছে। গণতন্ত্রে একজন উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের পদক্ষেপ কাম্য নয়। শেষ পর্যন্ত যদি মুখ্যসচিব অনুমতি না দেন তাহলেও আমরা বিস্মিত হব না।”

আরও পড়ুন: তৃণমূল থেকে কি মুছেই ফেলা হল কুণাল ঘোষকে? বুধের পর বৃহস্পতিতেও বিরাট পদক্ষেপ! কেঁদেই ফেললেন কুণাল

এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ”এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে আমাদের মনে হচ্ছে। অভিযুক্তরা এতই প্রভাবশালী যে রাজ্যের মুখ্যসচিবের কলম কাজ করছে না। আদালতকে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে। এখানে আদৌ স্বচ্ছ, নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া সম্ভব কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থাকেই নিতে হবে। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তাঁর ক্ষমতা আমরা এজলাসে বসে টের পাচ্ছি।”

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই যে অনুমোদন রাজ্যের কাছে চেয়েছিল, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের সময় চেয়েছেন রাজ্যের মুখ্যসচিব। শুক্রবার নিয়োগ দুর্নীতিতে CBI জামিনের মামলার চূড়ান্ত শুনানি করবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।