কিছুদিন আগেই জামিনে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এবার কী তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ফেরার সম্ভাবনা? প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের মামলার শুনানিতে কী বলছে আদালত? কোর্ট থেকে এল বড় আপডেট।

Partha Chatterjee Bail: জামিন কবে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়? ‘৭ অক্টোবর…’ পুজোর মুখেই আদালত দিল বড় নির্দেশ!

কিছুদিন আগেই জামিনে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এবার কী তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ফেরার সম্ভাবনা? প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের মামলার শুনানিতে কী বলছে আদালত? কোর্ট থেকে এল বড় আপডেট।
কিছুদিন আগেই জামিনে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এবার কী তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ফেরার সম্ভাবনা? প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের মামলার শুনানিতে কী বলছে আদালত? কোর্ট থেকে এল বড় আপডেট।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলের ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত দুজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলের ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত দুজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট।
উল্লেখ্য, আজ, শুক্রবার জেল হেফাজত শেষে দুই অভিযুক্তই ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। সিবিআই সওয়াল চলাকালীন আদালতকে জানান, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, আজ, শুক্রবার জেল হেফাজত শেষে দুই অভিযুক্তই ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। সিবিআই সওয়াল চলাকালীন আদালতকে জানান, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ পাওয়া গিয়েছে।
একইসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়, অয়ন শীল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অযোগ্য প্রার্থীদের কাছে থেকে টাকা তুলেছিলেন। সেই টাকা পৌঁছে দেওয়া হয়েছে পার্থ ঘনিষ্ঠের কাছে।
একইসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়, অয়ন শীল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অযোগ্য প্রার্থীদের কাছে থেকে টাকা তুলেছিলেন। সেই টাকা পৌঁছে দেওয়া হয়েছে পার্থ ঘনিষ্ঠের কাছে।
সিবিআই আরও জানায়, এমন কী ইমেল মারফত পাঠানো হয়েছিল নামের তালিকা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের।
সিবিআই আরও জানায়, এমন কী ইমেল মারফত পাঠানো হয়েছিল নামের তালিকা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের।
প্রসঙ্গত এই মামলায় গত মঙ্গলবারই পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে শৌন অ্যারেস্ট করে সিবিআই। এরপর সিবিআই হেফাজত মেয়াদ শেষে আজ মামলায় জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী।
প্রসঙ্গত এই মামলায় গত মঙ্গলবারই পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে শৌন অ্যারেস্ট করে সিবিআই। এরপর সিবিআই হেফাজত মেয়াদ শেষে আজ মামলায় জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী।
এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, মামলার আড়াই বছর অতিক্রান্ত। চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে । এই আড়াই বছরে জেরা করা হয়নি। ২০২১ সাল থেকে উনি মন্ত্রী নন। বিচার প্রক্রিয়া কবে হবে এখনও স্পষ্ট করেনি সিবিআই।
এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, মামলার আড়াই বছর অতিক্রান্ত। চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে । এই আড়াই বছরে জেরা করা হয়নি। ২০২১ সাল থেকে উনি মন্ত্রী নন। বিচার প্রক্রিয়া কবে হবে এখনও স্পষ্ট করেনি সিবিআই।
মামলায় আগামী সোমবার সিবিআইয়ের তরফে রিপ্লাই দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
মামলায় আগামী সোমবার সিবিআইয়ের তরফে রিপ্লাই দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
এদিকে পুজোর মুখে বৃহস্পতিবারই হাইকোর্ট থেকে কার্যত দুঃসংবাদ আসে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। দু’বছর পার, তবুও খুব সম্ভবত এবারের পুজোও জেলেই কাটাতে হবে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে।
এদিকে পুজোর মুখে বৃহস্পতিবারই হাইকোর্ট থেকে কার্যত দুঃসংবাদ আসে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। দু’বছর পার, তবুও খুব সম্ভবত এবারের পুজোও জেলেই কাটাতে হবে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পার্থর জামিন মামলার শুনানি ছিল। সেখানেই বড় ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। এসএসসি মামলায় জামিন হচ্ছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে এদিন স্পষ্ট বলেন, "পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কার্যত অসম্ভব।"
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পার্থর জামিন মামলার শুনানি ছিল। সেখানেই বড় ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। এসএসসি মামলায় জামিন হচ্ছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে এদিন স্পষ্ট বলেন, “পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কার্যত অসম্ভব।”