বিবেক দাস, কলকাতা: পাটুলিতে খেলার মাঠে বোমা বিস্ফোরণের জেরে আহত হল এক কিশোর৷ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) বিদিশা কলিতা দাশগুপ্ত৷
জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে পাটুলির মাঠে খেলছিল কয়েকজন কিশোর৷ খেলতেই খেলতেই বল হারিয়ে গেলে খুঁজতে চায় দু জন৷ তখনই কাগজে মোড়া একটি জিনিস দেখে নবম শ্রেণির ছাত্র এক কিশোর সেটি খুলে দেখতে যায়৷ তখনই ওই কাগজের ভিতরে থাকা বোমাটিতে বিস্ফোরণ ঘটে৷
আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর, কলকাতায় বাতিল হবে প্রায় ২০০০ বাস! যাতায়াতে নাভিঃশ্বাস উঠবে না তো?
বোমা বিস্ফোরণের জোরাল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ছুটে আসেন আশপাশের মানুষ৷ দেখা যায়, বোমা বিস্ফোরণের জেরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর৷ হাতে, নাকে, পায়ে আঘাত লাগে তার৷ আতঙ্কিত হয়ে পড়ে ওই কিশোরের সঙ্গীরাও৷
সঙ্গে সঙ্গেই ওই কিশোরকে উদ্ধার করে প্রথমে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
স্থানীয় কাউন্সিলর দাবি করেছেন, সম্ভবত বাইরে থেকে কেউ এসেই ওই বোমা খেলার মাঠে ফেলে গিয়েছিল৷ সেই বোমা থেকেই বিস্ফোরণ ঘটে৷ তবে ওই কিশোরের আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে৷