পবন সিং

Pawan Singh Expelled from BJP: দলবিরোধী কাজ করেছেন পবন সিং! ভোজপুরী তারকাকে পার্টি থেকেই বহিষ্কার বিজেপির

নয়াদিল্লি: ভোজপুরী তারকা পবন সিংকে দল থেকে বহিষ্কার করল বিজেপি। ভোজপুরী গায়ক পবন সিংকে আসানসোলে প্রার্থী করেছিল বিজেপি। বাংলার এই আসন থেকে লড়তে চাননি তিনি। পরে নির্দল প্রার্থী হিসাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পবন সিং। বিজেপির শরিক এনডিএ-র বিরুদ্ধে কারাকাত আসন থেকে লড়ার সিদ্ধান্ত নেন তিনি। আর তার জেরেই এবার দল থেকে পবনকে সাসপেন্ড করা হল।

বিহারের সাধারণ মানুষের কাছে পবন সিংয়ের পরিচিতি ভোজপুরী গায়ক ও অভিনেতা হিসেবে। আসানসোলে লড়াই না করার সিদ্ধান্ত জানানোর পরে তিনি বিহারের কারাকাত কেন্দ্র থেকে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। নানা অনুরোধেও কাজ হয়নি। তিনি মনোনয়ন প্রত্যাহার করতে অস্বীকার করেন।

আরও পড়ুন: রোজ খাবারের পাতে শসা খান? শরীরে এর ফলে কী হচ্ছে জানেন? চিকিৎসকের চমকে দেওয়া দাবি

আসানসোল থেকে সরে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থীর পদ থেকে। বিহারের কারাকাট থেকে নির্দলের টিকিটে ভোটে দাঁড়ানোর অর্থ এনডিএ জোটের বিরোধিতা করা। সেই কারণেই বিজেপি পবনকে সাসপেন্ড করেছে। বুধবার চিঠি দিয়ে তাঁর শাস্তির কথা জানিয়েছে বিহার বিজেপি। বিজেপি জানিয়েছে, লোকসভা নির্বাচনে NDA প্রার্থী উপেন্দ্র কুশওয়াহার বিরুদ্ধে পবন লড়াই করছেন, যা দলবিরোধী কাজ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

আরও পড়ুন: চোখের পাশে বলিরেখা, ত্বকে বয়সের ছাপ? এই এক টোটকায় ৫০ লাগবে ২৫-এর মতো! জানুন

চিঠিতে বলা হয়েছে, ‘আপনি এনডিএ-র আনুষ্ঠানিক ভাবে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে লোকসভা ভোটে লড়ছেন। আপনার এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে। লঙ্ঘন করেছে দলের নিয়মকানুন। তাই বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী আপনাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন।’