Pakistan Cricket: পাকিস্তানের ক্রিকেটের দায়িত্বে আইপিএল এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ

কোচদের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন এবং প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেসন গিলেসপি।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

রবিবার পিসিবির পক্ষ থেকে কোচদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে টেস্ট ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন গিলেসপি এবং সীমিত ওভারের ফর্ম্যাটের দায়িত্বে থাকছেন গ্যারি কার্স্টেন। আর সব ফর্ম্যাটেই সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন আজহার মেহমুদ। গ্যারি কার্স্টেন বর্তমানে গুজরাত টাইট্যান্সের মেন্টর এবং ব্যাটিং কোচ। ২০২২ সালে কার্স্টেনের কোচিংয়েই আইপিএল জেতে গুজরাত। এ ছাড়াও ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের পুরুষ ক্রিকেট দলের কোচ ছিলেন গ্যারি। ভারতের কোচ হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান পায়।

আরও খবর: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফর থেকেই দায়িত্ব নিতে পারেন গ্যারি কার্স্টেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজ়ের পরে জুনে বিশ্বকাপ খেলবে পাকিস্তান।