ময়ূরের পালক

Peacock Feather Tips: শ্রীকৃষ্ণ স্বয়ং মাথায় ধারণ করতেন ময়ূরের পালক, সেই পালকই সংসারকে সুখের সাগর করে দেবে, তবে ঘরে ভুল দিকে রাখলেই মহা ক্ষতি

বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, নিয়ম মেনে ময়ূরের পালক বাড়িতে রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তার পাশাপাশি আসে সৌভাগ্যের জোয়ার। সঙ্গে অর্থলাভের সম্ভাবনাও বাড়ে।
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, নিয়ম মেনে ময়ূরের পালক বাড়িতে রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তার পাশাপাশি আসে সৌভাগ্যের জোয়ার। সঙ্গে অর্থলাভের সম্ভাবনাও বাড়ে।
ময়ূরের পালক রাখুন বাড়ির দক্ষিণ দিকে। এই দিকে পালকটি রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়। তার সঙ্গে অর্থাভাবও দূর হয়ে যায়। টাকার অভাব কাটে।
ময়ূরের পালক রাখুন বাড়ির দক্ষিণ দিকে। এই দিকে পালকটি রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়। তার সঙ্গে অর্থাভাবও দূর হয়ে যায়। টাকার অভাব কাটে।
সিল্কের কাপড়ে ময়ূরের পালক মুড়ে রাখতে পারেন। এই অবস্থায় এটি আলমারি বা টাকার বাক্সে রাখুন। তাতেও বাড়বে আয়। এবং অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন এর প্রভাবে।
সিল্কের কাপড়ে ময়ূরের পালক মুড়ে রাখতে পারেন। এই অবস্থায় এটি আলমারি বা টাকার বাক্সে রাখুন। তাতেও বাড়বে আয়। এবং অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন এর প্রভাবে।
দেবী লক্ষ্মীর পুজোর স্থানে ময়ূরের পালক রাখতে পারেন। এতে দেবী খুশি হন। সেক্ষেত্রে সম্পদ বৃদ্ধির আশীর্বাদ করেন তিনি। অর্থাভাব কাটাতে এই কাজটি করতে পারেন।
দেবী লক্ষ্মীর পুজোর স্থানে ময়ূরের পালক রাখতে পারেন। এতে দেবী খুশি হন। সেক্ষেত্রে সম্পদ বৃদ্ধির আশীর্বাদ করেন তিনি। অর্থাভাব কাটাতে এই কাজটি করতে পারেন।
বাড়ির পূর্ব ও উত্তর-পশ্চিম দেওয়ালে ময়ূরের পালক রাখতে পারেন। তাতে রাহু দোষ অনেকটা কেটে যেতে পারে। যাঁরা এই সমস্যায় ভুগছেন, তাঁরা জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই কাজটি করুন।
বাড়ির পূর্ব ও উত্তর-পশ্চিম দেওয়ালে ময়ূরের পালক রাখতে পারেন। তাতে রাহু দোষ অনেকটা কেটে যেতে পারে। যাঁরা এই সমস্যায় ভুগছেন, তাঁরা জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই কাজটি করুন।