রাস্তা জুড়ে  খানাখন্দ চিন্তিত মানুষ

Howrah News: ভয়ানক রূপ নিয়েছে হাওড়া আমতা রাজ্য সড়ক! পুজোর আগে দুশ্চিন্তা মানুষের

হাওড়া: রাস্তা যেন মরণ ফাঁদ! পুজোর আগে পথ চলতে নাভিশ্বাস মানুষের। হাওড়া শহর থেকে গ্রামে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার দুই পাশে ঘন জনবসতি। শহরাঞ্চলে এই ব্যস্ততম রাস্তার গা ঘেঁষে ছোট বড় বহু কারখানা। ফলে সাধারণ মানুষ এবং মালবাহী যানবাহনে দারুন ব্যস্ত এই সড়ক। খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা লেগেই রয়েছে। দীর্ঘদিন বেহাল রূপ হাওড়া-আমতা রোডের। এই রাস্তা পারাপার করতে কালঘাম ছুটছে মানুষের। এই বর্ষায় রাস্তায় জমা জল, সেই জলের নিচে বড় বড় গর্ত। গতিশীল গাড়ির আচমকা গর্তে চাকা আটকে দুর্ঘটনা। সাধারণ পথ চলতি মানুষ সাইকেল বাইক আরোহী থেকে চালক সকলেই অতিষ্ঠ হয়ে পড়ছে এই রাস্তা পারাপার করতে। এভাবেই জীবন হাতে করে মানুষ এই রাস্তা পারাপার করছে। পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে রাস্তা নিয়ে চিন্তায় মানুষ।

আরও পড়ুন: প্রতিমা দর্শনেই মিলছে উপহার! পুজোয় ভেষজ গাছ দান গ্রামবাসীদের

গ্রাম থেকে শহর বিস্তৃত  এই রাজ্য সড়কের দুই পাশে অসংখ্য দুর্গা পুজোর মন্ডপ বহু মানুষের সমাগম ঘটে। ফলে পুজোর কয়েকটা দিন এই সড়কে আরও ব্যস্ততা বাড়বে মানুষের। রাস্তার যে দুরবস্থা, তাতে দুর্ঘটনার আশঙ্কা দারুন। স্থানীয়দের কথায়, পুজোর আগে রাস্তা মেরামতির আবেদন করেও হয়নি। যদিও অনেকেই মনে করছেন পুজোর আগে রাস্তা মেরামত হবে তা প্রায় নিশ্চিত।বর্ষার শুরু থেকে একটানা কয়েক মাস রাস্তার বেহাল দশা। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে অফিস যাত্রী পড়ছে দুর্ঘটনার কবলে। একাধিক বার রাস্তা মেরামতির দাবি জানিয়েও মেলেনি সুরাহা এমনটাই অভিযোগ বানিয়ে মানুষের।

আরও পড়ুন:  থিম ‘গ্রাম বাংলা’! প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মণ্ডপসজ্জায় ব্যস্ত ক্লাব সদস্যরা

প্রায় প্রতি বছর পুজোর আগে রাস্তা মেরামতির কাজ শুরু হয়। তবে এবার রাস্তা মেরামতির বালা নেই। ফলে বেহাল রাস্তার কারণে পুজোর আগে চিন্তা বেড়েছে মানুষের। এই রাস্তায় হেঁটে পারাপার করতেও ভয় পাচ্ছে মানুষ। কিছুদিন আগে রাস্তার বড় গর্তে কোনও রকমের তালি দিয়ে কাজ হয়। তা সাময়িক সময়ের স্বস্তি মিললেও পরবর্তীতে আবার ভয়ানক রূপ নিচ্ছে রাস্তা। স্থানীয় ও পথ চলতি মানুষের অভিযোগ, মানুষ দুর্ঘটনার কবলে তবুও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সকলেই চিন্তিত,কখন যে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে কে জানে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি