ফার্ম হাউস 

Weekend Trip: প্রেমিক-প্রেমিকা বা বন্ধুদের সঙ্গে চুটিয়ে হুল্লোড়, পুজো কাটান কলকাতার কাছেই এই নতুন ফার্ম হাউজে

পূর্ব বর্ধমান: কলকাতার কাছেই রয়েছে এক মন ভাল করা ফার্ম হাউস। অল্প ছুটিতে চাইলেই ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। প্রাকৃতিক পরিবেশে পাবেন একাধিক বিনোদনের সুযোগও। বাঙালিদের একটা বড় অংশ ভ্রমণপিপাসু। কিন্তু বর্তমানে সময়ের অভাবে অনেকেই দূরে কোথাও যেতে পারেন না। অল্প ছুটি থাকলে কিম্বা উইকএন্ডে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান অনেকেই। তাই ফাঁকা সময় পেলেই যারা ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের জন্য রইল এক নতুন জায়গার সন্ধান।

কলকাতার কাছাকাছি রয়েছে এই ফার্ম হাউস। যেখানেপাবেন একাধিক বিনোদনের সুযোগ। এই ফার্ম হাউসের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করবে সকলকেই।

আরও পড়ুনঃ পাহাড়ের কোলে অজানা এই গ্রাম! চোখের সামনে মহানন্দার জঙ্গল! পুজোর ছুটিতে ঘুরে আসুন

কোথায় রয়েছে এই ফার্ম হাউস ? পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কাছে অবস্থিত এই ফার্ম হাউস। গ্রাম্য পরিবেশে অবস্থিত এই ফার্ম হাউস। এখানকার শান্ত, প্রাকৃতিক পরিবেশের টানে ছুটে আসেন অনেকেই। ফার্ম হাউসের কর্ণধারের কথা অনুযায়ী, এখানে যারা আসবেন তাদের জন্য রাত্রিযাপন ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। আগত অতিথিদের বিশেষ চমক হিসেবে রয়েছে গ্রাম বাংলার টাটকা খাবারের আয়োজন। চাইলেই অতিথিরা চেখে দেখতে পারেন সেই সব টাটকা খাবারের স্বাদ। ফার্ম হাউসের কর্ণধারের কথায়, তারা খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। যাতে অতিথিদের সেরা গুণমানের খাদ্য পরিষেবা দেওয়া যায়।

আরও পড়ুনঃ হাতে ভারতীয় পাসপোর্ট থাকলেই হল…! এই ১০ দেশে পুজোয় বিনা ভিসায় ঘুরে নিন, কোন কোন জায়গা জানুন

ফার্ম হাউসের কর্ণধার গুল মোহাম্মদ মোল্লা জানিয়েছেন, ‘বর্ধমানে এই প্রথম গ্রাম্য আদলে একটা রিসর্ট আমরা গড়ে তুলতে পেরেছি। এখানে দেখতে পাবেন দেশি খাসি, দেশি মুরগি, দেশি মাছ এখানে রাখা আছে। এখানে সব টাটকা সবজি থেকে শুরু করে সবটাই অর্গানিক ভাবে উৎপাদন করা।’ বর্ধমান শহর সংলগ্ন দেওয়ানদিঘি পালিতপুর এলাকায় অবস্থিত এই ফার্ম হাউস। রাত্রিযাপনের জন্য লাক্সারি কটেজের ব্যবস্থাও রয়েছে।

নৌকা বিহার এমনকি নৌকার মধ্যে বিশেষ দিন পালনের ব্যবস্থাও। ছিপ অথবা তগি দিয়ে মাছ ধরার ব্যবস্থাও রয়েছে এই ফার্ম হাউসে। বিভিন্ন পাখির ডাক অতিথিদের এক সম্পূর্ন গ্রাম্য পরিবেশ উপহার দেবে বলে মত ফার্ম হাউস কর্তৃপক্ষের। এখানে প্রবেশ করতে গেলে লাগবে না কোনও প্রবেশ মূল্য। কিন্তু ১০০ টাকার ফুড কুপনের বিনিময়ে প্রবেশ করতে হবে সকলকে। ১০০ টাকার খাবার খেয়ে নিতে পারবেন ফার্ম হাউসের মধ্যে।

তবে বাচ্চাদের জন্য প্রযোজ্য নয় এই নিয়ম। দিনের ২৪ ঘন্টাই খোলা থাকছে এই ফার্ম হাউস।হাতে কিছুটা ছুটি নিয়ে কিম্বা উইকএন্ডে, কাছের মানুষকেনিয়ে ঘুরে যেতে পারেন। বর্ধমান স্টেশনের কাছেই অবস্থিত এই ফার্ম হাউস। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করে নিতে পারেন 9832809119 এই নম্বরে।

বনোয়ারীলাল চৌধুরী