বিসিন্দ পাহাড়

Weekend Trip: এটা বাঁকুড়ার ‘টাইগার হিল’! বেড়াতে এলেও এই জায়গা সকলেই মিস করেন, জন্মাষ্ঠমীর লং উইকেন্ডে ঘুরে আসুন

*বাঁকুড়ার আরও একটি পাহাড়। যার নাম নাচন চন্ডী পাহাড়। সাদামাটা ছোট এই পাহাড়, ঘুরতে গেলে বাড়ি ফিরতে ইচ্ছা করে না। রয়েছে বিশেষ কারণ।
*বাঁকুড়ার আরও একটি পাহাড়। যার নাম নাচন চন্ডী পাহাড়। সাদামাটা ছোট এই পাহাড়, ঘুরতে গেলে বাড়ি ফিরতে ইচ্ছা করে না। রয়েছে বিশেষ কারণ
*রয়েছে সুন্দর বাঁধানো সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দেখতে পাবেন মা নাচনচণ্ডীর মন্দির। তবে এখানেই শেষ নয় রয়েছে আরও বড় চমক।
*রয়েছে সুন্দর বাঁধানো সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দেখতে পাবেন মা নাচনচণ্ডীর মন্দির। তবে এখানেই শেষ নয় রয়েছে আরও বড় চমক।
*পাহাড়ের উপরেই রয়েছে সময় কাটাবার দুর্দান্ত জায়গা। চওড়া পাথরে বসে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় একটি বিকেল। সূর্যাস্ত দেখার একটি দারুণ সুযোগ।
*পাহাড়ের উপরেই রয়েছে সময় কাটাবার দুর্দান্ত জায়গা। চওড়া পাথরে বসে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় একটি বিকেল। সূর্যাস্ত দেখার একটি দারুণ সুযোগ।
*পাহাড়ে বসবাস করেন এক সাধু বাবা। যিনি এই পুরো পাহাড়টিকে গাছ লাগিয়ে সবুজ করেছেন। পাহাড়ের কোলেই একটি ছোট্ট ঘরে বসবাস করেন।
*পাহাড়ে বসবাস করেন এক সাধু বাবা। যিনি এই পুরো পাহাড়টিকে গাছ লাগিয়ে সবুজ করেছেন। পাহাড়ের কোলেই একটি ছোট্ট ঘরে বসবাস করেন।
*এই পাহাড়ের আরেক নাম বিসিন্দা পাহাড়। অধিকাংশ মানুষ জানেনই না। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে অবস্থিত এই পাহাড়টি। কলকাতা থেকে মাত্র ২০৮ কিলোমিটার দূরত্ব।
*এই পাহাড়ের আরেক নাম বিসিন্দা পাহাড়। অধিকাংশ মানুষ জানেনই না। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে অবস্থিত এই পাহাড়টি। কলকাতা থেকে মাত্র ২০৮ কিলোমিটার দূরত্ব।