পিরিয়ডস ক্র্যাম্প বা ঋতুস্রাবকালীন যন্ত্রণায় ছটফট করতে হয় অনেক মহিলাকেই। এই কষ্ট থেকে মুক্তি পেতে ডায়েটে রাখুন কিছু খাবার। ঘরোয়া সেই খাবারগুলিতেই কমবে ক্র্যাম্প। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।

Periods Cramp Control Tips: পিরিয়ডস ক্র্যাম্পে ছটফট করেন? ঘরোয়া এই খাবারগুলি খেলেই ছুটি ঋতুস্রাবের পেট ব্যথা, অস্বস্তির

পিরিয়ডস ক্র্যাম্প বা ঋতুস্রাবকালীন যন্ত্রণায় ছটফট করতে হয় অনেক মহিলাকেই। এই কষ্ট থেকে মুক্তি পেতে ডায়েটে রাখুন কিছু খাবার। ঘরোয়া সেই খাবারগুলিতেই কমবে ক্র্যাম্প। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
পিরিয়ডস ক্র্যাম্প বা ঋতুস্রাবকালীন যন্ত্রণায় ছটফট করতে হয় অনেক মহিলাকেই। এই কষ্ট থেকে মুক্তি পেতে ডায়েটে রাখুন কিছু খাবার। ঘরোয়া সেই খাবারগুলিতেই কমবে ক্র্যাম্প। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।

 

পালংশাক-সহ সবুজ শাকসবজিতে আছে ম্যাগনেসিয়াম এবং আয়রন। এই দুই উপাদানের গুণে ঋতুকালীন যন্ত্রণা কমে। শরীরে পুষ্টিসাধনও হয়। অ্যান্টিঅক্সিড্যান্টস, ভিটামিন সি ভরপুর স্ট্রবেরি, ব্লুবেরি খান এ সময়ে। কমবে ক্র্যাম্পের তীব্রতা।
পালংশাক-সহ সবুজ শাকসবজিতে আছে ম্যাগনেসিয়াম এবং আয়রন। এই দুই উপাদানের গুণে ঋতুকালীন যন্ত্রণা কমে। শরীরে পুষ্টিসাধনও হয়। অ্যান্টিঅক্সিড্যান্টস, ভিটামিন সি ভরপুর স্ট্রবেরি, ব্লুবেরি খান এ সময়ে। কমবে ক্র্যাম্পের তীব্রতা।

 

কাঠবাদাম, আখরোট, ফ্ল্যাক্সসিড, কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা থ্রি-তে অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান আছে। ফলে মেনস্ট্রুয়াল পেইন কমে।
কাঠবাদাম, আখরোট, ফ্ল্যাক্সসিড, কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা থ্রি-তে অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান আছে। ফলে মেনস্ট্রুয়াল পেইন কমে।

 

পটাশিয়াম ও প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ কলা রাখুন ডায়েটে। এর পুষ্টিকর উপাদান ক্লান্তি দূর করে শরীরে কর্মশক্তির যোগান দেয়।
পটাশিয়াম ও প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ কলা রাখুন ডায়েটে। এর পুষ্টিকর উপাদান ক্লান্তি দূর করে শরীরে কর্মশক্তির যোগান দেয়।

 

আদার অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান ঋতুস্রাবকালীন ব্যথা ও অস্বস্তি কমায়। ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা ডার্ক চকোলেট ইনফ্লেম্যাশন কমায়। তবে ডার্ক চকোলেট খেতে হবে পরিমিত পরিমাণে।
আদার অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান ঋতুস্রাবকালীন ব্যথা ও অস্বস্তি কমায়। ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা ডার্ক চকোলেট ইনফ্লেম্যাশন কমায়। তবে ডার্ক চকোলেট খেতে হবে পরিমিত পরিমাণে।

 

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভান্ডার সামুদ্রিক মাছ, ভিটামিন বি সমৃদ্ধ গোটা দানাশস্য খেতে ভুলবেন না। ক্র্যাম্পের সঙ্গে কমবে ঋতু্স্রাবকালীন মুড স্যুইং।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভান্ডার সামুদ্রিক মাছ, ভিটামিন বি সমৃদ্ধ গোটা দানাশস্য খেতে ভুলবেন না। ক্র্যাম্পের সঙ্গে কমবে ঋতু্স্রাবকালীন মুড স্যুইং।

 

কাঁচা হলুদের কারকিউমিন অ্যান্টিইনফ্লেম্যাটরি উপাদান আছে। সার্বিক স্বস্তির জন্য ঋতুস্রাবের সময় ডায়েটে রাখুন কাঁচা হলুদ।
কাঁচা হলুদের কারকিউমিন অ্যান্টিইনফ্লেম্যাটরি উপাদান আছে। সার্বিক স্বস্তির জন্য ঋতুস্রাবের সময় ডায়েটে রাখুন কাঁচা হলুদ।