Personality Test: দাঁত বের করে হাসেন নাকি মুখ বুজে? আপনার হাসির ধরন বলে দেবে কেমন মানুষ আপনি

বলা হয় যত হাসবেন তত মন ভাল থাকবে। হাসার বিকল্প আর কিছু নেই।
বলা হয় যত হাসবেন তত মন ভাল থাকবে। হাসার বিকল্প আর কিছু নেই।
তবে হাসি দেখে কিন্তু মানুষ চেনা যায়। যাঁদের হাসি শান্ত, তাঁরা গম্ভীর, শান্তিপ্রিয় হয়ে থাকেন।
তবে হাসি দেখে কিন্তু মানুষ চেনা যায়। যাঁদের হাসি শান্ত, তাঁরা গম্ভীর, শান্তিপ্রিয় হয়ে থাকেন।
যাঁরা দাঁত বের করে হাসেন, তাঁরা সহনশীল, উদার ব্যক্তি।
যাঁরা দাঁত বের করে হাসেন, তাঁরা সহনশীল, উদার ব্যক্তি।
হাসির সঙ্গে মুখের ভাব ব্যাঙ্গাত্মক হলে, সেই ব্যক্তি অহঙ্কারী।
হাসির সঙ্গে মুখের ভাব ব্যাঙ্গাত্মক হলে, সেই ব্যক্তি অহঙ্কারী।
যাঁরা থেমে হাসেন তাঁদের মানসিক শক্তি দুর্বল হয়।
যাঁরা থেমে হাসেন তাঁদের মানসিক শক্তি দুর্বল হয়।
একেবারেই স্মিতহাসি যাঁদের পছন্দ, তাঁরা খুবই চাপা স্বভাবের হয়।
একেবারেই স্মিতহাসি যাঁদের পছন্দ, তাঁরা খুবই চাপা স্বভাবের হয়।
অনেকেই আছেন যাঁরা লোকসমাজেও প্রাণখুলে দাঁত বের করে হাসেন। কোনও কিছুরই পরোয়া করেন না। তাঁরা খুবই প্রাণখোলা এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
অনেকেই আছেন যাঁরা লোকসমাজেও প্রাণখুলে দাঁত বের করে হাসেন। কোনও কিছুরই পরোয়া করেন না। তাঁরা খুবই প্রাণখোলা এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
বলিউডের হিরোইনদের মধ্য়ে আলিয়া ভাট প্রাণখোলা হাসিই হাসেন, তাও ক্য়ামেরার সামনে।
বলিউডের হিরোইনদের মধ্য়ে আলিয়া ভাট প্রাণখোলা হাসিই হাসেন, তাও ক্য়ামেরার সামনে।