Personally Traits: জীবনে কষ্ট শেষই হতে চায় না? নাকি বুদ্ধির ভাণ্ডার? আপনার গোপন সব কথা বলে দেবে নাক

মুখের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নাক। পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে সেটি একটি। কিন্তু একজনের ব্যক্তিত্ব কী রকম? তাঁর বৈশিষ্ট্য কী কী? তাঁর নাকের গঠন দিয়ে বুঝতে পারা যাবে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
মুখের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নাক। পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে সেটি একটি। কিন্তু একজনের ব্যক্তিত্ব কী রকম? তাঁর বৈশিষ্ট্য কী কী? তাঁর নাকের গঠন দিয়ে বুঝতে পারা যাবে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
যাঁদের মুখের বাকি অংশের তুলনায় একটু গাঢ় বা লালচে,  তাঁরা খুব পরিশ্রম করে। জীবনের শেষ মুহূর্তটা খুব নিঃসঙ্গ হয়ে কাটে। অনেক কষ্ট, সংগ্রাম, অসুস্থতা ও কষ্টের সম্মুখীন হতে হয়। দাম্পত্য জীবন সুখের, ছেলেমেয়েরাও উন্নতি করে। কিন্তু জীবনের শেষ পর্যায়ে তারা একাকী জীবন যাপন করে।
যাঁদের মুখের বাকি অংশের তুলনায় একটু গাঢ় বা লালচে, তাঁরা খুব পরিশ্রম করে। জীবনের শেষ মুহূর্তটা খুব নিঃসঙ্গ হয়ে কাটে। অনেক কষ্ট, সংগ্রাম, অসুস্থতা ও কষ্টের সম্মুখীন হতে হয়। দাম্পত্য জীবন সুখের, ছেলেমেয়েরাও উন্নতি করে। কিন্তু জীবনের শেষ পর্যায়ে তারা একাকী জীবন যাপন করে।
ছোট নাক যাঁদের হয়, তাঁরা সাধারণত ব্যস্ত থাকে। সততা এবং পরিশ্রম দিয়ে কাজ করছিলেন তাঁরা। তবে এই ধরনের মানুষেরা সারা জীবন দারিদ্র থেকে যেতে পারেন। তবে দাম্পত্য জীবন খুব সুখের হয়।
ছোট নাক যাঁদের হয়, তাঁরা সাধারণত ব্যস্ত থাকে। সততা এবং পরিশ্রম দিয়ে কাজ করছিলেন তাঁরা। তবে এই ধরনের মানুষেরা সারা জীবন দারিদ্র থেকে যেতে পারেন। তবে দাম্পত্য জীবন খুব সুখের হয়।
নাকের সামনের অংশ কিছুটা যাঁদের বাঁকানো হয়, তাঁদের সকলে খুব বুদ্ধিমান হয়। জীবনের কোনও না কোনও সময়ে  আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি জেলের যেতে পারেন। তাঁরা আড়ালে থেকে অন্যদের ক্ষতি করে।
নাকের সামনের অংশ কিছুটা যাঁদের বাঁকানো হয়, তাঁদের সকলে খুব বুদ্ধিমান হয়। জীবনের কোনও না কোনও সময়ে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি জেলের যেতে পারেন। তাঁরা আড়ালে থেকে অন্যদের ক্ষতি করে।
বড় নাক যাঁদের হয়, তাঁরা খুব সরল প্রকৃতির। কিন্তু তাঁদের ইগোর সমস্যা থাকতে পারে। স্বাভাবিক ভাবেই নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা আছে। তাঁরা কারও উপর নির্ভরশীল নন। নিজেরাই সমস্যার সমাধান করেন।
বড় নাক যাঁদের হয়, তাঁরা খুব সরল প্রকৃতির। কিন্তু তাঁদের ইগোর সমস্যা থাকতে পারে। স্বাভাবিক ভাবেই নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা আছে। তাঁরা কারও উপর নির্ভরশীল নন। নিজেরাই সমস্যার সমাধান করেন।
যাঁদের সরু নাক থাকে, তাঁদের আচরণ খুব আকর্ষণীয় হয়। সকলে সব সময় তাঁদের ঘিরে থাকেন। কিন্তু সরু নাকওয়ালা মানুষদের জীবনে আর্থিক অসুবিধার সম্মুখীন হয়। টাকা রোজগার করলেও সঞ্চয় করতে পারেন না।
যাঁদের সরু নাক থাকে, তাঁদের আচরণ খুব আকর্ষণীয় হয়। সকলে সব সময় তাঁদের ঘিরে থাকেন। কিন্তু সরু নাকওয়ালা মানুষদের জীবনে আর্থিক অসুবিধার সম্মুখীন হয়। টাকা রোজগার করলেও সঞ্চয় করতে পারেন না।
প্রশস্ত নাক এবং বড় নাকের ছিদ্রযুক্ত ব্যক্তিরা খুব আশাবাদী। নেতৃত্ব দিতে সক্ষম। তাঁরা প্রচুর সম্পদ এবং জনপ্রিয়তা পান।
প্রশস্ত নাক এবং বড় নাকের ছিদ্রযুক্ত ব্যক্তিরা খুব আশাবাদী। নেতৃত্ব দিতে সক্ষম। তাঁরা প্রচুর সম্পদ এবং জনপ্রিয়তা পান।
সোজা নাকওয়ালা মানুষেরা অন্যদের প্রতি সহানুভূতিশীল। সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। খুব বেশি খরচ না করে সাদামাঠা জীবনযাপন করতে পছন্দ করেন।
সোজা নাকওয়ালা মানুষেরা অন্যদের প্রতি সহানুভূতিশীল। সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। খুব বেশি খরচ না করে সাদামাঠা জীবনযাপন করতে পছন্দ করেন।