এক বেসরকারি হোটেল অ্যাপের ভাইস প্রেসিডেন্ট এমনই কিছু আজব তথ্য সংগ্রহ করেন৷ তিনি প্রায় বিশ্বের নানা প্রান্তের ৪০০-টিরও বেশি হোটেলে মানুষের ফেলে যাওয়া বস্তুর ডেটা সংগ্রহ করেছিলেন৷ আর তাতেই কিছু আজব বস্তুর সন্ধান মেলে৷

Hotel Room: দামি ঘড়ি থেকে পোষা টিকটিকি! হোটেল রুমে ফেলা আসা জিনিসপত্রের তালিকা শুনলে চোখ কপালে উঠবে!

হোটেলের ঘরগুলোর দুনিয়া বড় অদ্ভুত৷ সেখানে কত রকম মানুষের নিত্য আনাগোনা৷ হোটেলের প্রয়োজনীয় সময় কাটিয়ে অতিথিরা পাড়ি দেয় তাঁদের নিজস্ব দুনিয়ায়৷ আর পেছনে কত কিছুই পড়ে থাকে৷ কখনও ইচ্ছাকৃতভাবে, কখনও বা অনিচ্ছাকৃত তারা অনেক কিছুই ফেলে ঘর ছাড়ে৷
হোটেলের ঘরগুলোর দুনিয়া বড় অদ্ভুত৷ সেখানে কত রকম মানুষের নিত্য আনাগোনা৷ হোটেলের প্রয়োজনীয় সময় কাটিয়ে অতিথিরা পাড়ি দেয় তাঁদের নিজস্ব দুনিয়ায়৷ আর পেছনে কত কিছুই পড়ে থাকে৷ কখনও ইচ্ছাকৃতভাবে, কখনও বা অনিচ্ছাকৃত তারা অনেক কিছুই ফেলে ঘর ছাড়ে৷
এক বেসরকারি হোটেল অ্যাপের ভাইস প্রেসিডেন্ট এমনই কিছু আজব তথ্য সংগ্রহ করেন৷ তিনি প্রায় বিশ্বের নানা প্রান্তের ৪০০-টিরও বেশি হোটেলে মানুষের ফেলে যাওয়া বস্তুর ডেটা সংগ্রহ করেছিলেন৷ আর তাতেই কিছু আজব বস্তুর সন্ধান মেলে৷
এক বেসরকারি হোটেল অ্যাপের ভাইস প্রেসিডেন্ট এমনই কিছু আজব তথ্য সংগ্রহ করেন৷ তিনি প্রায় বিশ্বের নানা প্রান্তের ৪০০-টিরও বেশি হোটেলে মানুষের ফেলে যাওয়া বস্তুর ডেটা সংগ্রহ করেছিলেন৷ আর তাতেই কিছু আজব বস্তুর সন্ধান মেলে৷
ভুলে যাওয়া আইটেমগুলোর মধ্যে রয়েছে রোলেক্স ঘড়ি, হার্মিস বার্কিন ব্যাগ-সহ নানা মূল্যবান বস্তু৷ তবে এগুলো যে মোটেও ইচ্ছাকৃত ভুল নয় তা মনে করাই যায়৷
ভুলে যাওয়া আইটেমগুলোর মধ্যে রয়েছে রোলেক্স ঘড়ি, হার্মিস বার্কিন ব্যাগ-সহ নানা মূল্যবান বস্তু৷ তবে এগুলো যে মোটেও ইচ্ছাকৃত ভুল নয় তা মনে করাই যায়৷
তবে আজব কিছু রয়েছে এই তালিকায়, যেমন নির্মাণের পাইপ, গাড়ির টায়ার, দাঁত৷ এমনকি পোষা টিকটিকি! যার আবার পরে মালিকের সঙ্গে দেখা হয়৷
তবে আজব কিছু রয়েছে এই তালিকায়, যেমন নির্মাণের পাইপ, গাড়ির টায়ার, দাঁত৷ এমনকি পোষা টিকটিকি! যার আবার পরে মালিকের সঙ্গে দেখা হয়৷
এখানেই শেষ নয়, তালিকায় রয়েছে কয়েকডজন কলা, পোড়া পাউরুটি, ফ্রেশ ছাগলের দুধ৷
এখানেই শেষ নয়, তালিকায় রয়েছে কয়েকডজন কলা, পোড়া পাউরুটি, ফ্রেশ ছাগলের দুধ৷
এক হোটেল কতৃপক্ষ জানিয়েছেন, একবার এক অতিখি তাঁদের হোটেলে পাসপোর্ট ফেলে রেখে গিয়েছিলেন৷ যদিও তা উদ্ধার করতে ব্যক্তিটি প্রায় ১০০ মাইল গাড়ি চালিয়ে এসেছিলেন৷ কত বিচিত্রই না হোটেলের জীবন!
এক হোটেল কতৃপক্ষ জানিয়েছেন, একবার এক অতিখি তাঁদের হোটেলে পাসপোর্ট ফেলে রেখে গিয়েছিলেন৷ যদিও তা উদ্ধার করতে ব্যক্তিটি প্রায় ১০০ মাইল গাড়ি চালিয়ে এসেছিলেন৷ কত বিচিত্রই না হোটেলের জীবন!