সোনালি বাঘ! ব্ল্যাক প্যান্থারের পর ভাইরাল আরও এক অপূর্ব সুন্দর প্রাণী

#‌নয়াদিল্লি:‌ কয়েক দিন আগেই ভাইরাল হয়েছিল একটি ব্ল্যাক প্যান্থারের ছবি। অনেকেই সেই ব্ল্যান প্যান্থারটিকে তুলনা করছিলেন মোঙ্গলির জীবনের বিখ্যাত‌ চরিত্র বাগিরার সঙ্গে। এরপর ভাইরাল হল নতুন আরও একটি ছবি। এবারেরটি বাঘের। তবে। এ যে সে বাঘ নয়। কাজিরাঙা অভয়ারণ্যের সোনালি বাঘ!‌

আইএফএস অফিসার প্রবীন কাসওয়ান শেয়ার করেছেন এই সোনালী বাঘের ছবি। তিনি লিখেছেন, ‘‌আপনারা জানেন, আমাদের দেশে একটি সোনালী বাঘও আছে?‌ দেখুন এখমাত্র ছবি, দেখুন তাঁর অপরূপ সৌন্দর্য!‌’‌ তিনি জানিয়েছেন, এই ছবিটি তোলা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ুরেশ হেন্দ্রের।

এই গোল্ডেন টাইগারকে স্ট্রবেরি টাইগার নামেও ডাকা হয়। আদর করে বলা হয় ট্যাবি টাইগার। কারণ, এর গায়ের অসাধারণ রং। ওই বন দফতরের অফিসার লিখেছেন, এই ধরনের বাঘ সত্যিই বিরল। একাধিক প্রাণীর জিনের মিউটেশনের ফলে এইরকম প্রাণীর জন্ম হয় বলে জানিয়েছেন তিনি। ২০১৯ সালে তোলা এই বাঘের ছবিও শেয়ার করেছেন তিনি।