Tag Archives: Kaziranga

European Tourist: শিংওয়ালা হাতি! কাজিরাঙা’কে ভালবেসে ইউরোপীয় পর্যটকের শরীরজুড়ে ইউনিকর্নের ট্যাটু

নিজস্ব প্রতিবেদন: একশৃঙ্গ গণ্ডারের জন্য বিশ্বের দরবারে অতি সমাদ্রিত অসমের কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য। তবে গত কয়েক বছর ধরে বাঘের কারণেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কাজিরাঙা। ফলে প্রতিবছর বহু বিদেশি পর্যটক এখানে ছুটে আসেন। তবে এবার এক অন্যরকম বিদেশী পর্যটকের দেখা মিলল এখানে। কাজিরঙা ও তার পরিবেশের প্রতি মুগ্ধতা থেকে নিজের কল্পনা মিশিয়ে এক অদ্ভুত ধরনের শিংওয়ালা হাতি, গণ্ডারের ট্যাটু পিঠ জুড়ে করেছেন মিত্তিয়াস রোগার নামে ওই সুইডিস পর্যটক।

আর‌ও পড়ুন: রোজ সকালে কাঁচা হলুদের রস খান, ধারে কাছে ঘেঁষতে পারবে না এই রোগগুলো

শিংওয়ালা ঘোড়া, হাতি এইসব প্রাণী বিভিন্ন দেশ, জাতির পুরাণে, কল্পনায় যুগ যুগ ধরে জায়গা পেয়েছে। এদের আমরা ইউনিকর্ন বলে জানি। আজও অনেকে বিশ্বাস করেন এই বিশ্বে ইউনিকর্ন সত্যি আছে। যদিও বিজ্ঞান সেই দাবির স্বপক্ষে কথা বলে না। তবে কাজিরাঙার প্রতি ভালোবাসা থেকে সুইডিস পর্যটক মিত্তিয়াস রোগার হাতির ইউনিকর্নের এক বিশাল ট্যাটু এঁকেছেন নিজের গোটা পিঠ জুড়ে।

কাজিরাঙার বিপুল জীববৈচিত্র্য, এখানকার সবুজের মন কেড়ে নেওয়া এবং সামগ্রিকভাবে এই এলাকার পরিবেশ সুইডেনের এই পর্যটকের মনে ভালমত জায়গা করে নিয়েছে। তাই বারবার তিনি কাজিরাঙায় ছুটে আসেন। তবে এবার তাঁর শরীরের এই ট্যাটু সাড়া ফেলে দিয়েছে অসমের উপজাতি ও সেখানে আসা বাকি বিদেশি পর্যটকদের মধ্যে।

সোনালি বাঘ! ব্ল্যাক প্যান্থারের পর ভাইরাল আরও এক অপূর্ব সুন্দর প্রাণী

#‌নয়াদিল্লি:‌ কয়েক দিন আগেই ভাইরাল হয়েছিল একটি ব্ল্যাক প্যান্থারের ছবি। অনেকেই সেই ব্ল্যান প্যান্থারটিকে তুলনা করছিলেন মোঙ্গলির জীবনের বিখ্যাত‌ চরিত্র বাগিরার সঙ্গে। এরপর ভাইরাল হল নতুন আরও একটি ছবি। এবারেরটি বাঘের। তবে। এ যে সে বাঘ নয়। কাজিরাঙা অভয়ারণ্যের সোনালি বাঘ!‌

আইএফএস অফিসার প্রবীন কাসওয়ান শেয়ার করেছেন এই সোনালী বাঘের ছবি। তিনি লিখেছেন, ‘‌আপনারা জানেন, আমাদের দেশে একটি সোনালী বাঘও আছে?‌ দেখুন এখমাত্র ছবি, দেখুন তাঁর অপরূপ সৌন্দর্য!‌’‌ তিনি জানিয়েছেন, এই ছবিটি তোলা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ুরেশ হেন্দ্রের।

এই গোল্ডেন টাইগারকে স্ট্রবেরি টাইগার নামেও ডাকা হয়। আদর করে বলা হয় ট্যাবি টাইগার। কারণ, এর গায়ের অসাধারণ রং। ওই বন দফতরের অফিসার লিখেছেন, এই ধরনের বাঘ সত্যিই বিরল। একাধিক প্রাণীর জিনের মিউটেশনের ফলে এইরকম প্রাণীর জন্ম হয় বলে জানিয়েছেন তিনি। ২০১৯ সালে তোলা এই বাঘের ছবিও শেয়ার করেছেন তিনি।