সেনা গাছের ব্যবহার

Piles: হিরের মতোই দামি এই গাছ! ৭ দিনে কমে পাইলসের অবাধ্য যন্ত্রণা-রক্তপাত! ব্যবহার জানলেই কেল্লাফতে

*আমাদের আশপাশে এমন অনেক গাছ থাকে, যেগুলি ঔষধি গুণে ভরপুর। পথের ধারে কিংবা ঝোপজঙ্গলেও অনাদরে গাছগুলি বেড়ে ওঠে বলেই অনেকে বুঝতে পারেন না এর গুণাগুণ। সংগৃহীত ছবি।
*আমাদের আশপাশে এমন অনেক গাছ থাকে, যেগুলি ঔষধি গুণে ভরপুর। পথের ধারে কিংবা ঝোপজঙ্গলেও অনাদরে গাছগুলি বেড়ে ওঠে বলেই অনেকে বুঝতে পারেন না এর গুণাগুণ। সংগৃহীত ছবি।
*অলৌকিক আয়ুর্বেদিক গুণসম্পন্ন গাছগুলির মধ্যে অন্যতম হল সেনা বা সনায় গাছ। যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক বলে মনে করা হয়। শুধু তা-ই নয়, এটি পেট সংক্রান্ত সমস্যা নিরাময় এবং ওজন কমাতেও অত্যন্ত উপকারী। এটি ব্যবহার করলে চুল ঘন ও জেল্লাদার হয়। আর এটি অভ্যন্তরীণ ও বাহ্যিক ভাবে ব্যবহার করা যেতে পারে। সংগৃহীত ছবি। 
*অলৌকিক আয়ুর্বেদিক গুণসম্পন্ন গাছগুলির মধ্যে অন্যতম হল সেনা বা সনায় গাছ। যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক বলে মনে করা হয়। শুধু তা-ই নয়, এটি পেট সংক্রান্ত সমস্যা নিরাময় এবং ওজন কমাতেও অত্যন্ত উপকারী। এটি ব্যবহার করলে চুল ঘন ও জেল্লাদার হয়। আর এটি অভ্যন্তরীণ ও বাহ্যিক ভাবে ব্যবহার করা যেতে পারে। সংগৃহীত ছবি।
*আয়ুর্বেদিক চিকিৎসক ডা. সরফরাজ আহমেদ জানান যে, সেনা গাছের বীজও একটি আয়ুর্বেদিক ওষুধ। আর ভেষজ গুণে সমৃদ্ধ এই গাছের বীজও বাজারে সহজেই পাওয়া যায়। আর এই বীজও অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভাবে ব্যবহার করা যেতে পারে। সংগৃহীত ছবি। 
*আয়ুর্বেদিক চিকিৎসক ডা. সরফরাজ আহমেদ জানান যে, সেনা গাছের বীজও একটি আয়ুর্বেদিক ওষুধ। আর ভেষজ গুণে সমৃদ্ধ এই গাছের বীজও বাজারে সহজেই পাওয়া যায়। আর এই বীজও অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভাবে ব্যবহার করা যেতে পারে। সংগৃহীত ছবি।
*এটি পেটের নানা রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কারণ এটি পেটের কৃমি দূর করতে সক্ষম। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পেতে ব্যবহার করা যেতে পারে সেনা গাছের বীজ। যা ক্ষুধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে শক্তি জোগানোর জন্যও কাজ করে। সংগৃহীত ছবি। 
*এটি পেটের নানা রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কারণ এটি পেটের কৃমি দূর করতে সক্ষম। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পেতে ব্যবহার করা যেতে পারে সেনা গাছের বীজ। যা ক্ষুধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে শক্তি জোগানোর জন্যও কাজ করে। সংগৃহীত ছবি।
*চুলের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী সেনা গাছের বীজ। যাঁদের চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে কিংবা চুলের জেল্লা হারিয়ে যাচ্ছে, তাঁরা এই টোটকা ব্যবহার করতে পারেন। আসলে চুলের সমস্যা দ্রুত নিরাময় করার জন্য দারুণ কাজ করে সেনা বীজ। এখানেই শেষ নয়, এটি পাইলস বা অর্শের সমস্যাতেও আরাম দেয় এটি। আর লিভারের নানা সমস্যা নিরাময়েও তা বেশ সহায়ক। সংগৃহীত ছবি। 
*চুলের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী সেনা গাছের বীজ। যাঁদের চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে কিংবা চুলের জেল্লা হারিয়ে যাচ্ছে, তাঁরা এই টোটকা ব্যবহার করতে পারেন। আসলে চুলের সমস্যা দ্রুত নিরাময় করার জন্য দারুণ কাজ করে সেনা বীজ। এখানেই শেষ নয়, এটি পাইলস বা অর্শের সমস্যাতেও আরাম দেয় এটি। আর লিভারের নানা সমস্যা নিরাময়েও তা বেশ সহায়ক। সংগৃহীত ছবি।
*শিশু, বয়স্ক এবং মহিলারা ব্যবহার করতে পারেন এই সেনা বীজ। তবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ মেনে এবং পরিমিত পরিমাণেই তা ব্যবহার করা উচিত। ডা. সরফরাজ আহমেদ বলেন, চায়ের মধ্যে সেনার বীজ মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। তবে এর বীজ গুঁড়ো করেও ব্যবহার করা সম্ভব। আর এমনকী বীজের ক্বাথ তৈরি করেও ব্যবহার করা যেতে পারে। সংগৃহীত ছবি।
*শিশু, বয়স্ক এবং মহিলারা ব্যবহার করতে পারেন এই সেনা বীজ। তবে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ মেনে এবং পরিমিত পরিমাণেই তা ব্যবহার করা উচিত। ডা. সরফরাজ আহমেদ বলেন, চায়ের মধ্যে সেনার বীজ মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। তবে এর বীজ গুঁড়ো করেও ব্যবহার করা সম্ভব। আর এমনকী বীজের ক্বাথ তৈরি করেও ব্যবহার করা যেতে পারে। সংগৃহীত ছবি।