Car Loan নেওয়ার জন্য Cibil Score কত হওয়া প্রয়োজন? ঋণ নেওয়ার আগেই জেনে নিন

আমাদের প্রায় সকলেরই স্বপ্ন থাকে একটি গাড়ি কেনার। তার জন্য থোক টাকা যে হাতে থাকবেই, এমন কোনও মানে নেই। এর জন্য অনেকেই গাড়ির লোনের উপরে নির্ভর করে। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে গাড়ির লোন অফার করে থাকে।
আমাদের প্রায় সকলেরই স্বপ্ন থাকে একটি গাড়ি কেনার। তার জন্য থোক টাকা যে হাতে থাকবেই, এমন কোনও মানে নেই। এর জন্য অনেকেই গাড়ির লোনের উপরে নির্ভর করে। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে গাড়ির লোন অফার করে থাকে।

 

কিন্তু, গাড়ির লোনের ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় একটি বিষয় হল সিবিল স্কোর। তাই গাড়ির লোন নেওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন যে গাড়ির লোন নেওয়ার ক্ষেত্রে সিবিল স্কোর কত হতে হবে।
কিন্তু, গাড়ির লোনের ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় একটি বিষয় হল সিবিল স্কোর। তাই গাড়ির লোন নেওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন যে গাড়ির লোন নেওয়ার ক্ষেত্রে সিবিল স্কোর কত হতে হবে।
গাড়ির লোন ছাড়াও যে কোনও লোন পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের সিবিল স্কোর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই সিবিল স্কোরের উপরে ভিত্তি করেই বিভিন্ন লোন দেওয়া হয়।
গাড়ির লোন ছাড়াও যে কোনও লোন পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের সিবিল স্কোর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই সিবিল স্কোরের উপরে ভিত্তি করেই বিভিন্ন লোন দেওয়া হয়।
গাড়ির লোনের ক্ষেত্রে সিবিল স্কোর ছাড়াও ব্যাঙ্কের পলিসি, গ্রাহকের আয়, গ্রাহকের বর্তমান লোন, গ্রাহকের বর্তমান চাকরির অবস্থা এবং ডাউন পেমেন্টের মতো অনেকগুলি বিষয় জড়িত।
গাড়ির লোনের ক্ষেত্রে সিবিল স্কোর ছাড়াও ব্যাঙ্কের পলিসি, গ্রাহকের আয়, গ্রাহকের বর্তমান লোন, গ্রাহকের বর্তমান চাকরির অবস্থা এবং ডাউন পেমেন্টের মতো অনেকগুলি বিষয় জড়িত।
গাড়ির লোনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাঙ্ক ৭০০-এর উপরে সিবিল স্কোর থেকে গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকে।
গাড়ির লোনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাঙ্ক ৭০০-এর উপরে সিবিল স্কোর থেকে গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকে।
কিন্তু, এই বিষয়ে একটা কথা মনে রাখা প্রয়োজন যে, গাড়ির লোনের ক্ষেত্রে সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর একমাত্র ফ্যাক্টর নয়। এক্ষেত্রে ব্যাঙ্ক গাড়ির লোনের গ্রাহকদের আয়, আয়ের অনুপাত, চাকরি এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে নজর দিয়ে থাকে।
কিন্তু, এই বিষয়ে একটা কথা মনে রাখা প্রয়োজন যে, গাড়ির লোনের ক্ষেত্রে সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর একমাত্র ফ্যাক্টর নয়। এক্ষেত্রে ব্যাঙ্ক গাড়ির লোনের গ্রাহকদের আয়, আয়ের অনুপাত, চাকরি এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে নজর দিয়ে থাকে।
অন্য দিকে, যাদের সিবিল স্কোর ৭০০ এর কম, তারাও গাড়ির লোন পেতে পারে। কিন্তু, তাদের ক্ষেত্রে গাড়ির লোনের সুদের হার অনেকটাই বেশি হতে পারে। সেই সুদের হার বহন করা সব সময়ে সবার পক্ষে সম্ভব নাও হতে পারে।
অন্য দিকে, যাদের সিবিল স্কোর ৭০০ এর কম, তারাও গাড়ির লোন পেতে পারে। কিন্তু, তাদের ক্ষেত্রে গাড়ির লোনের সুদের হার অনেকটাই বেশি হতে পারে। সেই সুদের হার বহন করা সব সময়ে সবার পক্ষে সম্ভব নাও হতে পারে।
তাই যে কোনও লোন, বিশেষ করে গাড়ির লোন নেওয়ার আগে সবথেকে ভাল বিকল্প হল, নিজেদের সিবিল স্কোর ভাল করে নেওয়া। এতে খুব তাড়াতাড়ি কম সুদের হারে গাড়ির লোন পাওয়া যেতে পারে।
তাই যে কোনও লোন, বিশেষ করে গাড়ির লোন নেওয়ার আগে সবথেকে ভাল বিকল্প হল, নিজেদের সিবিল স্কোর ভাল করে নেওয়া। এতে খুব তাড়াতাড়ি কম সুদের হারে গাড়ির লোন পাওয়া যেতে পারে।