PM Kisan: যোজনার আগামী কিস্তির টাকা কবে মিলবে ? আপনার নাম আছে তো লিস্টে ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ যোজনার ১৬তম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারির ২৮ তারিখ দেশের কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে ৷ প্রায় ৯ কোটি কৃষকরা এই যোজনার টাকা পেয়েছেন ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ যোজনার ১৬তম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারির ২৮ তারিখ দেশের কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে ৷ প্রায় ৯ কোটি কৃষকরা এই যোজনার টাকা পেয়েছেন ৷
সরকারের এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ বছরে ৬০০০ টাকা অর্থাৎ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এখনও পর্যন্ত কৃষকরা ১৬টি কিস্তির টাকা পেয়েছেন ৷ এখন অপেক্ষায় রয়েছেন ১৭তম কিস্তির টাকার ৷

সরকারের এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ বছরে ৬০০০ টাকা অর্থাৎ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এখনও পর্যন্ত কৃষকরা ১৬টি কিস্তির টাকা পেয়েছেন ৷ এখন অপেক্ষায় রয়েছেন ১৭তম কিস্তির টাকার ৷
কবে মিলবে ১৭তম কিস্তির টাকা ?

কবে মিলবে ১৭তম কিস্তির টাকা ?
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
আপনি কি পাবেন এই যোজনার টাকা ?
আপনি কি পাবেন এই যোজনার টাকা ?
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷ Step 2: এখানে পেজের ডান দিকে  ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷

Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
Step 2: এখানে পেজের ডান দিকে ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷
Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷
Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷
Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷
Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷