Tag Archives: PM Kisan Samman Niddhi Yojana

PM Kisan: পিএম কিষান যোজনা নিয়ে বড় খবর, কবে আসবে আগামী যোজনার টাকা ? জেনে নিন

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা দেশের কোটি কোটি কৃষকরা পেয়ে থাকেন ৷ কেন্দ্র সরকারের এই জনপ্রিয় যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা দেশের কোটি কোটি কৃষকরা পেয়ে থাকেন ৷ কেন্দ্র সরকারের এই জনপ্রিয় যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
বর্তমানে যোজনার ১৭তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, মে ২০২৪-এ (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana Installment) ১৭ তম কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা ৷ তবে সরকারের তরফে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি ৷ এর আগে ১৬তম কিস্তির টাকা ২৮ ফেব্রুয়ারি ২০২৪ এ ট্রান্সফার করা হয়েছে ৷
বর্তমানে যোজনার ১৭তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, মে ২০২৪-এ (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana Installment) ১৭ তম কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা ৷ তবে সরকারের তরফে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি ৷ এর আগে ১৬তম কিস্তির টাকা ২৮ ফেব্রুয়ারি ২০২৪ এ ট্রান্সফার করা হয়েছে ৷
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
কীভাবে আপনি এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ?
কীভাবে আপনি এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ?
প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে যেতে হবে ৷ pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্ণারে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ৷ এখানে আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড দিতে হবে ৷ সমস্ত তথ্য দিয়ে সাবমিট করে দিতে হবে ৷

প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে যেতে হবে ৷ pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্ণারে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ৷ এখানে আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড দিতে হবে ৷ সমস্ত তথ্য দিয়ে সাবমিট করে দিতে হবে ৷
আগে থেকেই নাম নথিভুক্ত করা থাকলে দেখে নিন আপনার নাম লিস্টে আছে তো ?
আগে থেকেই নাম নথিভুক্ত করা থাকলে দেখে নিন আপনার নাম লিস্টে আছে তো ?
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷ Step 2: এখানে পেজের ডান দিকে ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷ Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷ Step 2: এখানে পেজের ডান দিকে ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷ Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷

PM Kisan: যোজনার আগামী কিস্তির টাকা কবে মিলবে ? আপনার নাম আছে তো লিস্টে ?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ যোজনার ১৬তম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারির ২৮ তারিখ দেশের কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে ৷ প্রায় ৯ কোটি কৃষকরা এই যোজনার টাকা পেয়েছেন ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ যোজনার ১৬তম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারির ২৮ তারিখ দেশের কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে ৷ প্রায় ৯ কোটি কৃষকরা এই যোজনার টাকা পেয়েছেন ৷
সরকারের এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ বছরে ৬০০০ টাকা অর্থাৎ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এখনও পর্যন্ত কৃষকরা ১৬টি কিস্তির টাকা পেয়েছেন ৷ এখন অপেক্ষায় রয়েছেন ১৭তম কিস্তির টাকার ৷

সরকারের এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ বছরে ৬০০০ টাকা অর্থাৎ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এখনও পর্যন্ত কৃষকরা ১৬টি কিস্তির টাকা পেয়েছেন ৷ এখন অপেক্ষায় রয়েছেন ১৭তম কিস্তির টাকার ৷
কবে মিলবে ১৭তম কিস্তির টাকা ?

কবে মিলবে ১৭তম কিস্তির টাকা ?
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷
আপনি কি পাবেন এই যোজনার টাকা ?
আপনি কি পাবেন এই যোজনার টাকা ?
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷ Step 2: এখানে পেজের ডান দিকে  ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷

Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷
Step 1: প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
Step 2: এখানে পেজের ডান দিকে ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে ৷
Step 3: ড্রপ ডাউন থেকে আপনার রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে ৷
Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷
Step 4: এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে ৷
Step 5: ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷

PM Kisan: কবে মিলবে যোজনার ১৬ তম কিস্তির টাকা ? জানিয়ে দিল সরকার, আপনার নাম আছে লিস্টে ?

কৃষকদের জন্য বড় সরকার ৷ শীঘ্রই আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ৷ সাধারণত যোজনার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এপ্রিল-জুলাই, অগাস্ট-নভেম্বর ও ডিসেম্বর-মার্চে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় ৷
কৃষকদের জন্য বড় সরকার ৷ শীঘ্রই আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ৷ সাধারণত যোজনার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এপ্রিল-জুলাই, অগাস্ট-নভেম্বর ও ডিসেম্বর-মার্চে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যোজনার ১৬ তম কিস্তির টাকা ২৮ ফেব্রুয়ারি ২০২৪-এ ট্রান্সফার করা হবে ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যোজনার ১৬ তম কিস্তির টাকা ২৮ ফেব্রুয়ারি ২০২৪-এ ট্রান্সফার করা হবে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৮ ফেব্রুয়ারি যোজনার টাকা জারি করবেন ৷ যোজনায় কৃষকরা ২০০০ টাকা পাবেন ৷ তবে যোজনার সুবিধা পাওয়ার জন্য eKYC করা বাধ্যতামূলক ৷ পিএম কিষান পোর্টালের মাধ্যমে বা নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে ইকেওয়াইসি করাতে পারবেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৮ ফেব্রুয়ারি যোজনার টাকা জারি করবেন ৷ যোজনায় কৃষকরা ২০০০ টাকা পাবেন ৷ তবে যোজনার সুবিধা পাওয়ার জন্য eKYC করা বাধ্যতামূলক ৷ পিএম কিষান পোর্টালের মাধ্যমে বা নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে ইকেওয়াইসি করাতে পারবেন ৷
কীভাবে চেক করবেন আপনার স্টেটাস ?
কীভাবে চেক করবেন আপনার স্টেটাস ?
স্টেটাস চেক করা জন্য প্রথমে https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে ৷ এরপর পেজের ডানদিকে  ‘Know Your Status’ এ ক্লিক করতে হবে

নিজের রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড ও ‘Get Data’ অপশনে ক্লিক করতে হবে 

এরপরই আপনার স্ক্রিনে চলে আসবে সুবিধাভোগীদের স্টেটাস
স্টেটাস চেক করা জন্য প্রথমে https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে ৷
এরপর পেজের ডানদিকে ‘Know Your Status’ এ ক্লিক করতে হবে
নিজের রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড ও ‘Get Data’ অপশনে ক্লিক করতে হবে
এরপরই আপনার স্ক্রিনে চলে আসবে সুবিধাভোগীদের স্টেটাস
আপনি পাবেন কি কিস্তির টাকা ? চেক করে নিন সুবিধাভোগীদের লিস্ট
আপনি পাবেন কি কিস্তির টাকা ? চেক করে নিন সুবিধাভোগীদের লিস্ট
 www.pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবেএরপর  ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে

ড্রপ ডাউনে গিয়ে রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে

এরপর  ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে
www.pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে
এরপর ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে
ড্রপ ডাউনে গিয়ে রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
এরপর ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে

PM Kisan: নতুন বছরে ১২ কোটি কৃষকদের জন্য সুখবর, আগামী কিস্তির টাকা নিয়ে বড় আপডেট

গত কয়েক বছরে মহিলা ও কৃষকদের জন্য সরকার একাধিক যোজনা চালু করেছে ৷ তার মধ্যে কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ৷ এই যোজনায় বছরে ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
গত কয়েক বছরে মহিলা ও কৃষকদের জন্য সরকার একাধিক যোজনা চালু করেছে ৷ তার মধ্যে কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ৷ এই যোজনায় বছরে ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
এই যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷ ই-কেওয়াইসি না করা থাকলে আগামী কিস্তির টাকা পাবেন না কৃষকরা বলে অনেকদিন ধরেই সরকার জানিয়ে দিয়েছে ৷ দেশের কোটি কোটি কৃষকরা এখন ১৬তম কিস্তির টাকার অপেক্ষা করছে ৷
এই যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷ ই-কেওয়াইসি না করা থাকলে আগামী কিস্তির টাকা পাবেন না কৃষকরা বলে অনেকদিন ধরেই সরকার জানিয়ে দিয়েছে ৷ দেশের কোটি কোটি কৃষকরা এখন ১৬তম কিস্তির টাকার অপেক্ষা করছে ৷
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, আগামী কিস্তির টাকা ফেব্রুয়ারি বা মার্চ মাসে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, আগামী কিস্তির টাকা ফেব্রুয়ারি বা মার্চ মাসে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷
পিএম কিষান যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করানো অত্যন্ত জরুরি ৷ পিএম কিষানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সুবিধা পাওয়ার ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷

পিএম কিষান যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করানো অত্যন্ত জরুরি ৷ পিএম কিষানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সুবিধা পাওয়ার ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷
যোজনার টাকা বৃদ্ধি করা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এবার তিনটি কিস্তির বদলে চারটি কিস্তি দেওয়া হতে পারে ৷ ফলে ৬ হাজারের বদলে এবার ৮ হাজার টাকা পেতে পারেন কৃষকরা ৷

যোজনার টাকা বৃদ্ধি করা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এবার তিনটি কিস্তির বদলে চারটি কিস্তি দেওয়া হতে পারে ৷ ফলে ৬ হাজারের বদলে এবার ৮ হাজার টাকা পেতে পারেন কৃষকরা ৷

PM Kisan: কবে মিলবে যোজনার আগামী কিস্তির টাকা ? দেখে নিন আবেদন করার পদ্ধতি

চলতি মাসের ১৫ তারিখ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৫ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছিল ৷ প্রায় ১৮০০০ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ৷ ১৫তম কিস্তির টাকার পর এবার সবার মনে একটাই প্রশ্ন ৷ কবে মিলবে ১৬ তম কিস্তির টাকা ?
চলতি মাসের ১৫ তারিখ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৫ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছিল ৷ প্রায় ১৮০০০ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ৷ ১৫তম কিস্তির টাকার পর এবার সবার মনে একটাই প্রশ্ন ৷ কবে মিলবে ১৬ তম কিস্তির টাকা ?
কবে মিলবে ১৬তম কিস্তির টাকা ?
কবে মিলবে ১৬তম কিস্তির টাকা ?
মনে করা হচ্ছে ফেব্রুয়ারি ২০২৪-এ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হবে ৷ তবে এই বিষয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি ৷
মনে করা হচ্ছে ফেব্রুয়ারি ২০২৪-এ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হবে ৷ তবে এই বিষয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ এই যোজনায় দেশের কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয় ৷ তবে নিয়ম অনুযায়ী, সরকারি চাকরি করেন এমন ব্যক্তি, বা যিনি মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন পান বা ইপিএফও-এর মেম্বর তাঁরা এই যোজনার সুবিধা পাবেন না ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ এই যোজনায় দেশের কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয় ৷ তবে নিয়ম অনুযায়ী, সরকারি চাকরি করেন এমন ব্যক্তি, বা যিনি মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন পান বা ইপিএফও-এর মেম্বর তাঁরা এই যোজনার সুবিধা পাবেন না ৷
পিএম কিষান স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন ৷
পিএম কিষান স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন ৷
১. অনলাইন আবেদনের জন্য যোজনার ওয়েবসাইটে যেতে হবে২. এখানে New Farmer Registration এর বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে ৷

৩. এরপর আমার গ্রাম, ব্লক নম্বর সিলেক্ট করতে হবে ৷

৪. আধার নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে ৷
১. অনলাইন আবেদনের জন্য যোজনার ওয়েবসাইটে যেতে হবে
২. এখানে New Farmer Registration এর বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে ৷
৩. এরপর আমার গ্রাম, ব্লক নম্বর সিলেক্ট করতে হবে ৷
৪. আধার নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে ৷
৫. এরপর আপনার রেজিস্টার্ড নম্বরে ওটিপি চলে আসবে ৷ ৬. রেজিস্ট্রেশনের জন্য আপনার রাজ্য, জেলা, গ্রাম, ব্যাঙ্কের ডিটেল ও পার্সোনাল ডিটেল দিতে হবে ৷ 

৭. কেওয়াইসি পুরো হওয়ার পর আপনার জমির ডকুমেন্টস আপলোড করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷
৫. এরপর আপনার রেজিস্টার্ড নম্বরে ওটিপি চলে আসবে ৷
৬. রেজিস্ট্রেশনের জন্য আপনার রাজ্য, জেলা, গ্রাম, ব্যাঙ্কের ডিটেল ও পার্সোনাল ডিটেল দিতে হবে ৷
৭. কেওয়াইসি পুরো হওয়ার পর আপনার জমির ডকুমেন্টস আপলোড করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷
পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের লিস্টে নিজের নাম চেক করে নিন এই ভাবে
পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের লিস্টে নিজের নাম চেক করে নিন এই ভাবে
১. পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যেতে হবে ৷ 

২. Beneficiary List এ ক্লিক করতে হবে ৷

৩. নীচে দিয়ে আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷

৪. রিপোর্ট সেকশন সিলেক্ট করতে হবে ৷ 

৫. আপনার সামনে সব সুবিধাভোগীদের নামের লিস্ট খুলে যাবে ৷

১. পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যেতে হবে ৷
২. Beneficiary List এ ক্লিক করতে হবে ৷
৩. নীচে দিয়ে আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷
৪. রিপোর্ট সেকশন সিলেক্ট করতে হবে ৷
৫. আপনার সামনে সব সুবিধাভোগীদের নামের লিস্ট খুলে যাবে ৷

PM Kisan: এখনও অ্যাকাউন্টে আসেনি যোজনার ১৫তম কিস্তির টাকা ? দেখে নিন কী করতে হবে

সারা দেশের কৃষকের জন্য সম্মান নিধি যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী। তার সুফল পাচ্ছেন কোটি কোটি মানুষ। এর আগেই চতুর্দশ কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। অপেক্ষা ছিল পঞ্চদশ কিস্তির টাকা পাওয়ার।
সারা দেশের কৃষকের জন্য সম্মান নিধি যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী। তার সুফল পাচ্ছেন কোটি কোটি মানুষ। এর আগেই চতুর্দশ কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। অপেক্ষা ছিল পঞ্চদশ কিস্তির টাকা পাওয়ার।
জানা গিয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসেই অ্যাকাউন্টে আসবে পঞ্চদশ কিস্তির টাকা। সেই মতো সারা দেশের প্রায় ৮ কোটি কৃষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে। এই পর্যায়েও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২ হাজার টাকা পেয়েছেন তাঁরা।
জানা গিয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসেই অ্যাকাউন্টে আসবে পঞ্চদশ কিস্তির টাকা। সেই মতো সারা দেশের প্রায় ৮ কোটি কৃষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে। এই পর্যায়েও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২ হাজার টাকা পেয়েছেন তাঁরা।
এরই ফলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় মোট ১৮,৬১০ কোটি টাকা প্রায় ৮ লক্ষ ১১ হাজার কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার এক বছরে ৬ হাজার টাকার সহায়তা পৌঁছে দেয় দেশের সমস্ত কৃষকের কাছে। তবে এককালীন নয়। বরং তিন কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় তাঁদের অ্যাকাউন্টে সরাসরি।
এরই ফলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় মোট ১৮,৬১০ কোটি টাকা প্রায় ৮ লক্ষ ১১ হাজার কৃষকের অ্যাকাউন্টে পৌঁছেছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার এক বছরে ৬ হাজার টাকার সহায়তা পৌঁছে দেয় দেশের সমস্ত কৃষকের কাছে। তবে এককালীন নয়। বরং তিন কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় তাঁদের অ্যাকাউন্টে সরাসরি।
যাঁরা এই সুবিধা পান, তাঁরা শেষ কিস্তির টাকা পেয়েছেন কি না তা সহজেই যাচাই করে দেখে নিতে পারবেন।
যাঁরা এই সুবিধা পান, তাঁরা শেষ কিস্তির টাকা পেয়েছেন কি না তা সহজেই যাচাই করে দেখে নিতে পারবেন।
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এসেছে কি না তা দেখার জন্য—প্রথমেই পিএম কিষাণ সম্মান নিধির ব্যালান্স জানতে হবে। এজন্য উপভোক্তাকে প্রথমে পিএম কিষাণ পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in –এ যেতে হবে। সেখানে কৃষক কর্নারে গিয়ে নিজের স্টেটাস যাচাই করে দেখতে হবে। এখানে উপভোক্তার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর লিখে দিতে হবে। তারপর নির্ভুল ক্যাপচা কোড লিখতে হবে। এর পর Get Status-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে ফুটে উঠবে ওই উপভোক্তার অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি।
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এসেছে কি না তা দেখার জন্য—
প্রথমেই পিএম কিষাণ সম্মান নিধির ব্যালান্স জানতে হবে। এজন্য উপভোক্তাকে প্রথমে পিএম কিষাণ পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in –এ যেতে হবে। সেখানে কৃষক কর্নারে গিয়ে নিজের স্টেটাস যাচাই করে দেখতে হবে। এখানে উপভোক্তার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর লিখে দিতে হবে। তারপর নির্ভুল ক্যাপচা কোড লিখতে হবে। এর পর Get Status-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে ফুটে উঠবে ওই উপভোক্তার অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি।
টাকা না এলে—অনেক সময়ই দেখা যাচ্ছে, উপভোক্তার অ্যাকাউন্টে সময় মতো কিস্তির টাকা জমা পড়ছে না। সেক্ষেত্রে খুব সহজ কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে।
টাকা না এলে—
অনেক সময়ই দেখা যাচ্ছে, উপভোক্তার অ্যাকাউন্টে সময় মতো কিস্তির টাকা জমা পড়ছে না। সেক্ষেত্রে খুব সহজ কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে।
প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে হবে। এজন্যও https://pmkisan.gov.in–এ যেতে হবে। সেখানে সুবিধাভোগীদের নামের তালিকা খুঁজে বের করতে হবে। নির্দিষ্ট page-এ রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রামের নাম নির্বাচন করে নিতে হবে। সেখানে Report ট্যাবে ক্লিক করলেই সমস্ত সুবিধাভোগীর নামের তালিকা খুলে যাবে।
প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে হবে। এজন্যও https://pmkisan.gov.in–এ যেতে হবে। সেখানে সুবিধাভোগীদের নামের তালিকা খুঁজে বের করতে হবে। নির্দিষ্ট page-এ রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রামের নাম নির্বাচন করে নিতে হবে। সেখানে Report ট্যাবে ক্লিক করলেই সমস্ত সুবিধাভোগীর নামের তালিকা খুলে যাবে।
যদি কোনও রকম অসুবিধা হয়, টাকা না আসে বা নাম না থাকে তাহলে পিএম কিষাণ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
যদি কোনও রকম অসুবিধা হয়, টাকা না আসে বা নাম না থাকে তাহলে পিএম কিষাণ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
হেল্পলাইন নম্বর—155261/011-24300606/0120-6025109

পিএম কিষাণ টোল-ফ্রি নম্বর—
18001155266

ফোন নম্বর—
011-23381092/231382
হেল্পলাইন নম্বর—
155261/011-24300606/0120-6025109
পিএম কিষাণ টোল-ফ্রি নম্বর—
18001155266
ফোন নম্বর—
011-23381092/231382