PM Modi-Mohammed Shami: শামিকে জড়িয়ে ধরে সান্ত্বনা, ফাইনালে হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

আহমেদাবাদ: যা আশা করা হয়েছিল ৷ তার প্রায় কিছুই পাওয়া যায়নি ৷ একপেশে একটা ফাইনাল জিতে ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলল অস্ট্রেলিয়া ৷ ট্রাভিস হেডের দুরন্ত ব্যাটিংয়ে স্বপ্ন চুরমার রোহিতদের ৷ আহমেদাবাদে ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ম্যাচ শেষে ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়েও ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ৷ খেলোয়াড়দের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন নরেন্দ্র মোদি।

টানা ১০টি ম্যাচে জিতেছিলেন। কিন্তু ফাইনালে হেরে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা হাতে আসেনি। তারপর যে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কতটা কষ্ট হতে পারে; তা হয়তো নিজেদের দেখেই বুঝতে পারবেন ভারতবাসী। ক্রিকেটারদের পাশে দাঁড়াতে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী ৷  দেখা করেন রোহিতদের সঙ্গে। শামিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তিনি ৷

আরও পড়ুন-জেসিকা ডাভিসকে চেনেন? ম্যাচ সেরা ট্রাভিস হেডের স্ত্রীও কম যান না কিছুতেই

রবীন্দ্র জাদেজা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘আমাদের একটা দুর্দান্ত টুর্নামেন্ট কেটেছে। কিন্তু গতকাল একধাপ দূরে থেমে গিয়েছি আমরা। আমাদের সকলের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু দেশবাসীর সমর্থন আমাদের স্বস্তি দিয়েছেন। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিলেন, সেটা অত্যন্ত স্পেশাল এবং অনুপ্রেরণাদায়ক ছিল।’’

আরও পড়ুন? রোহিতের এই দুই বড় ভুলেই কি অধরা থাকল বিশ্বকাপ ? ভারতের হারের পিছনে কারণগুলি জানুন

অন্যদিকে মহম্মদ শামি এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘দুর্ভাগ্যজনকভাবে গতকালের দিনটা আমাদের ছিল না। গোটা টুর্নামেন্ট জুড়ে আমাকে এবং আমাদের দলকে সমর্থন করে যাওয়ার জন্য ভারতীয় সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই ৷ সেইসঙ্গে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। আমরা আবার ফিরে আসব।’’