প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদদের সাক্ষাৎ

PM Modi: প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদদের সাক্ষাৎ, কথোপকথন প্রকাশ্যে আনলেন সৌমিত্র খাঁ

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বঙ্গ বিজেপির নবনির্বাচিত ১২ জন সাংসদ। সোমবার সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ, শান্তনু ঠাকুর-সহ বিজেপির পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত ১২ জন সাংসদ একত্রিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কি নিয়ে আলোচনা হল নবনির্বাচিত সাংসদদের?

নিজের সোশ্যাল মিডিয়ায় তা খোলসা করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র লিখেছেন, ‘‘এই সাক্ষাৎপর্বে প্রধানমন্ত্রী আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং তিনি আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে আমাদের আরও কাজ করতে অনুপ্রাণিত করলেন।’’

আরও পড়ুন- গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমে সৌমিত্র খাঁ আরও লেখেন, ‘‘আমরা তাঁকে পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এবং সংসদীয় কাজের ক্ষেত্রে কিভাবে সংকীর্ণ রাজনীতি বারংবার প্রতিবন্ধকতার সৃষ্টি করছে সেই বিষয়ে আবারও অবগত করলাম। রাজ্যজুড়ে যেভাবে সংঘঠিত দুর্নীতি চলছে তার বিষয়ে অবগত করিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানালাম।’’

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ফাঁকেই নিজের সংসদীয় ও অন্যান্য কেন্দ্রের বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ের কথাও তিনি তুলে ধরেছেন বলে দাবি করে সৌমিত্র খাঁ বলেন, ‘‘বিষ্ণুপুর, দুর্গাপুর, বাঁকুড়া-সহ আমার সংসদীয় ক্ষেত্রের আরও উন্নয়নের স্বার্থে বিষ্ণুপুরের ব্রিটিশ এয়ারপোর্ট তথা বিষ্ণুপুর এয়ারোড্রোমের পরিত্যক্ত প্রায় ২ হাজার একর জমি ব্যবহার করে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম অথবা DRDO র উৎপাদন কেন্দ্র, বেলিয়াতোড়-দুর্গাপুর, বাঁকুড়া-রানীগঞ্জ নতুন রেলপথ নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছি। এ ছাড়াও কৃষি কাজে জলসেচের সুবিধা, মৎস পালনের সুবিধা-সহ একাধিক কারণে প্রকাশ ঘাট ব্রিজ, রাঙ্গামাটি-রণডিয়া ব্রিজ, সোনামুখী-পানঘর বাঁধ নির্মাণ ও সংরক্ষণের আবেদনের সাথে সাথে যমুনা বাঁধ, শ্যাম বাঁধ, কালিন্দী বাঁধ, লাল বাঁধ, কৃষ্ণ বাঁধ, গাতার বাঁধ এবং পোকা বাঁধ এর সংরক্ষণ ও সৌন্দর্যকরণের আবেদনও রাখলাম। আমি দৃঢ় প্রত্যয়ী, বিগত ১০ বছর ধরে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সমগ্র দেশের সাথে সাথে আমার বিষ্ণুপুর সংসদীয় এলাকা জুড়ে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে উন্নয়নের কাজ চলছে, আগামী দিনেও আরও অনেক উন্নয়নের পরিকল্পনায় আমার প্রিয় বিষ্ণুপুর সংসদীয় এলাকাকে সমৃদ্ধ করতে পারব ৷ ’’ এমনটাই জানান সৌমিত্র খাঁ।

আরও পড়ুন– রাশিফল ৩০ জুলাই: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রধানমন্ত্রী এদিন এ রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গে বিজেপির সুদিন দূরে নয় বলে ভোকাল টনিক দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর মত, চব্বিশের লোকসভা ভোটে বাংলায় যা ফল হয়েছে তা প্রকৃত রায়ের প্রতিফলন নয়। বিজেপি সূত্রের আরও খবর, দলের সাংসদদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলার উন্নয়নের জন্য কী করা যায়, তা নিয়ম করে জানাতে হবে। নিজেদের এলাকার কী কী উন্নয়ন করা যায়, সাংসদদের সেই পরিকল্পনার কথা জানাতে হবে প্রধানমন্ত্রীর দফতরে। বিজেপি সূত্রে এও খবর, বাংলার ১২ জন বিজেপি সাংসদদের প্রধানমন্ত্রী এদিন বলেছেন, সকলকে ভাল করে কাজ করতে হবে। বাংলার উন্নয়নে‌ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা যাতে বাংলার মানুষ আরও বেশি করে‌ পান সে ব্যাপারে বিশেষ নজর দিতে হবে‌। বঙ্গ সাংসদদের তরফে এদিন প্রধানমন্ত্রীকে দুর্গাপুজোয় বাংলায় আসার আমন্ত্রণ জানানো হয় বলেও বঙ্গ পদ্ম শিবির সূত্রের খবর।‌