প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ

PM Modi Parliament: ‘দুর্নীতিতে জিরো টলারেন্স…’, বিরোধীদের স্লোগানের মধ্যেই প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ! তুমুল হই-হট্টগোলে উত্তাল লোকসভা

নয়াদিল্লি: বিরোধীদের আক্রমণের প্রতিক্রিয়ায় মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর জবাবি ভাষণ দিতে উঠতেই স্লোগান দিতে শুরু করেন বিরোধী শিবিরের সাংসদরা। সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধির আক্রমণের পর মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবে তাঁর ভাষণে বিতর্কের প্রতিক্রিয়া জানাতে ওঠেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণের শুরুতেই বলেন, “দেশে দীর্ঘদিন তোষণের রাজনীতি চলেছে। তুষ্টিকরণে আর প্রশ্রয় নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কেন্দ্রের এনডিএ সরকারের।” এর মধ্যেই স্লোগানে সোচ্চার হন বিরোধীরা।

আরও পড়ুন: ঝেঁপে আসছে…! বুধবার থেকে রবিবার আবহাওয়ার চরম সতর্কতা দক্ষিণবঙ্গে! কী হবে উত্তরে? মহা সতর্কবাণী আলিপুরের

বিরোধীদের সেই হট্টগোলের মধ্যেই ভাষণ চালিয়ে যান মোদি। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে গত দুদিন বিরোধী সাংসদরা যে আচরণ করেছেন, পরোক্ষে তার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে। আমরা বিকশিত ভারতের সংকল্প নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম। দেশের মানুষ বিবেচনা করেই আমাদের ফের ক্ষমতায় এনেছেন। অনেকে হাজার অপপ্রচার করে, মিথ্যা ছড়িয়েও পরাজিত হয়েছে বিরোধীরা। তাই তাঁরা ব্যথিত হয়েছেন ।”

প্রসঙ্গত লোকসভায় নিটে প্রশ্নফাঁস কাণ্ড থেকে অগ্নিবীর-ইস্যুতে শাসক বিরোধী দ্বৈরথ তুঙ্গে পৌঁছয় সোমবার। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল গান্ধি৷ ঝাঁঝালো আক্রমণ শানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।