Tag Archives: Parliament

New Parliament Building: নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে জল! মেঝেতে বালতি! বিরোধীদের তুমুল কটাক্ষের মুখে ‘আসল’ কারণ ব্যাখ্যা কেন্দ্রের

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের ছাদে নামমাত্র ‘লিক’, সময়মতো সনাক্ত করা হয়েছে ও তা ঠিক করাও হয়েছে। বিরোধীদের নিশানার মুখে এমনটা জানিয়ে এবার সংসদ ভবন সূত্রে কারণ স্পষ্ট করা হল। প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নবনির্মিত সংসদ ভবনের একটি ছবি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় টিপটিপ করে জল পড়ছে আর সেই জল সামাল দিতেই মেঝেতে পাতা রয়েছে বালতি। এরপরেই এই ছবি ঘিরে হইচই পরে যায় সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরাও তুমুল নিশানা করতে শুরু করে দেয়। এই প্রসঙ্গে এবার কারণ স্পষ্ট করে ব্যাখ্যা করল লোকসভা সচিবালয়।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সংসদের সচিবালয়ের তরফে জানানো হয়েছে, “বুধবারের ভারী বৃষ্টির জেরে সদ্য উদ্বোধন হওয়া সংসদ ভবনের লবিতে জল ঢুকেছে বলে দেখানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যা ১২০০ কোটি খরচ করে তৈরি করা নতুন সংসদ ভবনের বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছে। সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ছে। নীচে বালতি রেখে কোনও মতে সামাল দেওয়া হচ্ছে পরিস্থিতি এমন ছবি ভাইরাল হয়েছে। এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরালও হয়েছে। তবে এ প্রসঙ্গে উল্লেখ্য যে, গ্রীন পার্লামেন্টের ধারণাকে সামনে রেখে সংসদের নতুন এই ভবনটির লবি-সহ বিভিন্ন অংশে কাচের গম্বুজ তৈরি করা হয়েছে, যাতে সংসদের দৈনন্দিন কাজে প্রচুর প্রাকৃতিক আলো ব্যবহার করা যায়। বুধবার প্রবল বৃষ্টির সময়, বিল্ডিংয়ের লবির উপরে কাচের গম্বুজগুলির কোনও কোনওটিতে কাচে ব্যবহৃত আঠা সামান্য স্থানচ্যুত হয়েছিল, যার ফলে লবিতে সামান্য জল আসে যা তৎক্ষণাৎ শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

Delhi Flood: টানা বৃষ্টিতে অচল দিল্লি, ডুবল বাড়ি, বন্ধ স্কুল, জল-যন্ত্রণার ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: দিল্লি এবং উত্তরাখণ্ড-সহ বিস্তীর্ণ জায়গায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বুধবারের ভারী বর্ষণে ইতিমধ্যেই অচল হয়ে পড়েছে দেশের রাজধানী। জায়গায় জায়গায় জল জমে থমকে গিয়েছে শহরের যানবাহন। মন্থর ট্রাফিকে ত্রাহি রব চারিদিকে। এমনই কিছু ভিডিও তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।
দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চল এখন প্রায় জলের তলায়। প্রচণ্ড গরম শেষে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও বৃষ্টির প্রাবল্য ভয় ধরিয়েছে দিল্লিবাসীর মনে। অত্যধিক বর্ষণের জেরে থমকে গিয়েছে প্রায় গোটা শহর, অনিয়মিত হয়ে পড়েছে উড়ান চলাচল, বন্ধ হয়ে গিয়েছে স্কুল-সহ নানা প্রতিষ্ঠান।
এরমাঝেই নিজেদের এই সমস্যার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।
দক্ষিণ দিল্লির রিং রোডের এক বাসিন্দা যেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জলমগ্ন হয়ে কিভাবে তা ট্রাফিকে স্তব্ধ করে দিয়েছে

আবার আরও একজন দিল্লির করোল বাগের ভিডিও তুলে ধরেন। সেখানে দেখা যায় বাড়ির সামনে জল জমে থাকতে। তিনি লেখেন, “মাত্র কুড়ি মিনিটের বৃষ্টিতে এই হাল দিল্লির করোল বাগের।”
এরমাঝেই একজন ভিডিও পোস্ট করেন পার্লামেন্টে জলমগ্ন হওয়ার।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে আগামি ৫ই অগাস্ট পর্যন্ত দিল্লি সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করেছে। ফলে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে দিল্লিবাসীর।

Airport: বাংলায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কবে? সংসদে প্রশ্ন উঠতেই জবাব দিলেন মন্ত্রী

নয়াদিল্লি: বাংলায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির ইস্যু নিয়ে শোরগোল সংসদে। দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রক্রিয়া কেন এগোচ্ছে না বাংলায়? পশ্চিমবঙ্গ সরকারের তরফে জমি চিহ্নিত করে দেওয়ার পরও কেন এগোচ্ছে না দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে।

মন্ত্রী কে রামমোহন নাইডু জানান, যদি বাংলার সরকার জমি দেয় এবং দুই বিমানবন্দরের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা হয়, তাহলে অবশ্যই দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ গতি পাবে। এ নিয়ে আলাদা করে বৈঠক করারও আশ্বাস দিয়েছে নাইডু।

আরও পড়ুন: গোটা দেশে প্রথম বাংলা, রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত! কোটি-কোটি মানুষের দুশ্চিন্তা শেষ

নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের আদলেই আরও এক বিমানবন্দর তৈরির তোড়জোড় রাজ্য সরকারের তরফে আগেই শুরু হয়েছিল। দমদম বিমানবন্দর ছাড়াও রাজ্যে যে ক’টি বিমানবন্দর রয়েছে, তার মধ্যে বহুল ব্যবহৃত উত্তরবঙ্গের বাগডোগরা। উত্তরের দিকে আকাশপথে যোগাযোগের জন্য এই একটিই বিমানবন্দর। তাও আড়ে-বহরে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় ঢের ছোট।

বাগডোগরার উপর থেকে চাপ কমাতে কেন্দ্রীয় প্রকল্পের মধ্যেই উত্তরবঙ্গে আরও তিনটি বিমানবন্দর তৈরির কাজ এগোচ্ছে – বালুরঘাট, মালদহ এবং কোচবিহার। ইতিমধ্যেই এই তিন জেলার কাজ পরিদর্শন করে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। এর মধ্যে কোচবিহারের রাজ আমলের পরিত্যক্ত বিমানবন্দরটিরই হাল ফিরিয়ে পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি বিমানবন্দরের কাজ চলছে। এছাড়া মধ্যবঙ্গে দুর্গাপুরের অণ্ডালে রয়েছে কাজী নজরুল বিমানবন্দর। তবে তাতে খুব বেশি বিমান চলাচল করে না। কলকাতা লাগোয়া দমদমের আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই কারণেই সংসদে উঠে এল এ বিষয়ের প্রশ্ন।

PM Modi Parliament: ‘দুর্নীতিতে জিরো টলারেন্স…’, বিরোধীদের স্লোগানের মধ্যেই প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ! তুমুল হই-হট্টগোলে উত্তাল লোকসভা

নয়াদিল্লি: বিরোধীদের আক্রমণের প্রতিক্রিয়ায় মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর জবাবি ভাষণ দিতে উঠতেই স্লোগান দিতে শুরু করেন বিরোধী শিবিরের সাংসদরা। সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধির আক্রমণের পর মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবে তাঁর ভাষণে বিতর্কের প্রতিক্রিয়া জানাতে ওঠেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণের শুরুতেই বলেন, “দেশে দীর্ঘদিন তোষণের রাজনীতি চলেছে। তুষ্টিকরণে আর প্রশ্রয় নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কেন্দ্রের এনডিএ সরকারের।” এর মধ্যেই স্লোগানে সোচ্চার হন বিরোধীরা।

আরও পড়ুন: ঝেঁপে আসছে…! বুধবার থেকে রবিবার আবহাওয়ার চরম সতর্কতা দক্ষিণবঙ্গে! কী হবে উত্তরে? মহা সতর্কবাণী আলিপুরের

বিরোধীদের সেই হট্টগোলের মধ্যেই ভাষণ চালিয়ে যান মোদি। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে গত দুদিন বিরোধী সাংসদরা যে আচরণ করেছেন, পরোক্ষে তার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে। আমরা বিকশিত ভারতের সংকল্প নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম। দেশের মানুষ বিবেচনা করেই আমাদের ফের ক্ষমতায় এনেছেন। অনেকে হাজার অপপ্রচার করে, মিথ্যা ছড়িয়েও পরাজিত হয়েছে বিরোধীরা। তাই তাঁরা ব্যথিত হয়েছেন ।”

প্রসঙ্গত লোকসভায় নিটে প্রশ্নফাঁস কাণ্ড থেকে অগ্নিবীর-ইস্যুতে শাসক বিরোধী দ্বৈরথ তুঙ্গে পৌঁছয় সোমবার। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল গান্ধি৷ ঝাঁঝালো আক্রমণ শানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

 

Parliament Session: ‘৩৮০ ধারার আওতায় পড়ে না…’, ‘বিতর্কিত’ মন্তব্য অপসারিত হতেই স্পিকারকে চিঠি রাহুলের

নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার নির্দেশে সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে বিরোধী দল নেতা রাহুল গান্ধির ‘বিতর্কিত’ মন্তব্য। প্রতিবাদে এবার স্পিকারকে চিঠি দিলেন কংগ্রস সাংসদ। চিঠিতে তিনি জানান, তাঁর বক্তব্যের অংশটি সংসদের ৩৮০ ধারার মধ্যে পড়ে না। এইসঙ্গে বিরোধী দলনেতার দাবি, তিনি যা বলেছেন তা প্রকৃতপক্ষে চরম ‘সত্যি’। পাশাপাশি সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া তাঁর মন্তব্য পুনরুদ্ধারের আর্জিও জানিয়েছেন রাহুল।

সংসদে রেকর্ড থেকে অপসারিত করা হয়েছে রাহুল গান্ধির মন্তব্যের একাংশ। সোমবার বিরোধী দলনেতা হিসাবে নিজের প্রথম ভাষণে রাহুল গান্ধি বলেন, হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি। এই মন্তব্য ঘিরেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। মঙ্গলবার রাহুলের সোমবার করা হিন্দু ধর্মের উল্লেখ সম্বলিত এমনই একাধিক মন্তব্য বাতিল করলেন স্পিকার ওম বিড়লা। এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই ফের জ্বলে ওঠেন রাহুল। নিজের মন্তব্যের সমর্থনে তিনি বলেন, “সত্যি শুধু সত্যিই। মোদির দুনিয়ায় সব সময়ে সত্যিকে মুছে ফেলা হয়।”

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-অক্ষরেখার হুঁশিয়ারি…! সঙ্গী ‘মৌসুমী’…! মঙ্গলবার থেকে আগামী তিনদিন রাজ্যে রাজ্যে দুর্যোগের অশনি! সতর্ক করল আইএমডি

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ঝাঁঝালো নিশানায় জোরের সঙ্গে মন্তব্য, “সত্যকে মোদি জির জগতে উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবকে নয়।” সংসদের বাইরে মঙ্গলবার রাহুল বলেন, নিম্নকক্ষে তাঁর বক্তৃতায় NEET থেকে অগ্নিবীর এবং কৃষকদের জন্য MSP -সংক্রান্ত বিষয়গুলির উল্লেখ ছিল৷ হিন্দুদের সম্পর্কে তাঁর একটি মন্তব্যে খোদ প্রধানমন্ত্রী মোদি আপত্তি তোলেন। সোমবার গভীর রাতে সেই ভাষণের কিছু অংশ মুছে ফেলা হয়।

প্রসঙ্গত, সোমবার সংসদে তাঁর প্রথম ভাষণে রাহুল গান্ধি বলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই কর।”

Rahul Gandhi: ‘সত্যি সত্যিই…’ আরও ঝাঁঝালো রাহুল! সংসদের রেকর্ড থেকে ‘বিতর্কিত’ মন্তব্য ‘সরাতেই’ তীব্র তোপ মোদিকে

নয়াদিল্লি: সংসদে রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হল রাহুল গান্ধির মন্তব্যের একাংশ। সোমবার বিরোধী দলনেতা হিসাবে নিজের প্রথম ভাষণে রাহুল গান্ধি বলেন, হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি। এই মন্তব্য ঘিরেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। মঙ্গলবার রাহুলের সোমবার করা হিন্দু ধর্মের উল্লেখ সম্বলিত এমনই একাধিক মন্তব্য বাতিল করলেন স্পিকার ওম বিড়লা। এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই ফের জ্বলে ওঠেন রাহুল। নিজের মন্তব্যের সমর্থনে তিনি বলেন, “সত্যি শুধু সত্যিই। মোদির দুনিয়ায় সব সময়ে সত্যিকে মুছে ফেলা হয়।”

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ঝাঁঝালো নিশানায় জোরের সঙ্গে মন্তব্য, “সত্যকে মোদি জির জগতে উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবকে নয়।” সংসদের বাইরে মঙ্গলবার রাহুল বলেন, নিম্নকক্ষে তাঁর বক্তৃতায় NEET থেকে অগ্নিবীর এবং কৃষকদের জন্য MSP -সংক্রান্ত বিষয়গুলির উল্লেখ ছিল৷ হিন্দুদের সম্পর্কে তাঁর একটি মন্তব্যে খোদ প্রধানমন্ত্রী মোদি আপত্তি তোলেন। সোমবার গভীর রাতে সেই ভাষণের কিছু অংশ মুছে ফেলা হয়।

প্রসঙ্গত, সোমবার সংসদে তাঁর প্রথম ভাষণে রাহুল গান্ধি বলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই কর।”

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-অক্ষরেখার হুঁশিয়ারি…! সঙ্গী ‘মৌসুমী’…! মঙ্গলবার থেকে আগামী তিনদিন রাজ্যে রাজ্যে দুর্যোগের অশনি! সতর্ক করল আইএমডি

এই মন্তব্যের জেরেই তোলপাড় পরে যায়। তুমুল হট্টগোল শুরু হয় লোকসভায়। অমিত শাহ বলেন, “বিরোধী নেতা বলেছেন, যাঁরা নিজেকে হিন্দু বলেন তাঁরা হিংসা করেন। এই দেশে কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলেন। তাহলে তারা সকলেই কী হিংসা করেন? ওনার উচিত ক্ষমা চাওয়া।” পরে আরএসএসের তরফেও রাহুলের এই মন্তব্যকে ধিক্কার জানানো হয়।

 

Joint Parliament Session: যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির কথায় উঠে এল নিট প্রশ্নফাঁস প্রসঙ্গ! জরুরি অবস্থা নিয়েও কড়া মন্তব্য দ্রৌপদী মূর্মূর

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির ৩.০ সরকারের প্রথম যৌথ অধিবেশনে প্রথমবার নিজের বক্তব্য প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ৷ তাঁর এক পাশে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং অন্যপাশে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ এদিন রাষ্ট্রপতির বক্তৃতায় সরকারের নানা কাজের কথা বলার পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে উঠে আসে জরুরি অবস্থা থেকে শুরু করে নিট-নেট প্রশ্নফাঁস দুর্নীতির কথা৷

এদিন রাষ্ট্রপতি জানান, ১ জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা লাগু হবে৷ তিনি বলেন, ‘‘ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন: কবে হবে নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ? এবার আন্দোলনে পথে নামছেন সায়ন্তিকা-রেয়াদ

রাষ্ট্রপতি জানান, চার দশক পরে ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন চালু হয়েছে৷ যুবদের কথা শুরু হতেই বিরোধীদের তরফে ‘নিট নিট’ বলে চিৎকার শুরু হয়৷ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারির কথা উঠতেই ‘নিট নিট’ বলে চিৎকার শুরু করেন বিরোধীরা। এরপরেই ১-২ সেকেন্ডের জন্য থেমে যান রাষ্ট্রপতি৷

তারপরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ বলেন, ‘‘পরীক্ষা নিরপেক্ষ করাতে বিল এনেছে আমার সরকার। পরীক্ষায় কোনও কারণে বাধা তৈরি হওয়া উচিত নয়। সম্প্রতি কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে। আগে অনেক রাজ্যেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংসদেও কঠোর আইন আনা হয়েছে।’’ সর্বোচ্চ তদন্ত করে আসল সত্যি সামনে আনার কথা উল্লেখ রাষ্ট্রপতির।

আরও পড়ুন: শপথ নিয়ে রেয়াত-সায়ন্তিকার পাশেই স্পিকার বিমান, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাওয়ার হুঁশিয়ারি

একই ভাবে এদিন রাষ্ট্রপতির কথায় উঠে আসে জরুরি অবস্থার প্রসঙ্গও৷ তিনি বলেন, ‘‘সংবিধানের উপরে হামলা হয়েছে একাধিকবার। আজ ২৭ জুন। ১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থা ঘোষণা সংবিধানে আক্রমণ ছিল। আমাদের সরকার চেষ্টা করে সংবিধান যেন জনচেতনার অংশ হয়। জম্মু-কাশ্মীরে সংবিধান লাগু হয়েছে।’’

Kangana Ranaut Chirag Paswan: সংসদের সিঁড়িতে ‘হঠাৎ দেখা’, চিরাগকে দেখে কী করলেন কঙ্গনা? দেখুন ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: সংসদের সিঁড়িতে হঠাৎ দেখা কঙ্গনা ও চিরাগের। আর তারপরের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজনীতির ময়দানে প্রথমবার পা রেখেছেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত। হিমাচলের মান্ডি থেকে বিজেপির টিকিটে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন। তাঁরই পুরনো সহকর্মী চিরাগ পাসোয়ান। কেন? কারণ, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ আগে অভিনয়ের জগতে ছিলেন।

২০১১ সালে কঙ্গনা রানাউতের সঙ্গে চিরাগ পাসোয়ানের ছবিও রয়েছে, নাম ‘মিলে না মিলে হাম’। কঙ্গনা অভিনয় জগতে এগিয়ে গেলেও, অভিনয় থেকে নিজেকে সরিয়ে পরবর্তীতে বিহারের বহু বছরের পুরনো রাজনীতিবিদ রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ রাজনীতিতে নেমে পড়েন। বাবার মৃত্যুর পর লোকজনশক্তি পার্টির দায়িত্বভারও চিরাগের কাঁধে।

আরও পড়ুন: রোজ রুই মাছ খান? শরীরে কী হয় এর ফলে জানেন? পাতে রাখার আগে জানুন

চিরাগ এর আগে লোকসভা ভোটে দিতে দু’বার সাংসদ হয়েছেন, আর এবার হয়েছেন মন্ত্রী। সেই চিরাগের সঙ্গেই বুধবার প্রায় এক যুগ পর দেখা হল কঙ্গনার। সংসদ ভবনের তোরণের সামনে একে অপরকে দেখেই উচ্ছ্বসিত হন দু’জনেই। কঙ্গনাকে দেখেই জড়িয়ে ধরেন চিরাগ।

আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন

কঙ্গনাও পুরনো বন্ধুকে দেখে হেসে তাঁর হাতে হাত মেলান। তার পর হাত ধরে টেনে চলে যান সংসদের ভিতরে। আর মুহূর্তের মধ্যে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বুধবার সংসদে স্পিকার নির্বাচনের দিন এমন রঙিন দৃশ্য সারা দেশজুড়ে শোরগোল ফেলেছে।