প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Modi on RG Kar Case: ‘দ্রুত পদক্ষেপ প্রয়োজন’, আরজি কর কাণ্ডের মধ্যেই বিচারপতিদের সামনে বললেন মোদি

নয়াদিল্লি: আরজি কর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। সেই আবহেই ফের একবার নারী সুরক্ষা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে সপ্তাহখানেকের মধ‍্যেই তৃতীয়বার মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিরুদ্ধে কঠোর আইন নিয়ে বলেন প্রধানমন্ত্রী।

দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নারী নির্যাতন, শিশু সুরক্ষা বর্তমানে সমাজের একটি বড় ব‍্যাধি।’’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্য বিচারপতিরা। নারী নির্যাতন সংক্রান্ত আইন গুলিকে কার্যকর করার কথাও জানালেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল, প্রায় ১৫০ যাত্রী নিয়ে বিপদে বিমান! কলকাতায় জরুরি অবতরণ

নরেন্দ্র মোদি বলেন, ‘‘দেশে নারীর নিরাপত্তা সংক্রান্ত কঠোর আইন রয়েছে। কিন্তু আমাদের তা আরও সক্রিয় করতে হবে। নারীর প্রতি অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, নারী নিরাপত্তা তবেই দেশের অর্ধেক জনসংখ‍্যার নিরাপত্তা নিশ্চিত করা যাবে।’’

আরও পড়ুন: ‘শিবাজি মহারাজের পায়ে মাথা রেখে ক্ষমা চাইছি’, মূর্তি ভেঙে পড়ার ঘটনায় মর্মাহত মোদি

কলকাতার আরজি করে চিকিত্‍সক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় আন্দোলনের আবহ রাজ‍্য তথা দেশ জুড়ে। মুম্বইয়ের বদলাপুরে চার বছর বয়সী দুই স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনাও সাড়া ফেলে দেশের বাণিজ‍্য নগরীতে। এই পরিস্থিতিতে দেশে নারী সুরক্ষা সংক্রান্ত আইন কার্যকরী করার কথা বললেন প্রধানমন্ত্রী।